F ake S mile

F ake S mile স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু গন্তব্য বহু? স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু গন্তব্য বহুদূর ���

24/05/2025

আমিও চাই আমার একটা মানুষ হোক,যে আকাশ থেকে বৃষ্টি পড়া দেখলেই আমাকে কল দিয়ে বলবে বাহিরে বৃষ্টি হচ্ছে চলো একসাথে বৃষ্টিতে ভিজি,রিকশায় ঘুরি! আমিও চাই রাস্তায় কোথাও ফুল দেখলে মানুষটা আমার কাছে বায়না ধরোক,তাঁকে ফুল এনে দেয়ার জন্য! যাকে আমি কারণে অকারণে ফুল দিতে পারবো! আমিও চাই মানুষটার দুঃখ-কষ্ট হলে,সে ভরসার ঠাঁই হিসেবে আমার কাঁদ টা বেছে নিবে। আমিও চাই আমার একটা মানুষ হোক যে আমাকে ভালোবাসবে,ভুল ধরিয়ে দিবে কিন্তু ছেড়ে যাবেনা!অন্য কারো দিকে আমি তাকানের সাহস করার আগেই যেনো সে হুমকির সুরে বলে উঠবে "অন্য কারো দিকে তাকাইলে চোখ উফরে ফেলে দিবো! তুই শুধু আমার,আমার দিকেই তাকাবি।"
জানিনা এমন কাউরে পাবো কিনা,তবে স্বপ্ন ঠিকই দেখি প্রতিনিয়ত!
অতঃপর "আমারও একটা মানুষ হোক "🤍

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন... এই যন্ত্রণায় পিড়াবে অনন্তকাল আল্লাহ উনার ব...
16/05/2025

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন... এই যন্ত্রণায় পিড়াবে অনন্তকাল আল্লাহ উনার বাবাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন আমিন

মানুষের জিবন কত নিষ্টুর!! টাকার জন্য স্বৈ রা চা রে র পা ধরে জিবন পার করে কি লাভ যেখানে নিজের বাপের জানাজা পরবে সেই সুযোগ টা নেই, দেখেন এতো লক্ষ কোটি টাকা দিয়ে কি হবে যেই টাকা দিয়ে পরিবারের সাথে দু মুঠো খেতে খেতে না পারেন?

আল্লাহ যেনো আমাদের সকল সমস্যা থেকে দুরে থাকার তৌফিক দান করেন আমিন।

07/05/2025

রাজনৈতিক ঐক্য দিয়া সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম লাগে।
আমাদের এয়ারফোর্স কে জরুরী ভিত্তিতে আপগ্রেড করা এখন সময়ের দাবী। ❤️

07/05/2025

- ভারত পাকিস্তানের ৫ টা জায়গায় মিসাইল হামলা করেছে। কোটলি, আহমেদপুর, মোজাফফরবাদ, বাঘ, মোরিদকে।

- টোটাল ৯ টা মিসাইল ছুড়েছে।

- ২ টি মসজিদ ধ্বংস করেছে।

- ৩ জন পাকিস্তানি নিহত এবং ১৫ জন আহত।

- পাকিস্তান দ্রুত আক্রমণে যাচ্ছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! MD. Alamin Mia, MD Kobir Talukder
07/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD. Alamin Mia, MD Kobir Talukder

বুড়ি মরে গেল।বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'লো...
05/05/2025

বুড়ি মরে গেল।
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে পড়ে, হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল "দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে "দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো। এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে "দাদুর অবস্থাও বেশি ভাল না। কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.! যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.? কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো "পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!"

নিজেকে শক্ত করে গড়ে নিন,, এই স্বার্থপর দুনিয়াতে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না.....!!
Highlights BD

29/04/2025

যখন প্রেম করতাম মাসে দু'বার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম। অথচ আজ তিন বছর পরেও তোমার বিয়ে হয় নাই!

এটাই Marketing...🙂

29/04/2025

ওসামা বিন ল|দে°ন (রাহি.) সন্ত্রাসী নয়!

🎙️ দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)

29/04/2025

বতর্মানে কিছু নেতার অবস্থা 😆

Address

Barishal

Telephone

+8801762646222

Website

Alerts

Be the first to know and let us send you an email when F ake S mile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F ake S mile:

Share