30/12/2025
__নিজের গতিতে সীমাবদ্ধতা থাকা দুর্বলতা নয়.!
এটা এক ধরনের বিদ্রোহ।
যেখানে ভিড়ের উন্মত্ত দৌড় থেমে যায়,
সেখানে একজন মানুষ নিজেকে রক্ষা করে এগিয়ে চলে।
অন্যের গতিবেগে ছুটে গন্তব্য ঠিক করতে যাওয়া
তা শুধু ঝুঁকিবেদ নয়,
নিজের অস্তিত্ব হারানোর দিকেই এক অন্ধ দৌড়।
-রাসেল