Daily Blog

Daily Blog ❤️আসুন একসাথে মিলেমিশে পথ চলি,সবাই এগিয়ে যাব বহুদূর❤️🌹 স্বপ্নে একদিন গন্তব্যে পৌঁছে যাবে,,🌹

🌧️ রাতের রিমঝিম বৃষ্টি...রাত নেমেছে চুপচাপ, আর সেই নিস্তব্ধতাকে ভেঙে টুপটাপ করে পড়ছে রিমঝিম বৃষ্টি।জানালার কাঁচে পানি পড...
01/07/2025

🌧️ রাতের রিমঝিম বৃষ্টি...

রাত নেমেছে চুপচাপ, আর সেই নিস্তব্ধতাকে ভেঙে টুপটাপ করে পড়ছে রিমঝিম বৃষ্টি।
জানালার কাঁচে পানি পড়ে সুর তুলে—মনে হয় যেন কারো না বলা কথা টুপ করে নেমে আসছে আকাশ থেকে।
বৃষ্টির শব্দে মিশে থাকে এক ধরনের সান্ত্বনা, যেন পৃথিবীটা একটু শান্ত হচ্ছে, একটু ক্লান্তি ঝরিয়ে দিচ্ছে।

এমন রাতে চুপচাপ বসে কফির কাপ হাতে শুধু শুনে যেতে ইচ্ছে করে—
প্রকৃতির এক নীরব কবিতা... 🌙☕

#রাতের_বৃষ্টি #রিমঝিম_ভালোবাসা

শুভ রাত বন্ধুরা        #শুভরাত্রি
27/06/2025

শুভ রাত বন্ধুরা
#শুভরাত্রি

24/06/2025

❤️🍀আমার ছাদ বাগানের ড্রাগন গাছে মাশাল্লাহ অনেকগুলো ফুল ধরেছে, ড্রাগন ফুল মানে রাতের রানী।

🌙✨ শুভ রাত্রি 🌙✨"রাতের নীরবতা কখনো কখনো হৃদয়ের সবচেয়ে সুন্দর গান হয়ে বাজে।আজকের দিনটায় যা হয়নি, কাল সেটা হতেই পারে।চোখ ব...
24/06/2025

🌙✨ শুভ রাত্রি 🌙✨
"রাতের নীরবতা কখনো কখনো হৃদয়ের সবচেয়ে সুন্দর গান হয়ে বাজে।
আজকের দিনটায় যা হয়নি, কাল সেটা হতেই পারে।
চোখ বন্ধ করো, স্বপ্নগুলোকে উড়ে যেতে দাও।
শুভ রাত্রি... শান্তিময় ঘুম হোক তোমার!" 😴💤
---
#শুভরাত্রি

23/06/2025
🌅 শেষ বিকেলের রোদ...শেষ বিকেলের রোদটা কেমন যেন শান্ত, কোমল আর কিছুটা আবেগময়।দিনভর ব্যস্ততার পর এই রোদে থাকে একরাশ প্রশান...
22/06/2025

🌅 শেষ বিকেলের রোদ...

শেষ বিকেলের রোদটা কেমন যেন শান্ত, কোমল আর কিছুটা আবেগময়।
দিনভর ব্যস্ততার পর এই রোদে থাকে একরাশ প্রশান্তি, একটুখানি মন ছুঁয়ে যাওয়া গল্প।
তাকে ছুঁয়ে দেয় সোনালি আলো, আর মনটা বলে ওঠে –
“হয়তো আজ কিছুই হলো না, কিন্তু এই রোদের ছোঁয়ায় সব ঠিক হয়ে যাবে।” 🌤️✨

#শেষ_বিকেল েমনের_রোদ

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন। শুভ সকাল ।               ゚viralシfypシ゚viralシalシ
21/06/2025

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন। শুভ সকাল ।
゚viralシfypシ゚viralシalシ

20/06/2025

Good Night
#

চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছি না , যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তারা পাশে থাকে সহযোগিতা করবেন।
20/06/2025

চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছি না , যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তারা পাশে থাকে সহযোগিতা করবেন।

20/06/2025

গুড মর্নিং

19/06/2025

শিক্ষার কোন শেষ নেই, প্রতিদিন কিছু না কিছু শেখার আছে।

Address

Jalokity
Barishal
8420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share