08/05/2025
গল্প: বুদ্ধিমান বাচ্চা
একদিন স্কুলে শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন:
শিক্ষক: “তোমরা বড় হয়ে কে কি হতে চাও?”
সবাই বলল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ।
শুধু পেছনের বেঞ্চে বসে থাকা মামুন চুপ করে আছে।
শিক্ষক: “মামুন, তুমি চুপ কেন? তুমি কি হতে চাও?”
মামুন (গম্ভীর মুখে): “স্যার, আমি বড় হয়ে সুখী হতে চাই।”
শিক্ষক একটু বিরক্ত হয়ে বললেন,
শিক্ষক: “এটা তো কোনো পেশা না! ঠিক করে বলো তুমি কি হতে চাও?”
মামুন: “স্যার, মা বলে—যে সুখী, সে-ই সফল। আমি শুধু সফল হতে চাই না, সুখীও হতে চাই।”
শিক্ষক হাঁ করে তাকিয়ে থাকেন...বাকিটা ইতিহাস