Suma 's Gallery

Suma 's Gallery Always be grateful. Be a good natured. Allah Almighty sees that, this is enough.❤️💫

নিজেকে হারিয়ে তোমাকে জিতিয়ে দিলাম তোমার সুখ দীর্ঘ স্থায়ী হোক.!😓💔🥀
26/06/2025

নিজেকে হারিয়ে তোমাকে জিতিয়ে দিলাম তোমার সুখ দীর্ঘ স্থায়ী হোক.!😓💔🥀

25/06/2025

যোগাযোগ বন্ধ হয়ে গেলে তুমি আমাকে আর মনে রাখবে নাহ্! ভুলে যাবে.!😥💔

অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে! আমার সাথে অভিনয় করতে যা যা বলেছ, সেই কথা গুলো সত্যি সত্যি অন্য কাউকে বলবে.!🥺💔
কাউকে সত্যি সত্যিই স্পর্শ করবে! বুকে মাথা রেখে ঘুমাবে,

সেই সুখ কাউকে স্থায়ী করে দিতে বিয়ে নামক দলিলে সাইন করে দিবে.!😥💔

আমি যাকে ভালোবেসেছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম, আর যার সাথে আমার  এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি ...
22/06/2025

আমি যাকে ভালোবেসেছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম, আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'🌸

বাস্তব বলে, এই দুজন মানুষ নাকি একজনই,কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে আমি আজও ভালোবাসি ;আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

22/06/2025

তোমাকে মুগ্ধ করার মতো সুন্দর চেহেরা নেই আমার, তবে তোমাকে ভালোবাসার মতো সুন্দর মন আছে!🖤

21/06/2025

জীবনে প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না,
কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা!

আপনি হয়তো বলবেন দিনশেষে মানুষ আকাশের মতো একা। কিন্তু আমি বলবো মানুষ আকাশের মতো একা হলেও আকাশজুড়ে ভেসে থাকা মেঘদলের মতো ধুসর!

21/06/2025

কেউ একজন আমারও ছিলো, যার সাথে মন খুলে কথা বলতে পারতাম! কিন্তু আফসোস সেও আজ সময়ের সাথে বদলে গেছে.!😥💔🥀

20/06/2025

যে তোমার মুখের কথাই বুঝে না তাঁকে বুকের ব্যাথা বুঝতে যেও না

19/06/2025

এক সমুদ্র ভালোবাসার পরও সে আমার হইলো না

19/06/2025

বাস্তব কঠিন হলেও মেনে নিতে হয়..,কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে.., ভাগ্যে নয়..!!💔🫂🥺

18/06/2025

আমরা কেন তাদেরকেই ভালোবাসি, যারা আমাদের কখনও হবে না?

18/06/2025

যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে দ্বিতীয়বার বিরক্ত করার প্রশ্নই আসে না!'💔😅

18/06/2025

'কোথাও যোগাযোগ কমে গেলে–
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'।
সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানে
অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।

সূর্যের উদয় অস্ত মানেই শুরু আর শেষ না।
কোথাও সূর্য ডুবে যাওয়া মানে–
অন্য কোথাও তুমুল আলোর সকাল।

কিছু কিছু মানুষ আমাদের জীবনে
মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও
আলো ঝলমলে সকালের আয়োজন করে।
আমাদের সেই রাত আর ফুরায় না

Address

Bhola
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Suma 's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share