Ratul0071

Ratul0071 সবাই পেইজ টিকে ফোলো করুন ধন্যবাদ |

06/07/2025

Congratulations !
বাংলাদেশ ক্রিকেট টিম🇧🇩

06/07/2025

সম্পত্তির লোভেই আজকালকার ভাই-বোনের মধুর সম্পর্কগুলো নষ্ট হয়।

আপনি কী জানেন  প্রতি বছর শুধু  কুকুর-বিড়ালের জন্য ৭০ থেকে ৮০ হাজার মানুষ আমাদের এশিয়ায় মারা যায়,  কুকুর, বিড়ালের থেকে ...
06/07/2025

আপনি কী জানেন প্রতি বছর শুধু কুকুর-বিড়ালের জন্য ৭০ থেকে ৮০ হাজার মানুষ আমাদের এশিয়ায় মারা যায়, কুকুর, বিড়ালের থেকে এক ডেঞ্জারাস ভাইরাস মানুষের শরীরে পরে যার নাম (র‍্যাবিস) বাংলায় ( জলাতঙ্ক) আজ যদি আপনি সাবধান না হন , তাহলে আগামীকাল আপনি ও ৭০, ৮০ হাজারেরএকজন হবেন । সবচেয়ে দুঃখের বিষয় হলো এই রোগে বেশিরভাগ মানুষ মারা যায় বাংলাদেশ এবং ভারতে । আপনি কল্পনাও করতে পারবে না এই ভাইরাস কতোটা ভয়ংকর,,। আপনি এই রোগের লক্ষণ বুঝতে পারবেন না,আর মাত্র কিছুদিনের মধ্যে সে আপনাকে আকড়ে ধরবে, এই ভাইরাস ক্যান্সারের মতো আক্রমণ করে আর যখন আক্রমণ করে তখন আর বেঁচে থাকা ইম্পসিবল হয়ে যায়, । যখন আপনার টাইমিং চলে আসবে তখন আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করবেন । আপনি নিশ্চয়ই কিছুদিন আগের নিউজ টা দেখেছেন একজন হুজুর কে উনার পুষা বিড়াল আচর দিয়ে ছিল, উনার শরীর থেকে রক্ত ও বের হয় নাই ।কিন্তু কিছুদিনের মধ্যে উনি মেডিক্যালের একটি বন্ধ ঘরে শুয়ে শুয়ে চিৎকার করে বলছিলেন আল্লাহ আমাকে মৃত্যু দিন।" ভয়ে কোনও ডাক্তার বা নার্স উনার কাছে আসে নাই , উনার শরীর ধীরে ধীরে আগুনে পুড়ে যাওয়া রোগীর মতো খসে পড়ছিল, পানির জন্য কান্না করছিলেন কিন্তু পানি পান করতে পারছিল না, উনি ১৫ থেকে ২০ দিন বেঁচে ছিল এবং প্রতিদিন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা সহ্য করেছিলেন ,উনার ফ্যামেলি , রিলেটিভ , স্ত্রী, সন্তান, ফ্রেন্ড, প্রতিবেশী , কাউকেই উনার কাছে আসতে দেওয়া হয়নি,আপনার কোটি কোটি টাকা থাকুক না কেন কাজে আসবে না, এই ভাইরাস ইহুদিদের বানানো (এইস) রোগের মতো, এখন অনেক কুকুর বিড়াল প্রেমিক বলবে যে আমি ও তো বিড়াল পুষি কুকুর পুষি আমার তো হয় নাই ,, ভাই তাদের কথা শুনো না, আমি হান্নান অভি আপনাদের একটা কথা বলি, এই বিড়াল কুকুর প্রেমিক রা মানুষকে ঘৃণা করে ,এমন কী রাস্তায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রক তারা দেখবে না কিন্তু একটা বিড়াল পরে থাক তারা এর জন্য ফান্ড উঠিয়ে কিছু টাকা পকেটে বরবে আর কিছু দিয়ে চিকিৎসা করবে, আর আপনারা দয়া করে গুগল করে দেখো এশিয়ায় প্রতি বছর কত মানুষ মারা যায় এবং এই রোগ সম্পর্কে তাহলে বুঝতে পারবেন গুগলে, আমি সত্য বলছি না মিথ্যা বলছি নিজেই দেখে নেন, এই কুকুর বিড়াল থেকে দূরে থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ

হে মালিক তুমি এদের রক্ষা করো 😪
06/07/2025

হে মালিক তুমি এদের রক্ষা করো 😪

06/07/2025

পরিবারে যদি আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে। তাহলেই আপনি বুঝবেন এ পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন।

04/07/2025

মনে রাখবেন নিজেকে নিজে অনেককিছু ভেবে মানুষকে ছোট করাটা স্মার্টনেস নয়।

মনে রাখবেন আপনার শরীরে শক্তি আছে বলে তা সব জায়গায় প্রয়োগ করতে যাবেন না।কখন যে কোথায় আটকে যাবেন তা নিজেও বুঝতে পারবেন না।
04/07/2025

মনে রাখবেন আপনার শরীরে শক্তি আছে বলে তা সব জায়গায় প্রয়োগ করতে যাবেন না।

কখন যে কোথায় আটকে যাবেন তা নিজেও বুঝতে পারবেন না।

এটা সুন্দর ছিলো | মাশাআল্লাহ |
03/07/2025

এটা সুন্দর ছিলো |
মাশাআল্লাহ |

03/07/2025

আমি কারো উপকার ভুলিনা,কখনোই না। ছোট হোক কিংবা বড় হোক। যত্ন করে মনের মধ্যে রেখে দেই |

03/07/2025

বরিশাল রুপাতলী আমতলা |

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো  ঠিকানা  বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি  টোল  প্লাজায় আছে...
03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। হয়তো মহিলাটার মানসিক সমস্যা আছে।

Address

Barishal
BARISAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratul0071 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share