
16/05/2025
নিউজফিডে শুধুমাত্র সান্ডা নিয়েই পোস্ট দেখতেছি। সান্ডা খাওয়া হারাম নয়, তবে এটা রাসুলুল্লাহ (সাঃ) এর রুচিতে যায় নাই। যেই জিনিস টা আমার নবীর রুচিতে যায় নাই সেই জিনিসটায় আমাদেরও রুচি হবে না।
ইবনে আব্বাস (রাঃ) বলেন, "আমি ও খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমাদের সামনে সান্ডা পেশ করা হলো, রাসূল (সঃ) তা খেতে অস্বীকার করলেন। আমি বললাম, এটা হারাম? তিনি বললেন, না। তবে আমার রুচি হয় না (সহীহ মুসলিম, হাদীস ১৯৪৬)