Rasel of Barishal

Rasel of Barishal Barishal Bangladesh
(2)

__সঠিক পুরুষ কখনো নারীকে কলঙ্কিত করে না.!কারণ তার চোখে নারী হলো সম্মানের প্রতীক।যত্নবান পুরুষ কখনো নারীর অতীত খুঁজে না,ব...
09/10/2025

__সঠিক পুরুষ কখনো নারীকে কলঙ্কিত করে না.!কারণ তার চোখে নারী হলো সম্মানের প্রতীক।

যত্নবান পুরুষ কখনো নারীর অতীত খুঁজে না,বরং ভালোবাসা আর সম্মানে তার বর্তমানকে সুন্দর করে তোলে।
👉এটাই প্রকৃত পুরুষের মহত্ব।

(রাসেল)

09/10/2025

__যে হৃদয় সেজদায় শান্তির স্বাদ পেয়েছে.!
তার চোখে দুনিয়ার রাজপ্রাসাদও মলিন।

কারণ সে জানে,
রবের দরবারের একটুখানি সান্ত্বনা
হাজারো বিলাসিতার চেয়ে মহান ও স্থায়ী।
সেজদায় যে তৃপ্তি,তা দুনিয়ার কোন রাজ প্রাসাদেও নেই।

(রাসেল)

08/10/2025

কিছু কিছু বেঈমান মানুষের মজার জন্য অতি সহজসরল সত চরিত্র আদর্শবান মানুষের জীবনও ধংশ হয়ে যায়🥲🥀

__একজন মানুষের জীবনের আসল মেরুদণ্ড হলো সংসার জীবন.।কিন্তু সেই সংসার জীবনে কখনো অসৎ চরিত্রহীন মানুষ দিয়ে কখনোই পরিপূর্ণ ক...
08/10/2025

__একজন মানুষের জীবনের আসল মেরুদণ্ড হলো সংসার জীবন.।
কিন্তু সেই সংসার জীবনে কখনো অসৎ চরিত্রহীন মানুষ দিয়ে কখনোই পরিপূর্ণ করা যায় না পূর্ণতা পায় না।

যখন অসৎ চরিত্রহীন মানুষ সংসার জীবনে জরিয়ে যায়।তখন নামেই সংসার থাকে কিন্তু স্বপ্ন গুলো বেসে যাওয়া কচুরিপানার মত মত ভাসতে থাকে একটা পর্যায় এসে স্বপ্ন গুলো এমন ভয়াবহ যায়গায় হারিয়ে যায় পুরো লাইফটা এলোমেলো হয়ে যায়।

কোন কারনে যদি সংসার চলে।
কিন্তু মনে হয় যেন আমি এক জিন্দা লাশ,
যে হাঁটে,বাঁচে,কিন্তু ভেতরে একটুও বেঁচে নেই
যেখানে শান্তি নামের শব্দটা শুধু বইয়ের পাতায় আছে,
বাস্তবে নয়।

তাই একটা মানুষের জীবন শুধু দুইদিনের আল্লাহ আয়ুকাল যতদিন দিছে ততদিনের।আর মানুষের কষ্টের মূহুর্ত গুলো এতটা সময় নিয়ে কাটে মনে হয় দিন যেন শেষ হয়না।কষ্টের দিন গুলো অনেক লম্বা হয় চারদিকে থেকে কষ্ট চেপে দরে।

তাই লাইফে গুরুত্বপূর্ণ বিষয় এসে হুটহাট সীধান্ত না নিয়ে ধৈর্য ধরে একটা সত চরিত্রবান মানুষ খুজে নাও।লাইফে অনেক কিছু পাবে জীবনটা হবে আনন্দময়।

(রাসেল)

__খা’রাপ মানুষ বলেই হয়তো প্রিয় হতে পারিনি.!অনেকেই ভালোবাসা মধ্যে দেহ খোঁজে।আমি সর্বোত্তম ব্যবহার সন্মান মর্যাদা কেয়ার যত...
08/10/2025

__খা’রাপ মানুষ বলেই হয়তো প্রিয় হতে পারিনি.!
অনেকেই ভালোবাসা মধ্যে দেহ খোঁজে।

আমি সর্বোত্তম ব্যবহার সন্মান মর্যাদা কেয়ার যত্ন ও মুনাজাতে রেখেও একটু ভালোবাসা পাইনায়।

(রাসেল)

06/10/2025

ঈমান মানুষের শ্রেষ্ট সম্পদ ভাই❤️

06/10/2025

__শিক্ষার তৃপ্তি.!
শিক্ষার তৃপ্তি কখনো সনদে নয়,
থাকে বোঝার গভীরতায়,
থাকে চরিত্রের সৌন্দর্যে,
আর থাকে মনুষ্যত্বের আলোতে।
যে শিক্ষা মানুষকে বিনয়ী করে,
সেই শিক্ষাই আসল তৃপ্তির উৎস।

(রাসেল)

05/10/2025

ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ এমনি হোক আসুন আমরা সবাই প্রতিবাদা করি যারা আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।ফিলিস্তিনের মানুষ গুলো পাখির মত মারে অনাহারে মরে।চলুন গর্জে উঠুন নারায় তাকবির আল্লাহু আকবর✊

__তোমাকে নিয়ে যাত্রা শেষ হয়নি.!এটা তো কেবল শুরু এক চিরন্তন পথচলার,যেখানে প্রতিটি সূর্যোদয়ে তুমি, প্রতিটি নিশীথে তোমার ছা...
05/10/2025

__তোমাকে নিয়ে যাত্রা শেষ হয়নি.!
এটা তো কেবল শুরু এক চিরন্তন পথচলার,
যেখানে প্রতিটি সূর্যোদয়ে তুমি, প্রতিটি নিশীথে তোমার ছায়া।

ভালোবাসার এই সফরে সবচেয়ে সুন্দর অপশনটাই বেছে নিয়েছি আমি,
আর তা হলো— সারাজীবন তোমার হাত ধরে একসাথে থাকা।

(রাসেল)

04/10/2025

বঙ্গোপসাগরে বাস্তবে ডলফিনের দেখা🥰

__এই দুনিয়ার প্রতিটি অলিতে-গলিতে অভাবের গল্প লেখা আছে.!👉কারও শিক্ষার অভাব,কারও ভালোবাসার অভাব,কারও ভাতের অভাব,আবার কারও ...
04/10/2025

__এই দুনিয়ার প্রতিটি অলিতে-গলিতে অভাবের গল্প লেখা আছে.!
👉কারও শিক্ষার অভাব,
কারও ভালোবাসার অভাব,
কারও ভাতের অভাব,
আবার কারও মনুষ্যত্বের অভাব।

তবে শিক্ষা না থাকলেও মানুষ টিকে থাকে,
ভালোবাসা না পেলেও বেঁচে থাকে,
ভাতের জন্য লড়েও জীবন চালায়
কিন্তু যখন মনুষ্যত্বের অভাব হয়,
তখন মানুষ ধীরে ধীরে মানুষ থাকার অধিকার হারায়,
রাস্তার কুকুরও হয়ে ওঠে তার চেয়ে সম্মানী।

কারণ শিক্ষা,ভাত,ভালোবাসা,
সবই কেবল জীবন চালানোর উপায়,
কিন্তু মনুষ্যত্বই হলো সত্যিকারের মানুষ হয়ে থাকার আসল খুটি।

(রাসেল)

__ভালোবাসি কথাটা বলার জন্য হাজারো মানুষ পাবে.!কিন্তু সারাজীবন পাশে থেকে আগলে রাখার মতো একজন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব...
04/10/2025

__ভালোবাসি কথাটা বলার জন্য হাজারো মানুষ পাবে.!
কিন্তু সারাজীবন পাশে থেকে আগলে রাখার মতো একজন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

যে তোমাকে সম্মান দেবে,তোমার না বলা কথা বুঝে নেবে,তোমার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে।
এমন মানুষ পাওয়া সহজ নয়।
এটা শুধু ভালোবাসা নয়,এটা হলো আল্লাহর দেওয়া এক অমূল্য সম্পদ।

(রাসেল)

Address

All
Barishal
8400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel of Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share