14/07/2025
বন্ধুরা, আফ্রিকার দেশ উগান্ডা — যাকে নিয়ে আমরা ফেসবুকে কত ট্রল করি! নিজেদের দেশের খারাপ কিছু দেখলেই উদাহরণ হিসেবে উগান্ডাকে টেনে আনি! অথচ, আমাদের চোখে ‘বাজে’ বিবেচিত এই দেশটিই ‘The Pearl of Africa’ বা আফ্রিকার রত্ন নামে পরিচিত।
আফ্রিকার বৃহত্তম লেক ভিক্টোরিয়া, জগদ্বিখ্যাত নীল নদের উৎস, অপরূপ ভূ-প্রকৃতি, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য— সব মিলিয়ে উগান্ডা এক ঐশ্বর্যশালী দেশ, যা যেকোনো ভ্রমণপিপাসুকে মুগ্ধ করবে এবং উগান্ডা নিয়ে আপনার ধ্যান-ধারণা বদলে দেবে।
দেশটিতে ভ্রমণের ধারাবাহিক উপস্থাপনার আজকে ১ম পর্বে থাকছে: উগান্ডার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পর্যটননগরী এন্টেবে এবং আফ্রিকার প্রাণ— লেক ভিক্টোরিয়া। পুরোটা দেখুন ক্যামেরার ক্যানভাসে, আর মতামত জানান কমেন্ট সেকশনে।