18/06/2025
প্রিয় আহালিয়া.... 💝
তুমিই তো আমার একাকিত্ব!
তুমি পাশে থাকলেও যেমন একা, আবার না থাকলেও একা!
তুমি এসে পাশে বসো, ফের একা করে দিয়ে চলে যাও; তুমি আমার পৃথিবীতে নামিয়ে দিয়ে যাও, গভীর একাকিত্ব!
তুমিই তো আমার বিষণ্ণতা!
তাই তুমি থাকলেও যেমন বিষণ্ণ, আবার না থাকলেও মলিন!
তোমায় দেখি, তবে ছুঁতে পারি না! তুমি বাস্তব নও, তুমি কেবল কল্পনা!
তুমিই তো আমার হতাশা! তুমি থাকলেও যেমন হতাশ, আবার না থাকলেও হতাশ!
তোমার এই থাকা না থাকার ব্যবধান টুকু, আজও অমীমাংসিত!
তুমিই তো আমার দ্বিধা!
আমি ছাড়তে চাই, তুমি আঁকড়ে থাকো,
আমি আঁকড়ে ধরলে, তুমি ছেড়ে যাও!
আমি বড্ড আবেগি, আর তুমি বড্ড বিবেকবান,
আমি যত গভীর হই, তুমি করো বলি দা না!
সেই তুমিই তো আমার মন খারাপ! তাই তুমি পাশে থাকলেও যেমন মন খারাপ পেয়ে বসে, আবার না থাকলেও!
তোমার সাথে আমার এই অমীমাংসিত চুক্তির মেয়াদ জানিনা শেষ হবে কবে! কল্পনা আঁকড়ে ধরে কতদিনই বা বেঁচে থাকবো; বলো!
আমারও ইচ্ছে করে সমস্ত অস্থিরতা কাটিয়ে, একটুখানি ভালো থাকতে।😌❤️🩹
কিন্তু...
যেখানে টিকে থাকাটাই এখন মুখ্য, সেখানে ভালো থাকার আশা করি কি করে? আমি যে বেঁচে থাকার নিয়মেই বেঁচে আছি-ভালো থাকার জন্য নয়!😊❤️🩹