20/07/2025
❝
বাস্তবতা কখনো কখনো এতটাই কঠিন হয়ে দাঁড়ায়,
যেখানে কল্পনা, আশা আর স্বপ্ন — সব হার মানে...
মানুষ বদলে যায়, সম্পর্ক ফিকে হয়ে যায়,
আর যাকে সবচেয়ে আপন ভেবেছিলে,
একদিন সেই-ই হয় সবচেয়ে অচেনা...
এই জীবনটা শেখায় —
"অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আশা, অতিরিক্ত বিশ্বাস… সবই একদিন কষ্ট হয়ে ফিরে আসে।"
❗জীবনে এমন কিছু মুহূর্ত আসে,
যেখানে তুমি চুপ করে কাঁদো…
আর কেউ টেরও পায় না তোমার কান্নার শব্দ।
কখনো কখনো ভীষণ একা হয়ে যাই,
তবুও কারো কাছে বলি না কিছু, কারণ সবাই শুধু শুনতে চায় — "তুমি ভালো আছো"
আসলে জীবনে কিছু সত্য অনেক কষ্টদায়ক —
❝আপন বলতে কেউ থাকে না, সময় গেলে সবাই বদলে যায়…❞
তাই আজকাল আর কাউকে দোষ দিই না…
চুপচাপ বাস্তবতা মেনে নিই — কারণ জীবনটা গল্প নয়… জীবনটা কঠিন সত্য…
❞
#বাস্তবতা_নির্মম
#চুপচাপ_মানিয়ে_নিচ্ছি
#আমিও_মানুষ
#হৃদয়ের_ব্যথা
#একাকিত্ব