06/07/2025
আপনি কী জানেন প্রতি বছর শুধু কুকুর-বিড়ালের জন্য ৭০ থেকে ৮০ হাজার মানুষ আমাদের এশিয়ায় মারা যায়, কুকুর, বিড়ালের থেকে এক ডেঞ্জারাস ভাইরাস মানুষের শরীরে পরে যার নাম (র্যাবিস) বাংলায় ( জলাতঙ্ক) আজ যদি আপনি সাবধান না হন , তাহলে আগামীকাল আপনি ও ৭০, ৮০ হাজারেরএকজন হবেন । সবচেয়ে দুঃখের বিষয় হলো এই রোগে বেশিরভাগ মানুষ মারা যায় বাংলাদেশ এবং ভারতে । আপনি কল্পনাও করতে পারবে না এই ভাইরাস কতোটা ভয়ংকর,,। আপনি এই রোগের লক্ষণ বুঝতে পারবেন না,আর মাত্র কিছুদিনের মধ্যে সে আপনাকে আকড়ে ধরবে, এই ভাইরাস ক্যান্সারের মতো আক্রমণ করে আর যখন আক্রমণ করে তখন আর বেঁচে থাকা ইম্পসিবল হয়ে যায়, । যখন আপনার টাইমিং চলে আসবে তখন আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করবেন । আপনি নিশ্চয়ই কিছুদিন আগের নিউজ টা দেখেছেন একজন হুজুর কে উনার পুষা বিড়াল আচর দিয়ে ছিল, উনার শরীর থেকে রক্ত ও বের হয় নাই ।কিন্তু কিছুদিনের মধ্যে উনি মেডিক্যালের একটি বন্ধ ঘরে শুয়ে শুয়ে চিৎকার করে বলছিলেন আল্লাহ আমাকে মৃত্যু দিন।" ভয়ে কোনও ডাক্তার বা নার্স উনার কাছে আসে নাই , উনার শরীর ধীরে ধীরে আগুনে পুড়ে যাওয়া রোগীর মতো খসে পড়ছিল, পানির জন্য কান্না করছিলেন কিন্তু পানি পান করতে পারছিল না, উনি ১৫ থেকে ২০ দিন বেঁচে ছিল এবং প্রতিদিন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা সহ্য করেছিলেন ,উনার ফ্যামেলি , রিলেটিভ , স্ত্রী, সন্তান, ফ্রেন্ড, প্রতিবেশী , কাউকেই উনার কাছে আসতে দেওয়া হয়নি,আপনার কোটি কোটি টাকা থাকুক না কেন কাজে আসবে না, এই ভাইরাস ইহুদিদের বানানো (এইস) রোগের মতো, এখন অনেক কুকুর বিড়াল প্রেমিক বলবে যে আমি ও তো বিড়াল পুষি কুকুর পুষি আমার তো হয় নাই ,, ভাই তাদের কথা শুনো না, আমি হান্নান অভি আপনাদের একটা কথা বলি, এই বিড়াল কুকুর প্রেমিক রা মানুষকে ঘৃণা করে ,এমন কী রাস্তায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রক তারা দেখবে না কিন্তু একটা বিড়াল পরে থাক তারা এর জন্য ফান্ড উঠিয়ে কিছু টাকা পকেটে বরবে আর কিছু দিয়ে চিকিৎসা করবে, আর আপনারা দয়া করে গুগল করে দেখো এশিয়ায় প্রতি বছর কত মানুষ মারা যায় এবং এই রোগ সম্পর্কে তাহলে বুঝতে পারবেন গুগলে, আমি সত্য বলছি না মিথ্যা বলছি নিজেই দেখে নেন, এই কুকুর বিড়াল থেকে দূরে থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ