30/06/2025
গত বছরে জুলাই মাসে, দেশের আপামর ছাত্রসমাজ জেগে উঠেছিল একটি ন্যায্য দাবির স্লোগানে— "এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক!" মেধার জয় আর বৈষম্যহীন এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যে আন্দোলন, তা শুধু সরকারি চাকরির কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা পরিণত হয়েছিল গণমানুষের এক অভূতপূর্ব জাগরণে।
দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বঞ্চনার বিরুদ্ধে শিক্ষার্থীরা নেমেছিল রাজপথে। ক্লাস-পরীক্ষা ফেলে, জীবনের ঝুঁকি নিয়ে তারা লড়েছিল একটি সুন্দর আগামীর জন্য। সেই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসের গণ্ডিতেই আবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রাম পর্যন্ত, প্রতিটি সচেতন মানুষের মনে। আমরা দেখেছি শিক্ষার্থীদের অদম্য সাহস, দেখেছি সংহতি আর আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।
এই আন্দোলনের পথচলা মসৃণ ছিল না। ছিল বাধা, ছিল সংঘাত, আর ছিল অনেক আত্মত্যাগ। কিন্তু কোনো কিছুই দমাতে পারেনি তারুণ্যের এই অদম্য স্পৃহাকে। এই আন্দোলন শিখিয়েছে, ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এটি প্রমাণ করেছে, তরুণ প্রজন্ম চাইলে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।
আজ এক বছর পর, আমরা সেই আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। এই আন্দোলনই দেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা আমাদের মনে করিয়ে দেয় গণশক্তির ক্ষমতা।
স্মৃতিতে অম্লান হয়ে থাকবে কোটা সংস্কার আন্দোলন ২০২৪—অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের এক অবিস্মরণীয় সংগ্রাম।
আরও কিছু তথ্য বা ভিন্ন কোনো স্ট্যাটাস চাইলে জানাতে পারেন।