Mony's lifestyle

Mony's lifestyle আসালামুআলাইকুম আমার এই ছোট্ট পেজ এ আপনাকে স্বাগতম ❤️🌺
(21)

_আমাকে হারানোর ভয়ে,তোমার চোখে যে পানি দেখে ছিলাম আজও বিশ্বাস হয়না যে সেটা মিথ্যা ছিলো..!💔😅
24/12/2025

_আমাকে হারানোর ভয়ে,তোমার চোখে যে পানি দেখে ছিলাম আজও বিশ্বাস হয়না যে সেটা মিথ্যা ছিলো..!💔😅

অনেকদিন পর একটা নাটক দেখে মনে দাগ কেটে গেলো৷ ভাইরে ভাই Tanjim Saiara তটিনি মেয়েটা জাস্ট অস্থীর অভিনয় করে৷ এই মেয়ের কান্ন...
20/12/2025

অনেকদিন পর একটা নাটক দেখে মনে দাগ কেটে গেলো৷ ভাইরে ভাই Tanjim Saiara তটিনি মেয়েটা জাস্ট অস্থীর অভিনয় করে৷ এই মেয়ের কান্নার অভিনয় এতোটা নিখুঁত ছিলো যে আমার নিজের চোখ ছলছল করে উঠছিল৷

একটা বেকার, গরীব পরিবারের ছেলে জেনেও তাকে কীভাবে একটা মেয়ে মন থেকে ভালোবাসে আবার তার জন্য পাগলামিও করে সেটা এই নাটক না দেখলে বুঝার উপায় নাই। আমি প্রথমে মনে করছিলাম ভাইরাল লামিসা সোহাগের কাহীনি হবে৷ কিন্তু শেষটা এমন হবে ভাবিনি৷

গল্পের রাহার অভিনয় প্রত্যেকটা মেয়েকে কাঁদাবে৷ এবং বাস্তবেও অনেক মেয়ের জীবনের কাহীনি এটা যারা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেও খালি হাতে ফিরে৷

ঠকাচ্ছো যেনেও ছেরে দেই নি। এর থেকে বেশিকেভালোবাসবে বলো? জানতাম ছেড়ে যাবে, তবুও ছেড়েযাই নি। ভাবতাম কিছু সুন্দর সময় হোক, এ...
13/12/2025

ঠকাচ্ছো যেনেও ছেরে দেই নি। এর থেকে বেশিকে
ভালোবাসবে বলো? জানতাম ছেড়ে যাবে, তবুও ছেড়েযাই নি। ভাবতাম কিছু সুন্দর সময় হোক, এগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সবাই বলতো থাকবে না। মনরে বুঝাইতাম, সবাই ভুল তুমি সঠিক।এর থেকে বেশি কে ভালোবাসবে বলো? 😅
কিন্তু শেষ আঘাত আমার রূহ পর্যন্ত পৌঁছে গেছে.যার কোনো ক্ষমা নাই 💔তাই এই দিন টা আমি কখনও ভুলতে পারবোনা। যার জন্য এতোকিছু করলাম সেই শখের মানুষটা আমাকে এমন ভাবে কষ্ট দিবে কখনো ভাবতেও পারিনি😭 সবকিছুই আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম...একদিন না একদিন আল্লাহ এর বিচার করবে... তাই আমি চুপ হয়ে গেলাম😢

পুরুষ পরিবারকে খুশি রাখতে গিয়ে প্রিয় মানুষটাকে ও হারিয়ে ফেলে (S)💔😅
13/12/2025

পুরুষ পরিবারকে খুশি রাখতে গিয়ে প্রিয় মানুষটাকে ও হারিয়ে ফেলে (S)💔😅

আমাকে পাওয়ার জন্য যে মানুষটা কান্না করতো, আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি, আমাদের ও ছিলো একসময় সুন্দর স্মৃতি কিন্তু সেই স্ম...
11/12/2025

আমাকে পাওয়ার জন্য যে মানুষটা কান্না করতো, আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি, আমাদের ও ছিলো একসময় সুন্দর স্মৃতি কিন্তু সেই স্মৃতির মানুষটি আজ নেই, অন্য আকাশের চাঁদ হয়ে গেছে।

যার দেখা পাওয়া, কথা বলা অনেক বেশি আনন্দের, জীবন তোমাকে একদিন তাকে পাশ কাটিয়ে চলে যেতে শিখিয়ে দিবে। আসলে সময়ের সাথে সাথে মানুষ ও বদলে যায়। 😅💔

10/12/2025

Ami sob kicu te unlucky.💔😅

_নীরবে জন্মে থাকা কান্না, কেউ তো দেখলো না ভিজে যাওয়া বালিশটাই শুধু জানে সব যন্ত্রণা!😅💔
09/12/2025

_নীরবে জন্মে থাকা কান্না, কেউ তো দেখলো না ভিজে যাওয়া বালিশটাই শুধু জানে সব যন্ত্রণা!😅💔

29/11/2025

In sha allaha 😅🥀💔

26/11/2025

It's true😊💔😅

22/11/2025

Amr moto bipod allaha kew re dio na😅💔🥺

21/11/2025

আগে ভাবতাম "ফ্যামিলি আবার জোর করে বিয়ে দেয় কিভাবে?"এখন টের পাচ্ছি কীভাবে দেয়‌‌!'🙂💔

-কাফনের কাপড় কি আর সব সময় সাদা হয়?🙂🤍
21/11/2025

-কাফনের কাপড় কি আর সব সময় সাদা হয়?🙂🤍

Address

Barishal

Telephone

+8801862890911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mony's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share