Way To Akhi

Way To Akhi জানেন তো মহাযাত্রা কি??
ধ্বংস স্তুপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠার গল্প 🌿🌸
(2)

আমি শুধু ভাবছি গতকাল রাত এমন সময়ে হয়তো বাচ্চাগুলোর মায়েরা, ওদের হোমওয়ার্ক, ক্লাসের পড়া রেডি করিয়ে, রাতের খাবার শেষ করে ...
21/07/2025

আমি শুধু ভাবছি গতকাল রাত এমন সময়ে হয়তো বাচ্চাগুলোর মায়েরা, ওদের হোমওয়ার্ক, ক্লাসের পড়া রেডি করিয়ে, রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুত করতো।কারন সকালে স্কুল আছে,তাড়াতাড়ি উঠতে হবে।

চলে যাওয়া ফুল গুলোর এই দুনিয়ার পাঠ চুকলো।
আর কোনদিন খুব ভোরে ঘুমঘুম চোখে নাস্তা খেতে হবে না।তাড়াতাড়ি খাও দেরী হয়ে যাচ্ছে বলে বাবা মা আর তাড়া দিবে না।টিফিন না খেয়ে ফিরিয়ে আনলে মা আর চোখ রাঙাবে না। টিফিন খাবে না বাহিরে খাবে তাই বাবার কাছে, মায়ের ভয়ে ফিসফিস করে টাকার জন্য বায়না ধরবে না।
স্কুল থেকে ফিরেই আবার হোমটিউটর,হোমওয়ার্ক, ক্লাসের পড়া রেডি করতে আর কোন ব্যস্ততা থাকবে না।পড়বো না,খেলতে যাবো,টিভি দেখবো,খেম খেলবো বলে আর মাকে রোজ বিকেলে জ্বালাবে না।
ঘুরতে যাওয়ার জন্য কোন পাগলামি করবে না। বাবা মায়ের আর কোনদিন খেলনা,স্কুল ব্যাগ,ঘুরতে যাওয়া এসবের লোভ দেখিয়ে যুদ্ধ করে পুরোটা খাবার খাওয়াতে হবে না,পড়াতে বসাতে হবে না।
প্রতিদিন ইউনিফর্ম পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়া মা বাবারা আজ কেমনে তাদের কলিজার টুকরাগুলোকে এক খন্ড সাদা কাফনে জড়ানো দেখবে??
সামান্য আগুনের তাপ যেনো না লাগে,তাই রান্নাঘরে যেতে না দেয়া বাচ্চাগুলোকে, কেমনে ঝলসে যেতে দেখবে??
কেমনে সহ্য করবে তারা??
কেমনে???

আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।

✍️আখি

এই মেঘ! এই বৃষ্টি! এই ফুল, এই পঁচে যাওয়া শহর! ভেজা রাস্তা, মেঘলা আকাশ! মৃদু আলো! সব মায়ার বহর! এইতো চেয়েছিলাম আজীবন! তবু...
15/07/2025

এই মেঘ! এই বৃষ্টি! এই ফুল, এই পঁচে যাওয়া শহর! ভেজা রাস্তা, মেঘলা আকাশ! মৃদু আলো! সব মায়ার বহর! এইতো চেয়েছিলাম আজীবন! তবু কেনো বিষণ্ণ এই লগণ?

পথের গ্রীল হলেও, লতার কাছে সে আশ্রয়...
11/07/2025

পথের গ্রীল হলেও, লতার কাছে সে আশ্রয়...

জীবন আলো অন্ধকার এর ব্যারিকেডে আটকে আছে 🙂
03/07/2025

জীবন আলো অন্ধকার এর ব্যারিকেডে আটকে আছে 🙂

একটা নীরব বিকেল। আলোটা ঝিম ধরেছে, হাওয়ায় ভেসে আসে কিছু পুরোনো স্মৃতি। মাটির ধারে ফুটে থাকা ভৃঙ্গরাজ ফুলের মতো—ছোট, চুপচা...
03/07/2025

একটা নীরব বিকেল। আলোটা ঝিম ধরেছে, হাওয়ায় ভেসে আসে কিছু পুরোনো স্মৃতি। মাটির ধারে ফুটে থাকা ভৃঙ্গরাজ ফুলের মতো—ছোট, চুপচাপ, অথচ ভুলে যাওয়া যায় না।
সব সম্পর্ক রঙিন হয় না, কিছু কিছু ঠিক ভৃঙ্গরাজের মতো—নিচু হয়ে থেকেও হৃদয়ে গেঁথে যায়।

এর হিসাব একদিন দিতে হবে...মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি নাহ। একটা ৫০+ বয়সের লোক সকাল ১১টা থেকে ...
03/07/2025

এর হিসাব একদিন দিতে হবে...

মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি নাহ। একটা ৫০+ বয়সের লোক সকাল ১১টা থেকে ২:৩০ ঘুরায়ে আমাদের বাসার নিচে নিয়ে আসে।

তারপর ভাড়া দেওয়ার নাম করে বলে যে আমার ছেলে সামনে আছে একটু দেখেন তো বলে যে লোকটা সামনে যাই তখনই ওই মহিলাটা পা-লা-য় যায় (রিক্সাতে মহিলা আর তার ছেলে উঠেছিলো)

যাই হোক অনেক কা-ন্না করতেছিলো লোক-টা। ৩০০ টাকার জন্য এমন ছো-ট-লো-কি। তারপর আমি আর আব্বু মিলে কিছু টাকা তাকে দিলাম। কিন্তু মানুষ যে কতটা খা-রা-প হতে পারে।

এই লোকটার চোখের পানির মুল্য একটা সময় তার বা তাদেরকে দিতে হবে 🙂

সংগৃহীত

অন্যকে উপহাস করেহাসাহাসি করা হারাম ⚠️- মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ
30/06/2025

অন্যকে উপহাস করে
হাসাহাসি করা হারাম ⚠️

- মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ

🇧🇩
22/06/2025

🇧🇩

আকাশ তোমার মত শুদ্ধ হবো,একটু দিও বাঁচার বাতাস 🙂
22/06/2025

আকাশ তোমার মত শুদ্ধ হবো,একটু দিও বাঁচার বাতাস 🙂

ঠিক করলাম এখন থেকে মাসে ১৫০ টা বাড়ি বানাবো....>< জানতে চান, কোথায় বাড়ি?জান্নাতে বাড়ি!  যা হবে দুনিয়ার চেয়ে ট্রিলিয়ন ট্রি...
18/06/2025

ঠিক করলাম এখন থেকে মাসে ১৫০ টা বাড়ি বানাবো....
>< জানতে চান, কোথায় বাড়ি?

জান্নাতে বাড়ি! যা হবে দুনিয়ার চেয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ সুন্দর আর চিরস্থায়ী ইন শা আল্লাহ । যা আমরা দুনিয়াতে কেউ কল্পনাই করতে পারব না, সুব হান আল্লাহ ! জানতে চান কীভাবে বানাব?

শুনুন তাহলে রসুল ﷺ কী বলেছেন, তিনি বলেছেন— , ‘যে ব্যক্তি দশবার সূরা ইখলাছ পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন’ (আহমাদ, সিলসিলা ছহীহা, হা/৫৮৯; ছহীহুল জামে‘, হা/৬৪৭২)।

সুব হান আল্লাহ! এই থেকে আমি ঠিক করে ফেললাম, প্রতিদিন ইন শা আল্লাহ ৫০ বার করে সূরা ইখলাস পাঠ করব। ৫০ বার পাঠ করলে প্রতিদিন ৫ টা বাড়ি নির্মাণ করতে পারব, আর মাস শেষে ১৫০! সুব হান আল্লাহ।

আপনাদের একটু টিপস দিই— আপনারা ৫ ওয়াক্তে নামাজ শেষে ১০ বার করে সূরা ইখলাস পাঠ করবেন। তাহলে দিন শেষে দেখবেন ৫০ বার সূরা ইখলাস পাঠ হয়ে যাচ্ছে। আর যেহেতু ১০ বার পাঠ করলে একটা বাড়ি নির্মাণ হয়, তাই ৫০ বার পাঠ করকে ৫ টা বাড়ি নির্মাণ হচ্ছে। কেউ আর ও বেশি বাড়ি বানাতে চাইলে আর ও বেশি ও পড়তে পারেন ইন শা আল্লাহ …

সংগৃহীত ©️

18/06/2025

মাটির নিচে সম্মানের সাথে বিশ্রাম করা মাটির উপরে অসম্মানে বেঁচে থাকার চেয়ে ভালো।

©️Dr.Kushal

রাতের নিস্তব্ধতায় নদীর পাড় যেন প্রকৃতির গোপন আশ্রয়। জলের ওপরে ঝরে পড়া পাতা, আকাশে তারা, আর বাতাসে বনভূমির ঘ্রাণ—সব মিলে ...
18/06/2025

রাতের নিস্তব্ধতায় নদীর পাড় যেন প্রকৃতির গোপন আশ্রয়। জলের ওপরে ঝরে পড়া পাতা, আকাশে তারা, আর বাতাসে বনভূমির ঘ্রাণ—সব মিলে এক নিঃশব্দ সুর সৃষ্টি করে।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way To Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share