12/10/2025
মন ভালো হতে হতে হঠাৎ মন খারাপ হওয়ার ফিলিংসটা কেমন তা এই মুভি দেখলে আপনি অনুভব করতে পারবেন।
মুভিটায় আপনার অনেক কিছু রিলেটেড মনে হবে। বিশেষ করে যারা পরিবারের চাপে প্রিয়জনকে ছেড়েছেন। মুভিটা আপনাকে কিছু শিক্ষাও দিবে।
মুভির শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শেষের দিকে মনে হচ্ছিলো যেন ফোনের স্ক্রিন ভেঙে গিয়ে মুভির কাহিনী চেঞ্জ করে দিই।
মুভির নাম "মনপুরা" না হয়ে "মনপোড়া" হলে বেশি ভালো হতো। কারণ মুভিটা দেখার পর থেকেই মনটা পুড়তেছে।
সবশেষে যারা আমার মতো কোনো কারণ ছাড়াই "মন পোড়াতে" চান, তারা অবশ্যই "মনপুরা" দেখবেন।🌸