30/10/2025
সমাজ আমাদের জন্য একটা ছাঁচ তৈরি করে রাখে—পড়াশোনা, চাকরি, বিয়ে, সন্তান, সাফল্যের সংজ্ঞা। এই ছাঁচে ঢোকার চাপে আমরা নিজেকে হারিয়ে ফেলি। প্রত্যাশা যেন অদৃশ্য শেকল, যা আমাদের পথ চলতে বাধ্য করে, কিন্তু স্বপ্ন দেখতে দেয় না।
কিন্তু স্বাধীনতা? সেটা শেকল ভাঙার সাহস। নিজের পথ বেছে নেওয়া, ভুল করার অধিকার, নিজের সুখের সংজ্ঞা নিজে গড়া। সমাজ বলে, “এটা করতে হবে”; স্বাধীনতা বলে, “আমি চাইলে করব, না চাইলে ছেড়ে দেব।”
দুটোর মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী। কিন্তু সত্যিকারের জীবন শুরু হয় যেখানে আমরা প্রত্যাশার ছায়া থেকে বেরিয়ে নিজের আলোয় দাঁড়াই। সমাজের সঙ্গে মিলিয়ে চলা যায়, কিন্তু নিজেকে হারিয়ে নয়।
©️ Hasibul's Diary