07/06/2025
🌙🐑 ঈদ-উল-আযহা: ত্যাগের মাঝে শান্তি, ভালোবাসার মাঝে পূর্ণতা 🕋✨
পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মনে করিয়ে দেয়—
ত্যাগ শুধু কোনো পশুর নয়,
তা নিজের অহংকারের, লোভের, এবং নিজের "আমি"-রও।
🌾 হজরত ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.) এর শ্রদ্ধা, আত্মসমর্পণ আর ভালোবাসা ছিল আল্লাহর প্রতি।
আজ আমরা সেই শিক্ষাকেই ধারণ করি—
👉 নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিই,
👉 গরিব-দুঃখীর পাশে দাঁড়াই,
👉 এবং পরিবার নিয়ে একসাথে হই দোয়া ও ভালোবাসার বন্ধনে।
---
💛 এই ঈদ হোক:
🔸 অনাহারীর মুখে এক চামচ হাসি,
🔸 একাকীর হাতে একটুখানি সঙ্গ,
🔸 এবং আমাদের অন্তরে স্নেহ, সহানুভূতি ও শোকরিয়া।
---
🎉 ঈদ মোবারক!
এই ঈদে আল্লাহ যেন আপনার জীবনে বয়ে আনেন শান্তি, বরকত ও অফুরন্ত ভালোবাসা।
—
📌 Rozina Akter R.A — জীবনের যত্নে, ভালোবাসায় ও নারীত্বের শক্তিতে পাশে আছি সবসময়।
#ঈদউলআজহা #ত্যাগেরঈদ ゚