Mony's lifestyle

Mony's lifestyle আসালামুআলাইকুম আমার এই ছোট্ট পেজ এ আপনাকে স্বাগতম ❤️🌺
(21)

07/11/2025

থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের কথা(S).!! 🥀❤️‍🩹

06/11/2025

ভালোবাসার আগে জানতাম না তোমাকে পাওয়া হবে না আমার💔🥀😅

05/11/2025

আমাদের সমাজে ছোটবেলা থেকেই একটি ধারণা গেঁথে দেওয়া হয় ফ্যামিলি যা বলবে, সেটাই সঠিক। কিন্তু বাস্তবতা হলো, পিতামাতার সিদ্ধান্ত সব সময় সঠিক হয় না। তারা আমাদের ভালো চায়, কিন্তু ভালো চাওয়ার পাশাপাশি অনেক সময় তারা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা আমাদের জীবন, ক্যারিয়ার বা মানসিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।

আমাদের আশেপাশে তাকালে সহজেই দেখা যায়, অনেক পিতামাতা অনিচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নেন। অথচ সেই ভুল সিদ্ধান্তকেও আমরা প্রশ্ন করতে শিখিনি, কারণ আমাদের শেখানো হয়েছে “তারা যেটা বলবে সেটাই ঠিক।” এর ফলে আমাদের নিজস্ব চিন্তাশক্তি, মতামত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায়।

কিন্তু জীবন আমাদেরই তাই বিয়ে, পড়াশোনা, ক্যারিয়ার, কিংবা বিশ্ববিদ্যালয় নির্বাচন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজের বোঝাপড়া অনুযায়ী নেওয়াই বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র “পরিবার কি ভাববে” এই চিন্তা করে নিজের ভবিষ্যৎকে অন্যের হাতে তুলে দেওয়া এক ধরনের আত্মপ্রবঞ্চনা।

আমাদের বুঝতে হবে যুগ বদলে গেছে। এখনকার প্রজন্ম প্রযুক্তি, তথ্য ও বাস্তব অভিজ্ঞতায় অনেক বেশি আপডেটেড। অনেক সময় পিতামাতারা এই নতুন বাস্তবতার সাথে তাল মেলাতে পারেন না, যা তাদের দোষ নয়। তবে দুঃখজনকভাবে, বাঙালি সমাজে পিতামাতার একটি ইগো কাজ করে তারা সন্তানের কাছ থেকে শেখাকে দুর্বলতা মনে করেন। ভুল স্বীকার করার পরিবর্তে তারা সেটাকে প্রতিষ্ঠিত করতে চান।

তাই, অন্ধ আনুগত্য নয় , সচেতন শ্রদ্ধা থাকা উচিত। পিতামাতাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, কিন্তু নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজের বোঝাপড়া ও যুক্তির ভিত্তিতে নিতে হবে। কারণ শেষ পর্যন্ত জীবনটা আমাদেরই।

04/11/2025

২০২৫ সালের প্রায় ১০ মাস শেষ।নভেম্বরও দেখতে দেখতে বিদায় নিবে
মির্জা গালিব ঠিকই বলেছিলেন "জীবন বড়ই বিচিত্র' সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যায়"💔🙂

02/11/2025

অবশ্যই আমার মাঝে কমতি ছিলো না তাহলে আমাকে ছেড়ে গেলে কেনো,,!! 💔

31/10/2025

গত অক্টোবর এ যারা লাইফে ছিল(s)এই অক্টোবরে অনেকেই সাথে নেই!😅🥀

31/10/2025

মানুষ মূলত স্মৃতিকাতর! সময় চলে যায় অবিরাম গতিতে শুধু কিছু স্মৃতি এবং সুন্দর মুহুর্তগুলো থেকে যায় মানস্পটে 😊

29/10/2025

মিলন আর কখনোই হবে না, শুধু মনে থাকবে আমাদের ও একটা সংসার সাজানোর কথা ছিলো ;যা অপূর্ণ রয়ে গেলো...!! ❤️‍🩹🥀

28/10/2025

তোমাকে আমি চির কাল মনে রাখবো!! 😔💔

ছিলো কেউ এক জন,,! যাকে না পারলাম ধরে রাখতে, না পারলাম ভুলতে, না পারলাম নিজের করে রাখতে,এ যেন এক লুকায়িত তীব্র হাহাকার যা...
26/10/2025

ছিলো কেউ এক জন,,! যাকে না পারলাম ধরে রাখতে, না পারলাম ভুলতে, না পারলাম নিজের করে রাখতে,এ যেন এক লুকায়িত তীব্র হাহাকার যা আমাকে রোজ বিভীষিকাময় এক যন্ত্রণায় দ্বারপ্রান্তে পৌঁছায়..!! ❤️‍🩹😅

"মূল্যহীন অভিযোগ গুলো" নিজের কাছে গোপন থাকা শ্রেয়। 😌🤍
26/10/2025

"মূল্যহীন অভিযোগ গুলো"
নিজের কাছে গোপন থাকা শ্রেয়। 😌🤍

Address

Barishal

Telephone

+8801862890911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mony's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share