Sadia Lifestyle

Sadia Lifestyle গরিব হয়ে জন্মগ্রহণ করা সেটা আমাদের দোষ না,,, কিন্তু যদি গরীব থেকেই মারা যাই সেটা আমাদের দোষ।
(1)

08/09/2025

💥💥জীবনে আত্মসম্মান রক্ষার অন্যতম প্রধান উপায় হলো নিজের উপার্জনক্ষমতা তৈরি করা। উপার্জন শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং এটি মানুষকে দেয় আত্মবিশ্বাস, সম্মান ও স্বাধীনতার স্বাদ।

✍️✍️যে মানুষ উপার্জন করতে জানে না, তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করতে হয়। নির্ভরশীল মানুষ কখনোই নিজের সিদ্ধান্ত নিতে পারে না। তার প্রতিটি পদক্ষেপ নির্ভর করে অন্যের ইচ্ছার উপর।

📌📌এমনকি অনেক সময় অযোগ্য, অশিক্ষিত কিংবা চরিত্রহীন মানুষের কাছ থেকেও তাকে কথা শুনতে হয়। আর সেটাই মানুষের সবচেয়ে বড় অপমান।

✡️উপার্জন শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেয় না, এটি মানুষকে করে দৃঢ়চেতা। যখন একজন মানুষ নিজে উপার্জন করতে শুরু করে, তখন সমাজেও তার মর্যাদা বাড়ে। মানুষ তার মতামতকে গুরুত্ব দেয়, কারণ সে নিজেকে প্রমাণ করেছে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে।

❎অন্যদিকে, যারা উপার্জন করতে শেখে না বা শেখার চেষ্টা করে না, তারা প্রায়ই অপমানিত হয়। এমনকি যাদের যোগ্যতা নেই, তারাও তাদেরকে তুচ্ছজ্ঞান করে উপদেশ দেয়। এই অবস্থা কোনো সচেতন মানুষের কাম্য হতে পারে না।

🧭তাই জীবনে স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবায়নের প্রথম ধাপ হলো নিজের যোগ্যতা তৈরি করা এবং উপার্জনের পথে হাঁটা। মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতাই আসল স্বাধীনতা।

🎯তুমি যদি নিজে আয় করতে পারো, তবে তোমার মুখের কথা হবে মূল্যবান, অন্যথায় অযোগ্য মানুষেরও তোমাকে অবমূল্যায়ন করার সুযোগ থাকবে।

✅সর্বোপরি কথা হলো, উপার্জন করতে শেখো কারণ এটি শুধু জীবনধারণের জন্য নয়—এটি আত্মসম্মান, মর্যাদা এবং স্বাধীনতার মূল চাবিকাঠি।
_______________

02/09/2025

💥মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু এখন চলছে উল্টোটা!! মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে!!

02/09/2025

সুন্দর একটা বিকেল ছিলো 🥰

30/08/2025

জয়তুন ফল।

Good morning
30/08/2025

Good morning

Good morning
27/08/2025

Good morning

12/08/2025

যাদের দেখে** মনে হয় ভাজা মাছ 🐟 উ!ল্টে খেতে জানে না, তারা আসলে কা!টা!সহ মাছ গি!লে ফেলার ক্ষ!মতা রাখে!!

11/08/2025

সময় না কাটলে চামচ দিয়ে চা খান, তবুও কারো পেছনে সময় নষ্ট করিয়েন না।

এটা কি ফল বলেন তো.?
31/07/2025

এটা কি ফল বলেন তো.?

29/07/2025

তাল দিয়ে চাল ভাজা।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share