পৃথায়ক

পৃথায়ক আসসালামু আলাইকুম

সুন্দর জিনিসের সঙ্গে আপনার দিন সুন্দর হোক❤️🥀

Contest❗ Contest❗যার কমেন্টে রিপ্লাই থাকবে না সে পেয়ে যাবে মিনি গিফট শর্ত: ১. ১৫জন অংশ নিতে হবে,২. ফ্রেন্ডলিস্টের সবাইক...
02/08/2025

Contest❗ Contest❗
যার কমেন্টে রিপ্লাই থাকবে না সে পেয়ে যাবে মিনি গিফট
শর্ত: ১. ১৫জন অংশ নিতে হবে,
২. ফ্রেন্ডলিস্টের সবাইকে ইনভাইট দিতে হবে
৩. পেইজে লাইক, ফলো থাকতে হবে
সময়- ৫ আগস্ট রাত ১২টা

শিউলি শেখায়,ঝরে যাওয়া মানেই হারানে নয়, স্মৃতিতে বেঁচে থাকা আরেক অস্তিত্ব 🌸
27/07/2025

শিউলি শেখায়,
ঝরে যাওয়া মানেই হারানে নয়, স্মৃতিতে বেঁচে থাকা আরেক অস্তিত্ব 🌸

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ও ভালোভাবে শেখার জন্য নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো:১. পরিকল্পনা তৈরি করো (Study Plan)প্রতি...
16/05/2025

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ও ভালোভাবে শেখার জন্য নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো:

১. পরিকল্পনা তৈরি করো (Study Plan)

প্রতিদিন কখন কী পড়বে, সেটা নির্ধারণ করে রাখো।

ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো—যেমন ১ ঘন্টায় একটি অধ্যায় শেষ করা।

২. সময় ব্যবস্থাপনা (Time Management)

Pomodoro টেকনিক ব্যবহার করতে পারো: ২৫ মিনিট পড়া, ৫ মিনিট বিরতি।

বেশি সময় একটানা না পড়ে বিরতি নিয়ে পড়লে মনে থাকে বেশি।

৩. শান্ত পরিবেশে পড়ো

মোবাইল, টিভি, সামাজিক মাধ্যমে বিরতি দাও পড়ার সময়।

টেবিল-চেয়ার ব্যবহার করে পড়ো—বিছানায় না।

৪. নোট তৈরি করো

নিজের ভাষায় সংক্ষেপে নোট লেখো। এতে সহজে মনে থাকবে।

রঙিন কলম ও হাইলাইটার ব্যবহার করলে মজা লাগবে।

৫. রিভিশন দাও

২৪ ঘণ্টার মধ্যে একবার রিভিশন দাও যা পড়েছো।

নিয়মিত পুনরাবৃত্তি করলে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে।

৬. প্র্যাকটিস করো

প্রশ্ন সমাধান করো, পুরোনো প্রশ্ন দেখো।

বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করলে অনেক কিছু পরিষ্কার হয়।

৭. শরীর ও মনের যত্ন নাও

পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘন্টা) এবং স্বাস্থ্যকর খাবার খাও।

হালকা ব্যায়াম বা হাঁটা মস্তিষ্ককে সতেজ রাখে।

SSC practical
03/05/2025

SSC practical

20/03/2025

ভালো মানুষের; সংস্পর্শে থাকুন। কেননা, আপনার 'বুদ্ধি' না থাকলেও; তারা সময় মতো, আপনাকে সৎ পরামর্শ দেবে।❤️

20/03/2025

আমরা স্বাধীন দেশে বাস করলেও নারীরা পরাধীন দেশে বাস করে....💔

রং-তুলি এক অন্যরকম আবেগ         ゚viralシfypシ゚viralシalシ
20/03/2025

রং-তুলি এক অন্যরকম আবেগ

゚viralシfypシ゚viralシalシ

ফুলের প্রতি এক আকাশ পরিমাণ ভালোলাগা। প্রতিটি মানুষের মনে ফুলের প্রতি একটি সফট কর্ণার থাকে, সেখানে ভালোবাসা অসম্ভব রকমের❤...
20/03/2025

ফুলের প্রতি এক আকাশ পরিমাণ ভালোলাগা। প্রতিটি মানুষের মনে ফুলের প্রতি একটি সফট কর্ণার থাকে, সেখানে ভালোবাসা অসম্ভব রকমের❤️🥀

পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত💔
05/12/2024

পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত💔

14/11/2024

সালাম দেওয়ার কয়েকটি ভুল পদ্ধতি❌ :

১. স্লামালাইকুম
অর্থ: উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ)

২. আসসালামালাইকুম
অর্থ: আপনার মৃত্যু হোক (আস্তাগফিরুল্লহ)

৩. স্লামালিকুম
অর্থ: আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ)

৪. আসলা মালিকুম > যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার❌ :

•অলাইকুম সালাম
•অলাইকুম আস-সালাম
•আলিকুম সালাম
>যার উত্তরেও গজব,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।
নাউজুবিল্লাহি মিন জালিক!

আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে✔ :

✨ সালাম এর সঠিক উচ্চারণ হলো,

(ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) ❝
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু।
(وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহু। ❞

বারকাতুহ্।
আরবী দেখে এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিত অন্যথায় ‘ওয়া আলাইকুমুস সালাম’-এর স্থলে ‘অলাইকুম আস সালাম' হয়ে যায়।
অথচ,
আসসালামু আ'লাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক।
ওয়া আ'লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ অর্থাৎ আপনার উপর শান্তি,রহমত ও বরকত নাজিল হোক।

১. আমি আপনার শুধু শান্তি কামনা করলাম,
২. আর আপনি আমার জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করলেন।

এ যেন ইসলাম ধর্মের শাশ্বত,চিরসুন্দর বিধান। যেখানে একটির বিনিময়ে তিনটির দোয়া করা হয়।

সংগৃহীত

আমি বারবার বহুবার তোমাকেই চাই💚
04/11/2024

আমি বারবার বহুবার তোমাকেই চাই💚

Address

Karnakathi, Barishal Sadar
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when পৃথায়ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share