Sarsina Cyber Defence

Sarsina Cyber Defence This is Sarsina Darbar Sharif's official Cyber Security page.. This page is managed by the Dawrah Hadith students of Sarsina Dinia Madrasa.
(1)

Our Telegram Channel : https://t.me/sarsina_cyber_defence

22/08/2025

অনেকের মোবাইলে ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে। যা আপনার জন্য অসস্তিকর মনে হচ্ছে।
তার থেকে মুক্তির পথ হলো:
📌 আপনার ফোন নাম্বারের ডায়াল প্যাডের অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখুন (অথবা সেটিং থেকে app management) থেকে এ্যাপ ইনফরমেশন এ গিয়ে স্টোরেজ থেকে ডাটা ক্লিয়ার করে দিন দেখবেন আগের মত ঠিক হয়ে যাবে।✅

যাদের একাউন্ট অটো লগ আউট হচ্ছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই!! এটা Security check-up এর জন্য! কেও আপনার আইডি হ্যাক করে নাই!...
14/08/2025

যাদের একাউন্ট অটো লগ আউট হচ্ছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই!! এটা Security check-up এর জন্য! কেও আপনার আইডি হ্যাক করে নাই!
মূলত, যাদের একাউন্টে 2-Factor চালু নেই, তারা যেন 2-factor চালু করে সেজন্য এই Security check-up।
Turn On Extra Protection লেখা আসলে, Turn On এ ক্লিক করুন!
এর পরে Two factor authentication চালু না থাকলে, সেটা চালু করুন!!
নতুবা ব্রাউজার থেকে লগ-ইন দিয়ে টু ফেক্টর অন করে নিন!!🤝

📢 "Wi-Fi হ্যাক! আপনার বাসার নেটওয়ার্ক কি নিরাপদ?"আপনি কি জানেন, দুর্বল Wi-Fi পাসওয়ার্ড বা ভুল কনফিগারেশন ব্যবহার করলে ...
14/08/2025

📢 "Wi-Fi হ্যাক! আপনার বাসার নেটওয়ার্ক কি নিরাপদ?"

আপনি কি জানেন, দুর্বল Wi-Fi পাসওয়ার্ড বা ভুল কনফিগারেশন ব্যবহার করলে হ্যাকাররা সহজেই আপনার নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে? 😨

এরপর তারা আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারে 🚫
আপনার ডিভাইস হ্যাক করতে পারে, আপনার ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে 🕵️‍♂️

🔍 হ্যাকের সাধারণ উপায়গুলো:

- ডিফল্ট রাউটার পাসওয়ার্ড পরিবর্তন না করা
- WPS এনাবল করে রাখা।
- WPA2 বা WPA3 এনক্রিপশন ব্যবহার না করা
- রাউটার ফার্মওয়্যার আপডেট না করা

🛡 সুরক্ষার জন্য করণীয়:

- শক্তিশালী ও জটিল Wi-Fi পাসওয়ার্ড দিন (যেমন: M9@kX_8!pQr2)

- সর্বদা WPA2 বা WPA3 এনক্রিপশন ব্যবহার করুন

- রাউটার ফার্মওয়্যার আপডেট রাখুন

- WPS ফিচার বন্ধ রাখুন

- নেটওয়ার্কে অপরিচিত ডিভাইস থাকলে রিমুভ করুন

- MAC Filtering এর মাধ্যমে ডিভাইস স্পেসিফাই করে রাখুন

- পার্সোনাল নেটওয়ার্ক এবং গেস্ট নেটওয়ার্ক আলাদা করুন

মনে রাখবেন — হ্যাকাররা সুযোগ খোঁজে, আপনি নিজে থেকে কখন আপনার দরজা বন্ধ করতে ভুলে যাবেন।

🤝💥
13/08/2025

🤝💥

🔰 সিলেটের সাদা পাথরের পাথর খেকোদের গল্প 🔰পোস্টটি সবাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং শেয়ার করবেন এই ঘটনা সকলের জানা দরকার।...
13/08/2025

🔰 সিলেটের সাদা পাথরের পাথর খেকোদের গল্প 🔰

পোস্টটি সবাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং শেয়ার করবেন এই ঘটনা সকলের জানা দরকার।

কিভাবে প্রশাসনকে পাওয়ার লেস করে অপকর্মে লিপ্ত হচ্ছে কুচক্রী মহল গুলো এটা সবচেয়ে বড় একটি নমুনা।

সিলেটের পাথর লুটপাট নিয়ে সবাইকে খুব নড়েচড়ে বসতে দেখলাম এবং সবাই এটা নিয়ে বেশ আলোচনা ও করছেন দেখলাম।

তবে চলুন এই ঘটনার একদম গোড়ায় চলে যাই কোথায় থেকে শুরু হইলো এই কান্ড।

একদল কুচক্রী মহল পাথর লুটপাট শুরু করে সেই জুন জুলাই মাসে বড় স্কেলে।

তখন লোকাল মাঠ প্রশাসন বিষয়টি ডিসি স্যারকে অবগত করে যে এইভাবে পাথর খেকোরা পাথর সব খেয়ে ফেলছে।

ডিসি স্যার বিষয়টি সব মহলে অবগত করেন এবং এই জিনিস বন্ধ করার জন্য তিনি একটি সভা ও করেন দ্রুত উনার যতটুকু শক্তি আছে পুরোটা দিয়ে তিনি পাথর লুটপাট বন্ধ করার ঘোষণা দেন।

এই ঘটনার পরেই শুরু হয় আসল খেলা!!

ডিসি স্যারের পিছনে হাত পা বেধে নেমে পড়ে "বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।"

তিনি ডিসি স্যারকে হুমকি দিয়ে বলেন " জেলা প্রশাসক, তুমি কোথাকার কে..? তোমার মতো কয়েকজন জেলা প্রশাসক তো আমার আন্ডারেই কাজ করেছে। "

পাশাপাশি পাথর লুটপাট বন্ধ ঘোষণা করা ও কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে [ সিলেট ডিসির অপসারণ দাবি, না হলে ‘পরিবহন ধর্মঘট’ ] ঘোষণা দেন।

এবার আপনারাই বিচার করুণ মূলত এই পাথর খেকোদের মূল রুট কোথায়।

এই পুরো সিন্ডিকেটে পরবর্তীতে সকল রাজনৈতিক দল ( বিএনপি , জামায়াতে ইসলামী , এনসিপি ) যোগ দেয় এবং মূল গোড়া থেকে সবাই একটা % ভাগ নেয়।

আর তারা সবাই মিলে প্রশাসনকে এটা নিয়ে কাজ করার সুযোগ বন্ধ করে দেয়।

Abdullah Al Jaber vai

🌐 অক্টোবর: সাইবার নিরাপত্তা সচেতনতা মাস 🔐অক্টোবর মাস বিশ্বব্যাপী “সাইবার নিরাপত্তা সচেতনতা মাস” (Cybersecurity Awareness...
06/08/2025

🌐 অক্টোবর: সাইবার নিরাপত্তা সচেতনতা মাস 🔐

অক্টোবর মাস বিশ্বব্যাপী “সাইবার নিরাপত্তা সচেতনতা মাস” (Cybersecurity Awareness Month) হিসেবে পালন করা হয়।

এই সচেতনতা কার্যক্রমটি প্রথম শুরু হয় ২০০৪ সালে, যুক্তরাষ্ট্রের Department of Homeland Security (DHS) এবং National Cyber Security Alliance (NCSA) এর যৌথ উদ্যোগে। এখন এটি একটি আন্তর্জাতিক সচেতনতা প্রচারাভিযান, যার মূল লক্ষ্য—
🔸 সাধারণ মানুষ
🔸 ব্যবসা প্রতিষ্ঠান
🔸 এবং সরকারি সংস্থাগুলোকে
সাইবার হুমকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তোলা।

🇧🇩 বাংলাদেশেও চলছে সাইবার নিরাপত্তা প্রচারাভিযান!
" Cyber Crime Awareness Foundation," এর উদ্যোগে বাংলাদেশে আমরা অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা ক্যাম্পেইন পরিচালনা করতে যাচ্ছি।

✅ এজন্য আমাদের দরকার:
📍 ঢাকাভিত্তিক ১৫ জন ভলান্টিয়ার,
যারা সচেতনতা ক্যাম্পেইনের বিভিন্ন কাজে সাহায্য করতে আগ্রহী।

🧑‍💻 যদি আপনি সাইবার সচেতনতায় অবদান রাখতে চান
👉 এখনই ইনবক্সে নক করুন।
🛡️ চলুন একসাথে গড়ি একটি নিরাপদ সাইবার বাংলাদেশ।




ইনশাআল্লাহ..💥
03/08/2025

ইনশাআল্লাহ..💥

শাইখুল হাদীস মুফতীয়ে আযম আল্লামা মোস্তফা হামিদিহুজুরের মাজার জিয়ারতের দৃশ্যঐতিহ্যে ধন্য ছারছীনা দরবার শরীফের হযরত পীর ...
01/08/2025

শাইখুল হাদীস মুফতীয়ে আযম আল্লামা মোস্তফা হামিদি
হুজুরের মাজার জিয়ারতের দৃশ্য
ঐতিহ্যে ধন্য ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা (মা.জি.আ)
স্থান নাঙ্গলকোট কুমিল্লা ।।

Loud & clear..🤝💥
31/07/2025

Loud & clear..🤝💥

30/07/2025

সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক⚠️

বাংলাদেশ ব্যাংক তাদের ICT বিভাগ থেকে চিঠি পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতা চেয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি রয়েছে, এবং সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।🤝

সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ইন্ডিয়ান এবং বাংলাদেশের এক চ^ ক্র কাজ করে যাচ্ছে!প্রধান টার্গেট: যুবক এবং ৩৫ থেকে ৪৫ বছরের ম...
30/07/2025

সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ইন্ডিয়ান এবং বাংলাদেশের এক চ^ ক্র কাজ করে যাচ্ছে!
প্রধান টার্গেট: যুবক এবং ৩৫ থেকে ৪৫ বছরের মিডেল এজ মেনদেরকে! প্রথমে তারা টার্গেট খুঁজে বের করে এবং একটি মেয়ের একাউন্ট থেকে ইনবক্সে নক করে।রেসপন্স করা হলে বারবার ভিডিও কল দেয়।অনেক সময় বিরক্ত হয়ে কেউ কেউ কল রিসিভ করলে,তারা সঙ্গে সঙ্গে আপত্তিকর ভিডিও চালিয়ে দেয় এবং স্ক্রিন রেকর্ড করে।পরে সেই রেকর্ড এডিট করে আপত্তিকর কন্টেন্ট বানিয়ে ভয়াবহভাবে ব্ল্যাক^ মেইল করতে শুরু করে।

অনেকে না বুঝে, সম্মানের কথা চিন্তা করে হাজার হাজার টাকা এই প্রতারক চক্র^ কে দিয়েও রেহাই পাচ্ছেন না!

এটার একমাত্র সলিউশন সচেতন থাকা। তারপরও যদি এমন ভুল হয়ে যায়, নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করুন। এসব বিষয়ে সহায়তা পেতে আমাদেরকে ইনবক্স করুন।

হযরত আলী রাঃ বলেন; যখন আলেমগণ রাজাদের দরবারে যেতে শুরু করে, তখন বুঝে নাও যে দ্বীন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন রাজারা আলে...
30/07/2025

হযরত আলী রাঃ বলেন; যখন আলেমগণ রাজাদের দরবারে যেতে শুরু করে, তখন বুঝে নাও যে দ্বীন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন রাজারা আলেমদের দরবারে আসে, তখন বুঝবে যে দ্বীন বিজয়ী হয়েছে।

—ইবনে আবিদ্দুনইয়া

Address

Sarsina Darbar Sharif
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Sarsina Cyber Defence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share