Sagir Hossain TiTu

Sagir Hossain TiTu অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে

11/08/2025

আমাদের প্রতিভা জাগ্রত হতে পারে না সমাজে কিছু দুষ্ট লোকের কারণে

 #বিষখালি শুধু একটি নদী নয়বিশ্বের অন্যতম বিখ্যাত নদীর সুস্বাদু ইলিশ দেড় কেজি ওজনের ২৫০০ টাকা মূল্য প্রতি কেজি অসাধারণ ...
28/07/2025

#বিষখালি শুধু একটি নদী নয়
বিশ্বের অন্যতম বিখ্যাত নদীর সুস্বাদু ইলিশ
দেড় কেজি ওজনের ২৫০০ টাকা মূল্য প্রতি কেজি
অসাধারণ সুস্বাদু মাছ বাজারে ভরা মৌসুমে ইলিশ শূন্য বাজার।
#বরগুনা #বরিশাল #বাংলাদেশ
fans

19/07/2025

পাঁচ বছর প্র°তা°র°ণা শেষে সালিশির মাধ্যমে পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মিথ্যা ভিত্তিন নানান অভিযোগ এনে ধা°মা°চা°পা দেওয়ার চেষ্টা আসল সত্য ঘটনার অনুসন্ধানী ১ম পর্ব বিস্তারিত ভিডিওতে দেখুন,,,

11/07/2025

নদীতে জেলেদের আধিপত্য বিস্তারে বাপ-ছেলেকে গুরুত্ব জ°খ°ম করে জ°ল°দ°স্যুর । আহতরা হলেন আবুল বাশার ও জাহিদ তারা উভয়ই বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা দিন ।
#পায়রা_নদী #ছোট_তালতলী #বরগুনা #বরিশাল #বাংলাদেশ
#বরগুনা #মৎস্য #অফিস

01/06/2025

Sun Jun 1
শেষ হয়ে যাচ্ছে লাস্ট মুহূর্তে আরও সতর্ক থাকুন।

সবাই কেমন আছেন ❤️
23/05/2025

সবাই কেমন আছেন ❤️

দুর্লভ প্রশিক্ষণের সনদ যার ধারাবাহিকতা খুব দরকার
18/05/2025

দুর্লভ প্রশিক্ষণের সনদ যার ধারাবাহিকতা খুব দরকার

07/05/2025

দে আমারে ভাইরাল করে দিবি
দেখতে থাকুন আসল মজা শেষে
বারবার নির্বাচিত বরগুনা মাছ বাজার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন খান ভাইকে সভাপতি হিসেবে দেখতে চায় বরগুনা মাছ বাজার সমবায় সমিতি সদস্যরা।

ভালো-মন্দ যে কাজই করি না কেন ইনশাআল্লাহ না বললে বাস্তব হওয়া সম্ভব না বিনোদন ততটুকুই যায় যে বিনোদনের মধ্যে শিক্ষনীয় কো...
02/05/2025

ভালো-মন্দ যে কাজই করি না কেন ইনশাআল্লাহ না বললে বাস্তব হওয়া সম্ভব না
বিনোদন ততটুকুই যায় যে বিনোদনের মধ্যে শিক্ষনীয় কোন বার্তা রয়েছে।

29/04/2025

বরগুনার প্রাচীনতম খাস কাচারি পুকুরের মাছগুলো কোথায় হারিয়ে গেলো। বরগুনা শহরের একমাত্র ব্যবহারযোগ্য পানি যে পুকুর থেকে সংগ্রহ করে এলাকাবাসী শুধু তাই নয় এই এই পুকুরে হয় বিভিন্ন প্রার্থনা। নিদর্শন রয়েছে বিভিন্ন পূজার উপকরণ যা মাছ ধরা কে কেন্দ্র করে উপরে ভেসে উঠেছে। কর্তৃপক্ষ মাছ উঠালেও প্লাস্টিক বজ্র উঠাচ্ছে না কেন।
এই পুকুরে মাছ ধরে জেলে শ্রমিকের উপরেও অনিয়ম ।
প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
#বরগুনা_জেলা_প্রশাসক #বালিকা_বিদ্যালয়

26/04/2025

"বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান"
একদিকে মাহফিল অন্যদিকে অনৈতিক কাজে লিপ্ত লাভলু। বিষয়টি এলাকাবাসীর কাছে জানাজানি হলে লাভলুকে সাবধান করা হয়েছিল বহুবার। নিষেধ করা সত্ত্বেও মধ্যরাতে ঘরে ঢুকে মাচায় উঠে যায় লাভলু। বোন জামাই মাছ ধরা জন্য নদীতে গেলে এই সুযোগে ঘরে ঢুকে পড়ে লাভলু রাত তখন আনুমানিক ১:৩০ মিনিট ।
উৎপেতে থাকা এলাকাবাসী ঘেরাও করে ফেলে লাভলুকে । দাবি বিয়ে অন্যদিকে জরিমানা দিয়ে ছাড় পাওয়ার আশায় দেন দরবার চলছে পাশাপাশি স্বজনরা প্রস্তুতি নিচ্ছে লাভলুকে উদ্ধার করার।
সময় তখন রাতের শেষ প্রহর অর্থাৎ সুবহা সাদিকের মুহূর্ত একদিকে চলছে মাহফিল, অন্যদিকে শুরু হয়ে গেল হট্টগোল উভয় পাশের আহত চার থেকে পাঁচজন ঘটনাটি ঘটে আয়লা বাজারে পশ্চিম পার্শ্বে ভদ্দর বাড়িতে।
এলাকাবাসীর অভিযোগ লাভলুর যন্ত্রণায় অতিষ্ঠ পাড়া প্রতিবেশী। বিভিন্ন অদৃশ্য শক্তির বলে লাভলু কঠিন বিচারের সম্মুখীন না হওয়ায় তার এই দুর্বিতায়ন বেরেই চলছে।

Address

Barishal
8700

Alerts

Be the first to know and let us send you an email when Sagir Hossain TiTu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share