Rasel of Barishal

Rasel of Barishal Barishal Bangladesh
(1)

__নিজের গতিতে সীমাবদ্ধতা থাকা দুর্বলতা নয়.!এটা এক ধরনের বিদ্রোহ।যেখানে ভিড়ের উন্মত্ত দৌড় থেমে যায়,সেখানে একজন মানুষ নিজে...
30/12/2025

__নিজের গতিতে সীমাবদ্ধতা থাকা দুর্বলতা নয়.!
এটা এক ধরনের বিদ্রোহ।
যেখানে ভিড়ের উন্মত্ত দৌড় থেমে যায়,
সেখানে একজন মানুষ নিজেকে রক্ষা করে এগিয়ে চলে।

অন্যের গতিবেগে ছুটে গন্তব্য ঠিক করতে যাওয়া
তা শুধু ঝুঁকিবেদ নয়,
নিজের অস্তিত্ব হারানোর দিকেই এক অন্ধ দৌড়।

-রাসেল

এরা কি মানুষ নাকি জানোয়ার?
30/12/2025

এরা কি মানুষ নাকি জানোয়ার?

__শিক্ষা যতই অর্জন করো.!সুশিক্ষা ছাড়া,সে শিক্ষা আশীর্বাদ নয়,অভিশাপ।কারণ সুশিক্ষাহীন জ্ঞানমানুষ গড়ার বদলেমানুষখেকো তৈরি ক...
29/12/2025

__শিক্ষা যতই অর্জন করো.!
সুশিক্ষা ছাড়া,সে শিক্ষা আশীর্বাদ নয়,অভিশাপ।

কারণ সুশিক্ষাহীন জ্ঞান
মানুষ গড়ার বদলে
মানুষখেকো তৈরি করে।

-রাসেল

28/12/2025

গরম পানি ছাড়া যায়না গোসল করতে।
হেরা নাকি বলে তোমাকে ছাড়া বাচবোনা,আইছে যতসব ঢং😁😁😁🤭🤭🤭😎😎😎🥴🥴🥴

27/12/2025

__সাময়িক মোহ.!
যা চোখে ঝলমল করে,স্বপ্নের মত মুগ্ধ করে,
কিন্তু সময়ের প্রথম বৃষ্টিতেই নিভে যায়।

এটা ভালোবাসা নয়,এটা বিশ্বাস নয়,
এ শুধু ক্ষণিকের উন্মাদনা,
যার শেষটা হয় শূন্যতায় আর আফসোসে।

-রাসেল

27/12/2025

একদম সঠিক কথা❤️ ゚viralシfypシ゚

__মূল্যবোধ অক্ষুণ্ন রাখা দুর্বলতার চিহ্ন নয়.!এটা আত্মার মেরুদণ্ড।ঝড় আসে,লোভ ডাকে,সময় চাপ দেয়তবু যে নিজের নীতিকে ভাঙতে দে...
27/12/2025

__মূল্যবোধ অক্ষুণ্ন রাখা দুর্বলতার চিহ্ন নয়.!
এটা আত্মার মেরুদণ্ড।

ঝড় আসে,লোভ ডাকে,সময় চাপ দেয়
তবু যে নিজের নীতিকে ভাঙতে দেয় না,
সে হারেও জয়ী, নীরবেই সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে।

-রাসেল

26/12/2025

মাশাআল্লাহ কত সুন্দর গজল,আমার পেয়ারা মোস্তফা নবী কামালে ওলা❤️ ゚viralシfypシ゚

__আপসোস করার মতো কর্ম করাটাই আসল বোকামি.।কারণ ভুল করে থামা যায়,কিন্তু জেনে–শুনে এমন কাজ করা।যার পর শুধু অনুশোচনা বেঁচে থ...
26/12/2025

__আপসোস করার মতো কর্ম করাটাই আসল বোকামি.।
কারণ ভুল করে থামা যায়,
কিন্তু জেনে–শুনে এমন কাজ করা।

যার পর শুধু অনুশোচনা বেঁচে থাকে,
সেটাই নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

-রাসেল

__যে মানুষ নিজে নিজের কাছে আত্মসমর্পণ করে চলতে পারে.!সে কারো কাছে পরাজিত হয় না।কারণ নিজের দুর্বলতাকে স্বীকার করাই আত্মউ...
25/12/2025

__যে মানুষ নিজে নিজের কাছে আত্মসমর্পণ করে চলতে পারে.!
সে কারো কাছে পরাজিত হয় না।

কারণ নিজের দুর্বলতাকে স্বীকার করাই আত্মউন্নতির প্রথম শিক্ষা,
আর নিজেকে জয় করতে পারাই জীবনের সর্বোচ্চ দর্শন।

-রাসেল

__আমার মহারানী.!তোমাকে আমি মনের সিংহাসনে বসাইছি।যেখানে রাজত্ব চলে শুধু তোমার নামে,আর প্রজা হিসেবে বন্দী আমি নিজেই।-রাসেল
24/12/2025

__আমার মহারানী.!
তোমাকে আমি মনের সিংহাসনে বসাইছি।

যেখানে রাজত্ব চলে শুধু তোমার নামে,
আর প্রজা হিসেবে বন্দী আমি নিজেই।

-রাসেল

__বাবুই পাখির মতো কারিগর.!খড়কুটোর ভেতর গেঁথে দেয় ধৈর্য আর বুদ্ধি,ঝড়ের সাথে লড়াই করেই গড়ে তোলে বাসার নকশা।অল্প উপকরণ,সীমা...
24/12/2025

__বাবুই পাখির মতো কারিগর.!
খড়কুটোর ভেতর গেঁথে দেয় ধৈর্য আর বুদ্ধি,
ঝড়ের সাথে লড়াই করেই গড়ে তোলে বাসার নকশা।

অল্প উপকরণ,সীমাহীন শ্রম,
একটি তালগাছই হয়ে ওঠে তার রাজপ্রাসাদ,
এমন কারিগরই শেখায়,
মাটির কাছেই থেকেও কীভাবে উচ্চতা ছোঁয়া যায়।

-রাসেল

Address

All
Barishal
8400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel of Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share