Juyena's Mom.

Juyena's Mom. আলহামদুলিল্লাহ �

27/05/2025

Good morning everyone
Assalamualaikum

জুয়েনাকে আজকে দুপুরে দিয়েছি রাইস চিকেন পরিজি 🥣 কালকে থেকে ওর জ্বর 😥 ভাত মুখেই নিতে চাচ্ছিলো না, তাই এটা করে দিয়েছি। আ...
21/05/2025

জুয়েনাকে আজকে দুপুরে দিয়েছি রাইস চিকেন পরিজি 🥣 কালকে থেকে ওর জ্বর 😥 ভাত মুখেই নিতে চাচ্ছিলো না, তাই এটা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ খেয়েছে।
#আল্লাহুম্মা_বারিক

14/05/2025

মাগো,
তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি? এই দেখো না, আমি এখন সবকিছু তোমার মতোই ভুলে যাই। কাঁদতে ভুলে যাই, দুঃখ ভুলে যাই, ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার। এখন আমার ‘একটা হলেই হলো’ তে চলে যায়।
তুমি শুনে অবাক হবে, কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার দিয়ে উঠি না। হাত কেটে র'ক্ত ঝরলেও পাত্তা দেই না, পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর মাথায় তুলি না। গরম পাতিলটা খালি হাতেই ধরতে পারি, হাত পুড়ে গেল কিনা বুঝতে পারি না।

তোমার মতোই এখন ব্যস্ততাকে ব্যস্ত বলতে সুযোগ পাই না। সকালের নাস্তা, দুপুরের খাবার টিফিনে গুছিয়ে, টেবিলের এঁটো মুছে নিয়ে আমিও এখন হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি। পা দুটোও যে তোমার মতো হয়ে গিয়েছে। জিরোতে ওরা ভুলে যায় এক্কেবারে। ঘরে ফিরতে ফিরতে একটু জিরিয়ে নেয় এই যাহ্! ঘরে ফিরে আবার কোমড় বেধে নেমে পড়ি ঘরের কাজে। তোমার মতোই “ক্লান্ত লাগে না সত্যি” এই মিথ্যেটা রপ্ত করে নিয়েছি নিখুঁতভাবে।

জানো মা, এখন আর আমার গা থেকে পারফিউমের সেই মিষ্টি গন্ধটা আসে না। পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল চিটচিটে, মাছের আঁশটে, মজে যাওয়া ঘামের গন্ধটা।

আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি। কেমন দাপিয়ে বেড়াতাম, বিচ্ছু ছিলাম কেমন, চাঁদটা কেমন হা করে দেখতাম, কতো বই ছিল আমার, কী খেতে পছন্দ করতাম, কী রঙটায় চোখ আটকে যেত ইত্যাদি ইত্যাদির। যেভাবে তুমিও বলতে কোনো এক ছুটির বিকেল বেলাতে। আচ্ছা মা, তোমারও কী তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে যেখানে সত্যিকার অর্থেই ‘তুমি’ আছো?

জানো, সকাল সকাল এই বিচ্ছিরি এলার্মের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে। তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায়। মন চায় তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি। আচ্ছা! এই অসম্ভবকে কীভাবে সম্ভব করতে হয় তোমার কী জানা আছে, মা? আমায় বলে দেবে?

তুমি ওই যে যখন জায়নামাজে বসে দুরুদ জপতে, আমি তখন তোমার কোলে মাথা রেখে একটু শুতাম। তুমি মাথায় হাত বুলিয়ে পিঠ চাপড়ে দিতে। ওই সময়ে চেয়ে সুখীমানুষ আমি কখনো হই নি। আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে শুই, সুখের সাগরে গা এলিয়ে দেই। আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকু।

জানো মা, তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিতে। আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকতাম। এটা যে আমার এতো প্রিয়! বলতে ইচ্ছে করতো তোমায়, “মা তুুমি সব সময় কাজল দাও না কেন?” এখন বুঝি, তুমি কেন তোমার প্রিয় কাজল দিতে ভুলে যেতে।

মা গো, তোমায় কত্তো কিছু বলতে ইচ্ছে করে। কিন্তু আমি যে কিছু বলতে পারি না তোমায়। এত্তো এত্তো লেখা লেখি অথচ তোমায় লিখতে গেলেই সাহসে আটকে যায়। আমার শব্দ ভান্ডার যে ওতটা ভারি নয়, যতটা ভারি থাকলে তোমায় নামে তাদেরকে উৎসর্গ করা যায়। তবুও বলবো, তুমি আমার আস্ত একটা সূর্য, মা। যার আলোতে ওই সাদামাটা রঙচটা ঘরটা আলোকিত হয়। যার দিকে তাকালে সকল দুঃখ ভুলে হয়ে উঠি ভীষণ সাহসী। যার উত্তাপে দুমড়েমুচড়ে যাওয়া আমিটা আবার মাথা চাড়া দিয়ে উঠি। তুমি আছো বলেই ভুলে যাই অবেলার যাতনা, ঘুম না আসা রাত্তিরের শোক, মাথার ব্যামো, অস্থিরতা সঅঅঅব। শুধু তুমি আছো বলেই, এখনো বেঁচে আছি মা। এখনো বেঁচে আছি.....

_ নাবিলা তাসনিম

জুয়েনার সকালের নাস্তা চিকেন স্যুপ 🥣     #আল্লাহুম্মা_বারিক
14/05/2025

জুয়েনার সকালের নাস্তা চিকেন স্যুপ 🥣
#আল্লাহুম্মা_বারিক

13/05/2025

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার"

বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চার শরীরের জন্য নয়, তাদের মানসিক বিকাশেও সাহায্য করে।

🟠 মিষ্টি আলুর পুষ্টিগুণ: 👇

🟣 ওজন বৃদ্ধি:

মিষ্টি আলু দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শক্তি বৃদ্ধি করে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক।

🟣 ক্যালসিয়াম ও আয়রন:

এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন, যা রক্তশূন্যতা কমায় এবং হাড়ের গঠন শক্তিশালী করে।

🟣 হজমে সহায়তা:

মিষ্টি আলু হজমে সহায়তা করে। এটি বাচ্চার পেটের সমস্যাগুলোর জন্যও খুব উপকারী।

🟣 বিটা ক্যারোটিন ও ভিটামিন A:

মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন এবং ভিটামিন A থাকে, যা বাচ্চার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং তাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা:

এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যার ফলে তারা বেশি সুস্থ ও সক্রিয় থাকে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখুন এবং দেখুন আপনার বাচ্চা হয়ে উঠছে আরো শক্তিশালী, সুস্থ এবং প্রাণবন্ত।

জুয়েনার সন্ধ্যার খাবার মিষ্টি আলুর প্যানকেক 🥞   #আল্লাহুম্মা_বারিক
13/05/2025

জুয়েনার সন্ধ্যার খাবার মিষ্টি আলুর প্যানকেক 🥞
#আল্লাহুম্মা_বারিক

তুমি আমি আর সমুদ্র 🌊   #আল্লাহুম্মা_বারিক
12/05/2025

তুমি আমি আর সমুদ্র 🌊
#আল্লাহুম্মা_বারিক

জুয়েনার সন্ধ্যার খাবার টমেটো স্যুপ 🥣         #আল্লাহুম্মা_বারিক
12/05/2025

জুয়েনার সন্ধ্যার খাবার টমেটো স্যুপ 🥣
#আল্লাহুম্মা_বারিক

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juyena's Mom. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share