
11/05/2025
"মা কখনো অভিযোগ করেন না,শুধু নীরবে সারাদিন পরিশ্রম করে যান।
তাঁর নেই বিশ্রাম, নেই ছুটি, নেই নিজের সময়।তবু তাঁর মুখে সবসময় থাকে একটা শান্ত হাসি।আমরা যদি কখনো কষ্টেও থাকি, মা যেন তার আগেই বুঝে যান।
এই ভালোবাসার মাপে কোনো সীমা চলে না—
শুধু বলি, ধন্য আমি তোমার সন্তান হতে পেরে।
শুভ মাতৃ দিবস, মা ❤️"
゚