13/07/2025
গৌরনদী থানার নতুন ওসি মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ
আশা করছি, গৌরনদী থানায় সদ্য যোগদানকৃত ওসি মহোদয় মাদক নির্মূলে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে গৌরনদীতে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে মাদক ব্যবসা এতটাই বিস্তৃত যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—বিশেষ করে ছাত্র ও যুবসমাজ—এই মরণব্যাধির করাল গ্রাসে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
আমরা, এলাকার সচেতন নাগরিক ও তরুণ সমাজ, ৬ই আগস্টের পর থেকে একটি "মাদকমুক্ত যুবসমাজ" নামে সংগঠন গঠন করি। শিশু-কিশোর, ছাত্র, যুবকদের নিয়ে গঠিত এই সংগঠন সমাজকল্যাণে নিয়োজিত থেকে পুলিশ প্রশাসনকে দীর্ঘদিন ধরে তথ্য দিয়ে সহায়তা করে আসছে। আমাদের পরিচালনায় একাধিক সফল অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ধরা পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, প্রশাসনের মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় পুনরায় জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে দেয়।
এর ফলে সমাজের সচেতন মানুষদের মধ্যে হতাশা বাড়ছে, এবং মাদকমুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন আমরা দেখেছি, তা ব্যাহত হচ্ছে।
এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন—
• সরদার মোহাম্মদ, গৌরনদী যুবদলের অন্যতম নেতা, জনগনের আস্থাভজন,অভিজ্ঞ ও জনপ্রিয় সংগঠক,
• আবু বকর সিদ্দিক কবিরাজ, বার্থী ইউনিয়নের বিএনপি নেতা।
• আবু সালেহ কবিরাজ ( ইমাম ও খতীব দক্ষিণ কটকস্থল জামে মসজিদ)
এবং একঝাঁক সাহসী তরুণ।
তারা প্রতিনিয়ত রাত জেগে মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করছেন।
আমাদের জোরালো অনুরোধ, আপনি অতি শীঘ্রই গৌরনদীর কুখ্যাত মাদক ডিলার হিরা মাঝি মানিক মাঝি- সহ সকল মাদক কারবারিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। গৌরনদী উপজেলার হিরা মাঝি ও মানিক মাঝি এই মাদকচক্রের মূল হোতা, যারা ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করছে।
সেই সঙ্গে, গৌরনদী থানার আওতাধীন সকল মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে একটি মাদকমুক্ত গৌরনদী গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন—এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
অনুরোধক্রমে,
মাদকমুক্ত যুবসমাজ গৌরনদী বরিশাল।