15/07/2025
"মানুষ মনে করে তার কাজ, তার ভাবনাই চূড়ান্ত সত্য।"
বিবেক, যুক্তি, আত্মসমালোচনা—এসব যেন অলস শব্দ হয়ে গেছে।
যা মন চায়, তাই করে;
যা শুনতে ভালো লাগে, সেটাকেই ধরে নেয় ‘সত্য’।
কিন্তু সত্য কি এত সরল?
বিবেকহীন চিন্তা, আর যাচাইবিহীন মত—
শেষমেশ সমাজকেই অন্ধ করে দেয়।
এই যুগে চিন্তা করতে শিখতে হবে,
শুধু ভাবার ভান নয়— বিবেক জাগিয়ে, যুক্তি দিয়ে।