
10/04/2025
প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীবৃন্দ,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে।
আল্লাহ তোমাদের সকলকে সুস্বাস্থ্য, পরিশ্রমের সুফল এবং সাফল্য দান করুন।
দোয়া করছি—
তোমাদের মনে সাহস, হৃদয়ে শান্তি এবং লেখায় বরকত দান করুন।
যেন প্রতিটি প্রশ্ন সহজ মনে হয়, প্রতিটি উত্তরে সঠিক উত্তর দিতে পারো।
ভবিষ্যতের পথে আলোকিত হোক তোমাদের পদচারণা।
"রব্বি যিদনী ইলমা" – হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি কর।
সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
– ডা. আমিরুল ইসলাম