Jerin The Vlogs

Jerin The Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jerin The Vlogs, Digital creator, Barishal.

27/04/2025
শুভ রাত্রি 😉
21/04/2025

শুভ রাত্রি 😉

🌹💗
13/04/2025

🌹💗

29/03/2025

খুব পছন্দের একটি আয়াত
ربنا وتقبل دعاء

উচ্চারণঃ রাব্বানা ওয়া তাকাব্বাল দু'আ!

অর্থঃ হে পালনকর্তা! আমাদের দোয়া কবুল করুন। 🌿💚

- (সূরা ইব্রাহিম, ৪০)

27/03/2025

পুদিনার উপকারিতা

১) গরমে ত্বকের জ্বালাপোড়া ও ফুসকুরি সমস্যায় কয়েকটি পুদিনার পাতা চটকে গোসলের জলতে মিশিয়ে স্নান করলে ভালো কাজ হয়।

২) মুখের দুর্গন্ধ দুর করতে পুদিনা পাতা জলের সাথে মিশিয়ে কুলি করুন।উপকার পাবেন।

৩) পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়,মুখের অরুচি ও গ্যাসের সমস্যা দুর করে, কর্মক্ষমতা বৃদ্বি করে ও শরীর ঠান্ডা রাখে।

৪) পুদিনা ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার জল তৈরি করে ফ্রিজে রেখে দিন। এক বালতি জলতে দশ থেকে পনেরো চামচ পুদিনার জল মিশিয়ে স্নান করুন। এর ফলে গরমকালে শরীরে ব্যাকটেরিয়া জনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পাবেন, কেননা পুদিনার অ্যাস্ট্রিঞ্জেন্ট গুণ অতুলনীয়। ঘামাচি, অ্যালার্জিও হবে না।

৫) পুদিনা পাতার রস তাত্‍ক্ষণিক ব্যথানাশক উপাদান হিসেবে কাজ করে। পুদিনা পাতার রস চামড়ার ভেতর দিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত করতে সহায়তা করে। তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা উপশমে পুদিনা পাতা ব্যবহার করা যায়। মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন। অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন।

৬) পুদিনা পাতার চা শরীরের ব্যাথা দুর করতে খুবই উপকারি।

৭) মাইগ্রেনের ব্যাথা দুর করতে নাকের কাছে টাটকা পুদিনা পাতা ধরুন।এর গন্ধ মাথাব্যাথা সারাতে খুবই উপকারি।

৮) কোন ব্যাক্তি হঠাত করে অগ্গান হয়ে গেলে তার নাকের কাছে পুদিনা পাতা ধরুন।সেন্স ফিরে আসবে।

৯) অনবরত হেচকি উঠলে পুদিনা পাতার সাথে গোলমরিচ পিষে ছেকে নিয়ে রসটুকু পান করুন।কিছুক্ষনের মধ্যেই হেচকি বন্ধ হয়ে যাবে।

১০) গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শশার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে।

১১) পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টসের চমত্‍কারী গুনাগুণ যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত। যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের অন্যান্য সমস্যায় ভুগে থাকেন তারা খাবার পর এককাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। ৬/৭টি তাজা পুদিনা পাতা গরম জলতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারেন ঘরে।

১২) পুদিনাপাতা পুড়িয়ে ছাই দিয়ে মাজন বানিয়ে দাত মাজলে মাড়ি থাকবে সুস্থ, দাত হবে শক্ত ও মজবুত।

১৩) দীর্ঘদিন রোগে ভুগলে বা কোষ্ঠ্যকাঠিন্য থাকলে অনেক সময় অরুচি হয়।এক্ষেত্রে পুদিনা পাতার রস ২ চা চামচ,কাগজি লেবুর রস ৮-১০ ফোটা,লবণ হালকা গরম জলতে মিশিয়ে সকাল বিকাল ২ বেলা খান।এভাবে ৪-৫ দিন খেলে অরুচি দুর হয়ে যাবে।

১৪) তাত্ক্ষনিকভাবে ক্লান্তি দুর করতে পুদিনা পাতার রস ও লেবুর রস মিশিয়ে পান করুন। ক্লান্তি নিমিষেই দুর হয়ে যাবে।

১৫) কফ দুর করতে পুদিনা পাতার রস,তুলসী পাতার রস,আদার রস ও মধু একসাথে মিশিয়ে খান। পুরোনো কফ দুর করতেও এই মিশ্রণ অতুলনীয়।

১৬) সুস্থ হার্টের জন্য পুদিনা পাতা অনেক উপকারী। এটি রক্তে কলেস্টরেল জমতে বাধা প্রদান করে। ফলে হার্ট থাকে সুস্থ।

১৭) যেকোনো কারনে পেটে গ্যাস জমে গেলে পুদিনা পাতা কার্যকরী ভুমিকা পালন করে। পুদিনার রস ২ চা চামচ, সামান্য লবন, কাগজী লেবুর রস ৮/১০ ফোঁটা, হালকা গরম জলর সাথে মিশিয়ে সারাদিন ২-৩ বার খেলে পেটে গ্যাস ভাব কমে আসে।

১৮) পিত্তে শ্লেষ্মার জ্বর, অম্লপিত্ত, আমাশা, অজীর্ণ, উদরশূল, প্রভৃতির কারনে অনেকসময় আমাদের বমি বমি ভাব আসে। এসময় পুদিনার শরবতের সাথে এক চা চামুচ তেঁতুল মাড় ও চিনি মিশিয়ে খেলে বমিভাদ দূর হয়ে যায়।

১৯) পুদিনা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত পুদিনা পাতার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।

২০) পুদিনার শেকড়ের রস উকুননাশক হিসেবে খুবই কার্যকরী, এমনকি পাতাও। পুদিনার পাতা বা শেকড়ের রস চুলের গোড়ায় লাগান। এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু বার এটা করুন। এক মাসের মধ্য চুল হবে উকুনমুক্ত।

২১) মেয়েদের অনিয়মিত পিরিয়ডের যন্ত্রণা থেকে সেরে ওঠার জন্য পুদিনা পাতা বেশ উপকারী।

২২) পুদিনা ত্বককে শীতল করে। খাবারের সঙ্গে নিয়মিত খেলে শরীরের ত্বক সতেজ হয়, সজীব ভাব বজায় থাকে। মৃত কোষকে দূর করে মৃসণ করে তোলে ত্বক। সেজন্য, আধা কাপ পুদিনা পাতা বাটা ও পরিমিত বেসন দিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে নিলে, উপকার পাওয়া যায়।

অনেক ঝোপালো
১৫/২০ গাছ একসাথে।
নিচে পিক দিলাম

কারও লাগলে নিতে পারেন।

💥পুদিনার ভর্তা মুখের রুচিও বাড়ায়,সাথে মুড়িমাখা সেই স্বাধ💥

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক❤️
15/03/2025

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক❤️

16/02/2025
১.📿সুবাহানআল্লাহ ২.📿আলহামদুলিল্লাহ ৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ৪.📿আল্লাহু আকবর ৫.📿আল্লাহুমা সল্ল...
14/02/2025

১.📿সুবাহানআল্লাহ
২.📿আলহামদুলিল্লাহ
৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.📿আল্লাহু আকবর
৫.📿আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
৬.📿আস্তাগফিরুল্লাহ
৭. 📿সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৮. 📿লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৯. 📿আল্লাহুমাগফিরলি
১০.📿আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১১.📿ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১২. 📿ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
১৩.📿জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১৪. 📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৫. 📿আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৬.📿লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৭.📿 ইয়া হালালাল মুশকিলাত
১৮.📿আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৯.📿ইয়া আরহামার রাহিমীন
২০.📿ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
২১.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২২.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২৩.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২৪.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৫.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৬.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৭.📿ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৮.📿ইয়া ওয়াদুদু
২৯.📿 রাব্বি হাবলি মিনাস সলিহিন
৩০.📿ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
৩১.📿ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩২.📿হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল
৩৩. 📿ইয়া রাব্বিগ ফিরলি
৩৪. 📿সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩৫.📿আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ!😊❤️

খেজুরের বীজের কফি: নানির গল্পে বোনা রেসিপিগ্রামের ছোট্ট ঘরে বসে আছি, জানালা দিয়ে ঢুকছে নিমের হালকা গন্ধ। নানি ফাতেমা খে...
06/02/2025

খেজুরের বীজের কফি: নানির গল্পে বোনা রেসিপি

গ্রামের ছোট্ট ঘরে বসে আছি, জানালা দিয়ে ঢুকছে নিমের হালকা গন্ধ। নানি ফাতেমা খেজুরের বাঁদি ঠেলে বললেন, "শোনো মুনিয়া, আজ তোকে এমন জিনিস শেখাবো যা তোর আম্মাও জানে না!" চোখ ট্যারা দিয়ে হাসলাম। নানির হাতের জাদু আমি জানি—তুলসী-মধুর সিরাপ থেকে শুরু করে ডালিমের খোসার চা, সবই তাঁর কাছে শিখেছি।

"এই দেখ, খেজুর খেয়ে বীজ ফেলে দিস নাকি?" নানি তাঁর থলের ভেতর থেকে এক মুঠো খেজুরের বীজ বের করলেন। মাখামাখি বালির মতো রঙ, শক্ত খোসা। "এগুলো ধুয়ে রোদে শুকাতে হবে তিন দিন। মনে রাখবে, বীজের ভেতরের সাদা অংশটাই আসল গুপ্তধন!"

প্রথম ধাপ : বীজের প্রক্রিয়া
নানির কথামতো বীজগুলো লবণ-পানি ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তারপর টিনের ট্রেতে সাজিয়ে রাখলাম মাটির চালায়। রোদে শুকাতে দিলাম তিন দিন। নানি বললেন, "সূর্য এদের প্রাণ ফিরিয়ে দেবে, ঠিক যেমন মরুভূমিতে খেজুর গাছ জন্মায়!"

দ্বিতীয় ধাপ : আগুনের আঁচ
চতুর্থ দিন সকালে নানি কাঠের চুলায় আঁচ বসালেন। লোহার কড়াইয়ে শুকনো বীজ ছড়িয়ে দিলেন। "এইবার এদের ভাজবে ধীরে ধীরে, যেন কড়াইয়ের গান শুনতে শুনতে রং হয় সোনালি!" বীজগুলো ফুটফুট করে নাচতে লাগল, গন্ধটা ঠিক যেন হালকা কারামেল মেশানো বাদাম।

তৃতীয় ধাপ: মাটির পাত্রের রহস্য
ভাজা বীজ ঠাণ্ডা হলে নানি এনে দিলেন পাথরের হামানদিস্তা। "গুঁড়ো করবে যত্ন করে, নইলে কফি হবে তেতো!" ঘুরিয়ে ঘুরিয়ে পিষলাম, গুঁড়োটা দেখতে কফির মতোই গাঢ়। নানি মিশালেন এক চিমটে দারচিনি গুঁড়ো। বললেন, "এটা আমাদের পরিবারের সিক্রেট—মরুভূমির মসলা!"

চতুর্থ ধাপ : ক্যাফেইন হীন কফি

এক কাপ ঠাণ্ডা পানি আর গুঁড়ো মিশিয়ে স্টোভে চড়ালাম। ফুটতে ফুটতে রং হয়ে এল ঘন বাদামি। নানি ছেঁকে নিলেন মাটির কলসিতে। ঢাললেন এক ফোঁটা খেজুরের সিরাপ। প্রথম চুমুকেই মনে হলো, যেন মরুভূমির বালি আর খেজুর বাগানের ছায়া জড়িয়ে গেল গলায়!

"কেমন লাগল?" নানির চোখে চিকন হাসি।
"নানি, এটা তো কফি না... ম্যাজিক!"
"হুঁ! এই কফিতে ক্যাফেইন নেই, কিন্তু এনার্জি আছে খেজুরের প্রাণ!" বলেই তিনি কানে কানে ফিসফিস করলেন, "এই রেসিপি নিয়ে গল্প আছে—বলেন, প্রাচীন বেদুইনরা যুদ্ধের সময় এই কফি পান করে শক্তি পেত!"

সেদিন বিকেলে বৃষ্টি নামল। নানির খেজুর-কফির গল্প আর ঘ্রাণে ভিজে থাকলো মন। আর হ্যাঁ, রেসিপিটা লিখে রেখেছি পুরোনো ডায়েরিতে, নানির হাতের লেখার পাশে... ❤️

সহজ রেসিপি স্টেপস (গল্পের পাতায় লুকানো):*
১. খেজুর বীজ ধুয়ে ৩ দিন রোদে শুকান।
২. শুকনো বীজ লো-হিটে গোল্ডেন ব্রাউন হয়ে না পর্যন্ত ভাজুন।
৩. পিষে গুঁড়ো করুন, দারচিনি গুড়ো মিশান।
৪. পানি সহ ফুটিয়ে ছেঁকে নিন। মিষ্টি দিতে খেজুর সিরাপ!

☕ **টিপ**: এই কফি গরম-ঠাণ্ডা দুভাবেই খাওয়া যায়। উপরে নারকেল ক্রিম দিলে স্বর্গ!

আলহামদুলিল্লাহ পরিবারের সাথে কিছুটা সময় কাটালাম 😍🥂
04/02/2025

আলহামদুলিল্লাহ পরিবারের সাথে কিছুটা সময় কাটালাম 😍🥂

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jerin The Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share