01/07/2025
🌧️ রাতের রিমঝিম বৃষ্টি...
রাত নেমেছে চুপচাপ, আর সেই নিস্তব্ধতাকে ভেঙে টুপটাপ করে পড়ছে রিমঝিম বৃষ্টি।
জানালার কাঁচে পানি পড়ে সুর তুলে—মনে হয় যেন কারো না বলা কথা টুপ করে নেমে আসছে আকাশ থেকে।
বৃষ্টির শব্দে মিশে থাকে এক ধরনের সান্ত্বনা, যেন পৃথিবীটা একটু শান্ত হচ্ছে, একটু ক্লান্তি ঝরিয়ে দিচ্ছে।
এমন রাতে চুপচাপ বসে কফির কাপ হাতে শুধু শুনে যেতে ইচ্ছে করে—
প্রকৃতির এক নীরব কবিতা... 🌙☕
#রাতের_বৃষ্টি #রিমঝিম_ভালোবাসা