Jui Roy

Jui Roy It's Jui Roy. I am a simple person with a lot of dreams

আসল সৌন্দর্য কারও রূপে নয়,,বরং কথা আর কাজের মধ্যেই লুকিয়ে থাকে।। তাই নিজের মন কে সুন্দর রাখার চেষ্টা করুন। কারণ, বাস্ত...
01/08/2025

আসল সৌন্দর্য কারও রূপে নয়,,বরং কথা আর কাজের মধ্যেই লুকিয়ে থাকে।। তাই নিজের মন কে সুন্দর রাখার চেষ্টা করুন।
কারণ, বাস্তব সৌন্দর্যই সত্যি হয় ❤️

Good night everyone 🌃
31/07/2025

Good night everyone 🌃

Good night 🌃😊
30/07/2025

Good night 🌃😊

27/07/2025

Hello

৩ মাস পর হঠাৎ করেই দেখা অনেক ভালো থাকিস অনেক মিস করব ❤️
27/07/2025

৩ মাস পর হঠাৎ করেই দেখা অনেক ভালো থাকিস অনেক মিস করব ❤️

💙 💍 বিয়ে শুধু একটি বন্ধন নয়, এটি একটি যাত্রা…বিয়েটা কেবল একটা সামাজিক বন্ধন নয় এটা একসাথে বেড়ে ওঠার গল্প। শেখার, ভু...
27/07/2025

💙 💍 বিয়ে শুধু একটি বন্ধন নয়, এটি একটি যাত্রা…
বিয়েটা কেবল একটা সামাজিক বন্ধন নয় এটা একসাথে বেড়ে ওঠার গল্প। শেখার, ভুল করার, আবার সেই ভুল থেকে ঘুরে দাঁড়ানোর সাহসের নামই সংসার।

🔁 কখনো মনে হবে এই তো জীবনের শ্রেষ্ঠ সময়।
আবার মনে হবে এই বুঝি আর পারছি না! এই দোলাচলটাই সম্পর্কের স্বাভাবিকতা। সম্পর্ক মানেই ওঠানামা যদি মাঝখানে "ধৈর্য" আর "বুঝতে শেখা" থাকে, তবেই সেই সম্পর্ক টিকে যায়।

❤️ পার্টনার মানে শুধু সঙ্গী না, জীবনের আয়না।
তাকে মানসিক চাপ দিলে, আপনি তা দ্বিগুণ ফিরে পাবেন। অথচ মাঝে মাঝে বোঝাও যায় না, অস্থিরতা শুরু হয়েছে কোথা থেকে।
তাই শেখা দরকার অন্যের ভুল বলার আগে নিজেকে দেখুন। ক্ষমা করতে শিখুন, ভুলে যেতে শিখুন।

🤝 ভালোবাসা মানে সমান নয়, পূর্ণ অংশগ্রহণ।
এটা কখনোই ৫০/৫০ নয় এটা ১০০/১০০। দু’জনকেই পূর্ণভাবে দিতে হবে সময়, মনোযোগ আর ভালোবাসা। তবেই সম্পর্ক হয় ভারসাম্যপূর্ণ।

💬 ঝগড়া হবেই, কিন্তু রিস্পেক্ট থাকা চাই।
ঝগড়ার পর যাতে অন্তরঙ্গতা না হারিয়ে যায়, সেটা বুঝতে হবে। ঠান্ডা মাথায় ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলুন দেখবেন, সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে।

👀 বাস্তবতা কঠিন, কিন্তু সঙ্গী হারাবেন না।
যে মানুষটিকে একসময় চোখে হারাতেন, তাকেই বিয়ের পর ঝগড়ায় হারাতে বসেন? বাস্তবতা মানেই চ্যালেঞ্জ। যুক্তির ভিতরে থেকে, অনুভবের জায়গা থেকে ঝগড়া করুন যাতে পরে আবার জড়িয়ে ধরা যায়।

🧘 সব সময় সংসার সুখের নীড় নয় কখনও তা লাগে বন্দিজীবন।
তখন নিজের জন্য একটু সময় বের করুন। নিজেকে ভালোবাসুন, আবার ফিরে এসে দেখুন সেই পুরনো মানুষটাও নতুন মনে হচ্ছে।

😌 ভালোবাসা কখনো উথলে ওঠে, কখনো নিস্তেজ হয় তবু থেকে যেতে হয়।
কারও সঙ্গে থাকতে গেলে কিছু মেনে নিতেই হয়। এই মানিয়ে নেওয়ার নামই দীর্ঘমেয়াদি ভালোবাসা।

✨ নতুন কেউ ভালো লাগতেই পারে কিন্তু...
তাকে পেয়ে আপনি কি এমন একজনকে হারাতে চান, যে আপনাকে জীবনের প্রতিটি ধাপে বুঝেছে, ভালোবেসেছে?

🔥 শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক, কিন্তু একঘেয়ে হলে হারায় রঙ।
নতুন কিছু শেখা, একে অপরকে জানতে চাওয়া এসবেই সম্পর্ক নতুন করে বাঁচে।

📌 সংসার মানে কেবল রোম্যান্স নয়, মানে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধও।
যে দম্পতি চ্যালেঞ্জ নিতে শেখে, তারাই দীর্ঘ পথ পাড়ি দেয়। নিখুঁত না হলেও যদি হৃদয়ে সহানুভূতি থাকে, সংসার হয় পূর্ণতা।

লেখা সংগৃহীত

#সম্পর্ক #দাম্পত্যজীবন #ভালোবাসা #বিয়ে #সংসার #পার্টনারশিপ #মনোযোগ #সমঝোতা ゚


26/07/2025

Hello everyone

শুভ দুপুর
26/07/2025

শুভ দুপুর

Good night 😊🌃
24/07/2025

Good night 😊🌃

শুভ রাত্রি 🌃
23/07/2025

শুভ রাত্রি 🌃

Address

Barishal
8430

Alerts

Be the first to know and let us send you an email when Jui Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share