
22/07/2025
শেষ নিঃশ্বাসের আগে…
জ্বলন্ত আগুনে ঘেরা চারদিক,
চোখে শিশুর কান্না — অসহায় আর্তনাদ।
নিজের যন্ত্রণা ভুলে, ছুটে গেলেন তিনি —
মাতৃত্ব আর শিক্ষার অদ্ভুত এক জাদু হাতে।
দগ্ধ শরীরে আগুনের আঁচ,
তবু থামেননি, বাঁচালেন প্রাণ।
একটি-দুটি নয়, বিশটি কাঁপা বুক,
বুকের সাহসে দিলেন বাঁচার ঠিকানা।
শেষবারের মতো ফিরলেন পেছনে,
সব শিশু নিরাপদ, বুঝলেন নিশ্চিত।
তারপর নীরব শান্ত এক ত্যাগ,
নিঃশব্দে চলে গেলেন, রেখে গেলেন ইতিহাস।
এই শিক্ষক নন কেবল—
তিনিই শিক্ষার জ্যোতি,
তিনিই মাতৃত্বের প্রতীক,
তিনিই হলেন সেই চিরন্তন আগুনফুল
যে নিজে পুড়ে অন্যকে বাঁচায়।