21/08/2025
জীবনের পথে চলতে গিয়ে ব্যর্থতার মুখোমুখি না হওয়া মানুষ খুবই বিরল। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়, কেউ ব্যবসায়, কেউ সম্পর্কের ক্ষেত্রে আবার কেউ জীবনের বড় কোনো স্বপ্ন পূরণ করতে গিয়ে হোঁচট খায়। কিন্তু ব্যর্থতা মানেই যে জীবন থেমে গেল, তা নয়। বরং ব্যর্থতা হলো এক নতুন শুরু করার সুযোগ, যেখানে আমরা অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারি।
ব্যর্থতা আমাদের শেখায়—অভিজ্ঞতা ছাড়া সাফল্য পূর্ণ হয় না। যেমন একটি শিশু বারবার পড়ে গিয়ে হাঁটা শিখে, তেমনি একজন মানুষও ব্যর্থ হয়ে সফলতার সিঁড়ি খুঁজে নেয়। প্রতিটি ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে একেকটি শিক্ষা, যা আমাদের পরবর্তী যাত্রায় দিকনির্দেশনা দেয়।
ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়, বিশ্বের বহু সফল মানুষ ব্যর্থতার ভেতর দিয়েই গড়ে উঠেছেন। আলবার্ট আইনস্টাইনকে বলা হয়েছিল তিনি কিছুই শিখতে পারবেন না, থমাস এডিসন শত শতবার ব্যর্থ হয়েছিলেন বাতি আবিষ্কারের আগে, এমনকি আমাদের মুক্তিযুদ্ধও বহু ত্যাগ আর ব্যর্থতার ভিতর দিয়েই বিজয় অর্জন করেছিল। তারা যদি প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী হয়তো আজ ভিন্নরকম হতো।
তাই ব্যর্থতা কোনো অভিশাপ নয়, বরং এক মূল্যবান শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয়—সাফল্যের পথ সহজ নয়, সেখানে সংগ্রাম করতে হয়, ভুল থেকে শিখতে হয় এবং প্রতিবারই নতুন করে উঠে দাঁড়াতে হয়।
শেষ পর্যন্ত, জীবনে যারা ব্যর্থতাকে ভয় না পেয়ে গ্রহণ করে, তারাই সত্যিকার অর্থে বিজয়ী হয়। কারণ ব্যর্থতা হলো শেষ নয়, ব্যর্থতা হলো শুরু করার নতুন এক আলো।