
20/08/2025
শুধুমাত্র টুরিস্ট ভিসা প্রার্থীরা খেয়াল করুন।
ইউরোপ আমেরিকার টুরিস্ট ভিসা কেন হয় ? কেন হয় না ? জানেন কি?
ভিসা পাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। ২ কারণে হয় না। প্রথমত যোগ্য লোকের যে ভিসা হয়- তা তারা জানেই না। দ্বিতীয়ত ভিসা না হবার ভয়ে তারা ভিসা কখনও এপ্লাই ই করেই না। সমাধান কী ? আসুন জানি,
প্রথমত ভিসা এপ্লাই না করলে কেউ আপনাকে ঘরে এনে ভিসা দিয়ে যাবে না। এভাবেই জীবন কেটে যাবে।
দ্বিতীয়ত এক দেশে ভিসা না হলে তাতে অন্য দেশে ভিসা হওয়া বা না হওয়া নির্ভর করে না। যোগ্যতা থাকলে ভিসা হয়েই যায়।
তৃতীয়ত যে পাসপোর্টে ভিসা হবার চান্স কম- সে পাসপোর্ট আমরা কখনও গ্রহণই করি না। আর সম্ভাব্যতা যাচাই করাও আকাশবারীতে একদম ফ্রি।
আসলে একটি ভালো টুরিস্ট কে সেই দেশের সরকার অত্যন্ত আগ্রহের সাথে ভিসা দেয় কারণ আপনার চাইতে আপনাকে তাদের দরকার বেশি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
+8801612151329 WhatsApp PRESS UNFCCC COP Nadim Mahmud