
12/08/2025
রাস্তার ধারে নামাজ
একটি ব্যস্ত শহরের ভিড়ভাট্টার রাস্তা। চারপাশে মানুষের আনাগোনা, গাড়ির শব্দ, দোকানের ডাকাডাকি—সবকিছু যেন এক অস্থিরতার ঢেউ। এমন সময় হঠাৎই রাস্তার পাশে দেখা গেল এক ভিন্ন দৃশ্য।
পাঁচ-ছয়জন মেয়ে রাস্তায় একটি পরিষ্কার চাদর বিছিয়ে বসে আছে। তারা সবাই সাদাসিধে পোশাক পরে এসেছে, মাথায় ওড়না দিয়ে সুন্দরভাবে হিজাব নিয়েছে। ভিড়ের মধ্যে তাদের এই শান্ত দৃশ্য যেন এক টুকরো প্রশান্তি।
তাদের সামনে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে—হাসি মুখে, কিন্তু চোখে গভীর মনোযোগ। সে আজ ইমামতি করবে। নামাজ শুরু হলো—"আল্লাহু আকবার" ধ্বনিতে চারপাশের কোলাহল যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। গাড়ি, দোকান, মানুষ—সব কিছু পেছনে পড়ে, শুধু সেই নামাজের সুর ভেসে উঠল।
পথচারীরা বিস্ময়ে তাকিয়ে রইল। কেউ ফোন বের করে ছবি তুলতে চাইল, কিন্তু এক বৃদ্ধা বললেন, "ওদের শান্তিতে নামাজ পড়তে দাও, আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে।" তখনই কয়েকজন মানুষ রাস্তার ধারে থেমে দাঁড়াল, চুপচাপ তাকিয়ে দেখল সেই অসাধারণ মুহূর্ত।
মেয়েরা সোজা হয়ে দাঁড়িয়ে, রুকু করছে, সিজদায় যাচ্ছে—তাদের মধ্যে এমন এক সমন্বয়, যেন তারা বছরের পর বছর একসাথে নামাজ পড়ছে। ইমামতি করা মেয়েটি সুরেলা কণ্ঠে কুরআনের আয়াত তিলাওয়াত করছে, তার কণ্ঠে আছে মমতা আর দৃঢ়তা।
নামাজ শেষ হলে তারা সবাই হাত তুলে দোয়া করল—শহরের শান্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, আর নিজের জীবনের বরকতের জন্য। পাশ দিয়ে যাওয়া এক মা তার ছোট্ট ছেলেকে দেখিয়ে বললেন, "দেখো, বেটা, রাস্তার ভিড়েও যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের ভালোবাসেন।"
এই দৃশ্য অনেকের হৃদয়ে দাগ কেটে গেল। কেউ ভাবল, "আমরা তো মসজিদ বা ঘরে নামাজ পড়তে পারি, তাহলে এই মেয়েরা কেন রাস্তায় নামাজ পড়ছে?" আসলে তারা ছিল একদল শিক্ষার্থী, বাসায় ফেরার পথে হঠাৎ আজানের সময় হয়ে যায়, আর নামাজের সময় নষ্ট না করে রাস্তার ধারে পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে যায়।
সেদিনের সেই দৃশ্য প্রমাণ করল—আল্লাহর ইবাদতের জন্য কোনো বিলাসবহুল স্থান দরকার নেই, দরকার শুধু আন্তরিকতা। রাস্তার কোলাহলের মাঝেও নামাজ হতে পারে প্রশান্তির এক সাগর, যদি মন থাকে আল্লাহর দিকে নিবেদিত