JSSOL Express

  • Home
  • JSSOL Express

JSSOL Express Express the truth...

13/06/2025

Air India Airlines এর AI171 দুর্ঘটনায় সৃষ্টিকর্তার দয়ায় একা বেঁচে ফিরলেন ব্রিটিশ-ভারতীয় বিশ্বকুমার রামেশ, তিনি উড়োজাহাজটির 11A সীটের যাত্রী ছিলেন।

12/06/2025

ভারতের আহমেদাবাদে Air India এর ফ্লাইট AI171 (Boeing 787) উড্ডয়নের কিছুক্ষণ পর, ১২ জন ক্রু ও ২৩২ জন যাত্রীসহ বিধ্বস্ত হয়েছে।

05/06/2025

চট্টগ্রাম কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে আসা একটি ট্রেনের সাথে একাধিক যানবাহনের সংঘর্ষে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সংখ্যা ৩।
#ট্রেন

20/05/2025

19/05/2025

উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ায় পর শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে ...
16/05/2025

উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ায় পর শেষ পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

বাংলাদেশ এয়ার লাইন্স এর বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে । বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল।

পাইলট যখন অনুধাবন করতে পেরেছেন যে, বিমানের চাকা খুলে নিচে পড়ে গেছে সাথে সাথে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরী বার্তায় জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

Delighted to be a part of this incredible event!
11/05/2025

Delighted to be a part of this incredible event!

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫- এর সাথে থাকার জন্য JSSOL Express কে অসংখ্য ধন্যবাদ। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করুন এই প্ল্যাটফর্মের নাম। ❣️

এখানে রয়েছে ইসলামিক কুইজ, আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক বুক ফটোগ্রাফি, কুরআন তিলাওয়াত, ইসলামিক সঙ্গীত। ✨

⛔ রেজিস্ট্রেশন ফি মাত্র ২০ টাকা। একবার ২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে একসাথে সবগুলো সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবেন।

বিকাশ অথবা নগদের মাধ্যমে 01886516153 নম্বরে ২০ টাকা সেন্ড মানি করে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে নিচের ফর্মটুকু পূরণ করে ফেলুন। ✊

📌 রেজিস্ট্রেশন ফর্মঃ https://forms.gle/7F1GB2Mq5pbDMx1H6
⭕ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১১ জুন, ২০২৫

🎁 অংশগ্রহণকারী সকলের জন্যই থাকছে গিফট ভাউচার এবং সার্টিফিকেট।
🏆 বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট, আকর্ষণীয় বই, প্রিমিয়াম বুকমার্ক ও টার্সেল, স্টিকার, গিফট ভাউচার এবং প্রিন্টেড সার্টিফিকেট। 💁‍♀️💁‍♂

🟥 ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার আবেদন ফর্ম: https://forms.gle/bSzgHGJWgiyCvZv57

পোস্ট সাবমিশনের ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/educationandothers

🔰 বিস্তারিত তথ্যের জন্য দেখে নিন Event details: https://www.facebook.com/events/991353929796988


#ইসলামীসাংস্কৃতিকপ্রতিযোগিতা২০২৫

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ...
06/05/2025

জনপ্রিয় মিডিয়া VCL এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুবিধা - ফ্রি AI সাবটাইটেল ও রিয়েল-টাইম অনুবাদ, যা কাজ করে ১০০টিরও বেশি ভাষায়। এটি সাধারণত যে কাজগুলো করে:-

1. Speech Recognition - ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে।

2. Machine Translation - Google Translate বা AI মডেল ব্যবহার করে টার্গেট ভাষায় অনুবাদ করে (যেমন: ইংরেজি থেকে বাংলা)।

3. Real-Time Display - ভিডিও প্লে হওয়ার সময় স্ক্রিনে সাবটাইটেল দেখায়।

VCL বৈশ্বিক কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এনেছে এক বিশাল অগ্রগতি। ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন, কোনো আলাদা সাবটাইটেল ফাইল ডাউনলোড করা ছাড়াই। এছাড়াও এটি শুধু বিনোদন ক্ষেত্রে নয়, হতে পারে যেকোনো ভাষা শেখার কার্যকরী হাতিয়ার।

ফাইরুজ হুমায়রা অরিন, জুনিয়র প্রতিবেদক

04/05/2025

01/05/2025

01/05/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when JSSOL Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share