Charghata Jubo Somaj

Charghata Jubo Somaj মাদক কে না বলি,
মাদক মুক্ত সমাজ গড়ি"
“জীবন একটাই তাকে ভালোবাসুন,
মাদক থেকে দুরে থাকুন!🇧🇩✊

মাদকাসক্ত আদরের ছেলেকে পিটিয়ে হ/ত্যার পর থানায় এসে বাবা-মায়ের আত্মসমার্পন। ঘটনা বরিশালের বাকেরগঞ্জে!🙂
30/07/2025

মাদকাসক্ত আদরের ছেলেকে পিটিয়ে হ/ত্যার পর থানায় এসে বাবা-মায়ের আত্মসমার্পন।
ঘটনা বরিশালের বাকেরগঞ্জে!🙂

23/07/2025

এক দিন ছুটি হবে, অনেক দূরে যাবো। ওরা সবাই সত্যি ছুটিতে গেছে........

সবাইকে জুম্মা মোবারক, মাদক কে না  বলি, মাদক মুক্ত সমাজ গড়ি ✊মাদক আসক্ত  ব্যক্তি একটি পরিবার, সমাজ ও রাষ্টের জন্য খুবই ভয়...
18/07/2025

সবাইকে জুম্মা মোবারক,
মাদক কে না বলি,
মাদক মুক্ত সমাজ গড়ি ✊

মাদক আসক্ত ব্যক্তি একটি পরিবার, সমাজ ও রাষ্টের জন্য খুবই ভয়ংকর। আপনার আমার ভাই এবং কারো সন্তানের সুন্দর জীবন যেন নষ্ট না হয় আসুন আমরা সচেতন হই।
তাই আমাদের উচিত মাদকাসক্ত ব্যক্তিকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং সুন্দর ও সমৃদ্ধি সমাজ গঠন করা।
আপনারা সবাই মাদক এর বিরুদ্ধে যুক্ত হবেন.....আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ.....।

15/07/2025

সত্যের পথে যতই কাঁটা থাকুক, সেই পথেই আলো। সৎ থাকো, সফলতা আসবেই। 🌼✊

13/07/2025

চারঘাটা মাদক মুক্ত যুব সমাজের সকল তথ্য পেতে পেজটিকে ফলো করুন।
👈

13/07/2025

ঘুষ দিয়ে করলেন চাকরি,🙂

কিস্তিতে নিলেন গাড়ি। অন্যের হক নিলেন ঘরে করলেন আলিশান বাড়ি। অবসর পেলেন পেনশন পেলেন রাখলেন বড় বড় দাড়ি।

ভাবছেন এখন জান্নাতে যাবেন, জান্নাত কি মামুর বাড়ি।❤️‍🩹

গৌরনদী থানার নতুন ওসি মহোদয়ের প্রতি বিনীত অনুরোধআশা করছি, গৌরনদী থানায় সদ্য যোগদানকৃত ওসি মহোদয় মাদক নির্মূলে কার্যকর ও ...
13/07/2025

গৌরনদী থানার নতুন ওসি মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ
আশা করছি, গৌরনদী থানায় সদ্য যোগদানকৃত ওসি মহোদয় মাদক নির্মূলে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে গৌরনদীতে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে মাদক ব্যবসা এতটাই বিস্তৃত যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—বিশেষ করে ছাত্র ও যুবসমাজ—এই মরণব্যাধির করাল গ্রাসে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
আমরা, এলাকার সচেতন নাগরিক ও তরুণ সমাজ, ৬ই আগস্টের পর থেকে একটি "মাদকমুক্ত যুবসমাজ" নামে সংগঠন গঠন করি। শিশু-কিশোর, ছাত্র, যুবকদের নিয়ে গঠিত এই সংগঠন সমাজকল্যাণে নিয়োজিত থেকে পুলিশ প্রশাসনকে দীর্ঘদিন ধরে তথ্য দিয়ে সহায়তা করে আসছে। আমাদের পরিচালনায় একাধিক সফল অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ধরা পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, প্রশাসনের মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় পুনরায় জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে দেয়।
এর ফলে সমাজের সচেতন মানুষদের মধ্যে হতাশা বাড়ছে, এবং মাদকমুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন আমরা দেখেছি, তা ব্যাহত হচ্ছে।
এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন—
• সরদার মোহাম্মদ, গৌরনদী যুবদলের অন্যতম নেতা, জনগনের আস্থাভজন,অভিজ্ঞ ও জনপ্রিয় সংগঠক,
• আবু বকর সিদ্দিক কবিরাজ, বার্থী ইউনিয়নের বিএনপি নেতা।
• আবু সালেহ কবিরাজ ( ইমাম ও খতীব দক্ষিণ কটকস্থল জামে মসজিদ)
এবং একঝাঁক সাহসী তরুণ।
তারা প্রতিনিয়ত রাত জেগে মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করছেন।
আমাদের জোরালো অনুরোধ, আপনি অতি শীঘ্রই গৌরনদীর কুখ্যাত মাদক ডিলার হিরা মাঝি মানিক মাঝি- সহ সকল মাদক কারবারিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। গৌরনদী উপজেলার হিরা মাঝি ও মানিক মাঝি এই মাদকচক্রের মূল হোতা, যারা ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করছে।
সেই সঙ্গে, গৌরনদী থানার আওতাধীন সকল মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে একটি মাদকমুক্ত গৌরনদী গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন—এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
অনুরোধক্রমে,
মাদকমুক্ত যুবসমাজ গৌরনদী বরিশাল।

07/07/2025

নেশাখোর রা গর্ব করে বলে সে নেশাখোর!! 😅
কি আজব দুনিয়া ভাইরে ভাই!🤣

একটি শোক সংবাদ। একটি শোক সংবাদ গৌরনদী পৌরসভা (১) নং ওয়ার্ড সুন্দরদী (নবীনগর) ঘরামী বাড়ি নিবাসীমোঃ মনির ঘরামী সৌদি আরব ...
05/07/2025

একটি শোক সংবাদ।


একটি শোক সংবাদ গৌরনদী পৌরসভা (১) নং ওয়ার্ড সুন্দরদী (নবীনগর) ঘরামী বাড়ি নিবাসী
মোঃ মনির ঘরামী সৌদি আরব রিয়াদে স্থানীয় টাইম বিকাল (৪) ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লাহতালা তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন!

03/07/2025

আলহামদুলিল্লাহ আমরা কতই না ভাগ্যবান কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমিন।

03/07/2025

আস্তে আস্তে এই দেশটা এমন হয়ে যাচ্ছে যে,,
মানুষ তার নীতি হারিয়ে,অনৈতিক কাজ
বেসি,বেসি করতাছে!

আসুন সমাজের সকল শ্রেণির মানুষ একতাবদ্ধ হই।মাদক মুক্ত সমাজ গঠন করি।সুন্দর একটি সমাজ আগামী প্রজন্মকেউপহার দেই।
03/07/2025

আসুন সমাজের সকল শ্রেণির মানুষ একতাবদ্ধ হই।
মাদক মুক্ত সমাজ গঠন করি।
সুন্দর একটি সমাজ আগামী প্রজন্মকে
উপহার দেই।

Address

Charghata
Barishal
8231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charghata Jubo Somaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share