
20/05/2025
পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-১)
আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান রকমের অদ্ভুত সব ঘটনা। এর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা জানতে পারি আবার বেশিরভাগ ঘটনাই আমাদের অজানা থেকে যায়। এমনই জানা-অজানা, অদ্ভুত, রহস্যময়, রোমাঞ্চকর এবং মজার তথ্য নিয়ে The Earth Bangla আপনাদের সামনে নিয়ে এসেছে এক অজানা তথ্যভাণ্ডার যা আপনাদের অবাক করার সাথে সাথে সমৃদ্ধ করবে জ্ঞানের পরিধি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর অজানা তথ্য ভাণ্ডারের Amazing Fact এর প্রথম পর্বে কি কি রয়েছে আপনাদের জন্য।
অবাক তথ্য ১
অস্ট্রেলিয়া দেশটির কথা শুনলেই আমাদের কল্পনায় চলে আসে ক্যাঙ্গারুর ছবি অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। কিন্তু অনেকের অজানা একটি তথ্য হল অস্ট্রেলিয়া দেশটিতে প্রায় ১২,০০০ সমুদ্র সৈকত রয়েছে। আপনি যদি প্রতিদিন ১টি করে সমুদ্র সৈকত দেখতে যান, তাহলে সবগুলো দেখতে আপনার কমপক্ষে ৩২ বছর সময় লাগবে।
অবাক তথ্য ২
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যালকোহলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিয়ার। পুরো পৃথিবীতে বিয়ার অ্যালকোহল হিসেবে পরিচিত হলেও অদ্ভুত সত্য হল ২০১১ সাল পর্যন্ত রাশিয়াতে বিয়ারকে অ্যালকোহল হিসেবে গণ্য করা হতো না। তারা বিয়ারকে কোক, পেপসি, স্প্রাইট, ৭-আপ এর মতো সাধারণ কোমল পানিয় ভাবতো।
অবাক তথ্য ৩
গরমের সময় আইসক্রিম খেতে কে না পছন্দ করে? কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, মানুষের মত সিংহরাও আইসক্রিম খায়। সেই আইসক্রিম তৈরি হয় রক্ত দিয়ে। যখন অতিরিক্ত গরম পরে, তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহকে আইস কিউব খেতে দেয় যা সিংহের শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখে।
রক্তের আইস কিউব
অবাক তথ্য ৪
বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে কিছু পরিচিত নাম হল জেফ বেজস, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ। যাদের সকলের বর্তমান সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকার ৮ লক্ষ ৫৮ হাজার ৩৮১ কোটির চেয়েও বেশি। পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০ জন ব্যক্তি প্রতি বছরে যে পরিমাণ টাকা আয় করে, সেই পরিমাণ টাকা দিয়ে পৃথিবীর সব দারিদ্রতা চারবার শেষ করা সম্ভব।
অবাক তথ্য ৫
মনে করুন আপনি অনেক শখ করে এক পাখির মাংস কিনলেন কিন্তু এলাকাবাসী আপনাকে বলল, এই পাখির মাংস খেতে হলে আপনাকে পাথর খাওয়া শিখতে হবে। এমন অদ্ভুত কথা আপনি সচরাচর কোথাও না শুনলেও নিউ গিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে অবশ্যই শুনতে পাবেন।
কেননা ঐ অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মাংসের পাখি যার নাম ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি পাখির মাংস এতটাই শক্ত যে নিউ গিনির মানুষজন বলে থাকে, এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয় পাথর যখন খাওয়ার উপযোগী হবে, কেবল তখনই এর মাংস খাওয়া যাবে।