Asif Mahmud Ababil ar Abbu

Asif Mahmud Ababil ar Abbu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asif Mahmud Ababil ar Abbu, Digital creator, Daulatpur, Basa Kushtia.
(2)

❤️আসসালামু আলাইকুম ❤️

চিরন্তন সত্য এটা জেনেও যে দুনিয়া আমাদের শেষ গন্তব্য নয়, তবুও আমরা পৃথিবীতে অযথা ঠাঁই খুজতে ব্যস্ত।

😭মিথ্যে হাসি😭

🥰আসিফ মাহমুদ আবাবিল এর আব্বু 🥰
🥰হুমায়রা পাখি আবাবিল এর আম্মু 🥰

মরণ তুমি এসো হেটে যাবো আমি মায়ার বাঁধন কেটে,

মানুষ হারিয়ে গেলেই মূল্যটা  বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে , আমরা ...
08/02/2025

মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে , আমরা এটা কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না ।

আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে কারন প্রকৃতি সমতা পছন্দ করে । নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্হায় মূল্যায়ন করলে আপনার হয়তবা তাকে হারাতে হতোনা । একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় ,আপনার নিকট সামান্যই চায় তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না ।

কিন্তু আপনাকে যে ভালোবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে , আপনার খোঁজ নেয় তার প্রচন্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালোবাসে । আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে । তার ও সোস্যাল একটিভিটি আছে তার ও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয় , আপনি হয়তবা জানবেন ই না তার জন্য ও কেউ না কেউ এভাবেই অপেক্ষামান ।আপনার ছোট ছোট অবহেলা , আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোন একসময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টের ও পাবেন না ।

যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃনার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে । কারন প্রচন্ড রকমের অভিমান ই তাকে ঢেউয়ের মত ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে । যখন বুজতে পারবেন তখন কিছু করার থাকবে না । প্রেম চর দখলের মত ,কারন যে প্রেমিক তার প্রেম কে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ।

ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মত রোজ তাকে যত্ন নিতে হয় । সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে ।যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গা টা দিবে না তখন টের পাবেন কতটা ভালবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল ,,, আসলে আমারা এই কথাগুলো তখনই বুঝতে পারি ,যখন সম্পর্কের ম্যাজিক টা চলে যায়। তাই বলব রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যা “আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও “ কাছের মানুষ টা দুরত্ব মৃত্যুর সম যন্ত্রনা দেয় আপনি হারিয়ে যাওয়ার পরই বুজতে পারবেন ।

29/01/2025

কালো মেয়ের মাঝে আল্লাহ এমন কিছু দিয়ে দিতে পারেন, যা দেখে তার স্বামীর অন্তর প্রশান্ত হবে, চোখ শীতল হবে।
আবার সুন্দরী মেয়ের মাঝে এমন কিছুর ঘাটতি থেকে যেতে পারে, যার কারণে তার প্রতি তার স্বামীর মুহাব্বত থাকবে না।
মূলত, কুররাতু আ‘য়্যুন বা চক্ষুশীতলকারিনী হওয়ার সঙ্গে কালো বা ধলোর কোনো সম্পর্ক নেই।
যদি তা-ই হত, সুন্দরী মেয়েদের সংসার ভাঙত না, আবার কালো মেয়েদের সংসারও টিকত না।

26/01/2025

তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তবে আমি প্রতিটা মূহুর্তে তোমাকে ভালোবাসি.!!!

আমি এমন একটা তুমি চাই!যে তুমিটা হবে আয়নার মত স্বচ্ছ ।পানির মত বিশুদ্ধ ।ফরমালিন মুক্ত।আমি এমন একটা তুমি চাই !যার সবটা জু...
26/01/2025

আমি এমন একটা তুমি চাই!
যে তুমিটা হবে আয়নার মত স্বচ্ছ ।
পানির মত বিশুদ্ধ ।
ফরমালিন মুক্ত।

আমি এমন একটা তুমি চাই !
যার সবটা জুড়ে থাকবো শুধু আমি।
যে হবে আমার সকল ইচ্ছে আবদার।
যার সাথে নিত্যদিন চলবে খুনসুটি।

আমি এমন একটা তুমি চাই !
যে আমায় বাঁধবে বাহুডোরে।
যে সব সময় নিবে আমার খোঁজ।
আমার সাথে বায়না ধরবে রোজ।

আমি এমন একটা তুমি চাই!
যে আমাকে পাওয়ার জন্য পাগলামী করবে।
আমাকে হারানোর ভয়ে কান্না করবে।
আমাকে পাওয়ার জন্য সব কিছু ছাড়তে রাজি থাকবে।

আমি এমন একটা তুমি চাই!
যে আমার সুখে দুঃখে সারাজীবন পাশে থাকবে।
সামান্য ঝড়ে হাত ছাড়বে না।
আমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজবে না।

আমি এমন একটা তুমি চাই!
যে তুমিতে থাকবে না অন্যকারো স্পর্শ।
থাকবেনা কোন দীর্ঘশ্বাস।
থাকবেনা ছেড়ে যাওয়ার কোন অজুহাত।

আমি এমন একটা তুমি চাই!
যাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়।
যার কাছে সব কিছু শেয়ার করা করা যায়।
যাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করা যায়।

26/01/2025

- সারাদিনের সমস্ত ক্লান্তি, দুঃখ-ক'ষ্ট সবকিছু আমি তোমার বুকে মাথা রেখে নিবারণ করতে চাই!'

পৃথিবীতে আমার নিজের বলতে কিছু নেই, কেউ নেই ! এই যে তোমায় নিজের ভাবি, কিন্তু কই, কখনো তো কাছে পাইনা । ধরা যায় না, ছোঁয়া য...
26/01/2025

পৃথিবীতে আমার নিজের বলতে কিছু নেই, কেউ নেই !
এই যে তোমায় নিজের ভাবি, কিন্তু কই, কখনো তো কাছে পাইনা । ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ তোমায় কত কাছের ভাবি ।

জানো তো, অনুভব করার খুব চেষ্টা করি । কিন্তু সেই অনুভবে হতাশা আর একাকিত্ব ছাড়া আর কিছু থাকে না ! দূরে থাকলেই ভালোবাসা কমে না । ভালোবাসা কমে অবহেলায়, অযত্নে, ব্যস্ততার অজুহাতে ! অযত্নে তো ফুল গাছটাও শুকিয়ে যায়, সেখানে আমি তো মানুষ মাত্র । অনুভূতি নষ্ট হয়ে গেলে, এ মনে ভালোবাসা জাগে না– কারো জন্য মায়া লাগে না ।

এখন বুঝতে পারি, আসলে পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই ! প্রচন্ড মন খারাপ, একাকিত্ব, হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও কেউ দেখে না ! অথচ তুমি নাকি আমায় ভালোবাসো ? সেই ভালোবাসা কেন হৃদয় স্পর্শ করে না ?

এই যে এমন একা লাগা, নিঃসঙ্গতা, কোনোকিছু ভালো না লাগা, হতাশার দায় তুমি নিবে না জানি । মানুষ যা সরাসরি মুখে বলতে পারে না, তা ব্যবহারে বুঝিয়ে দেয় । যে সময় ব্যয় করে তোমায় খুশি রাখার চেষ্টা করে যাই, ঠিক এই অভ্যাস আমাকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে পিষে মারতে থাকে !

আমি জানি, পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই ! জীবন চলার পথে যাকে নিজের ভেবেছি, তার যে যোজন যোজন দূরত্বে বসবাস ! যাকে তীব্র তৃষ্ণা নিয়েও দুচোখ ভরে দেখা যায় না, চাইলেও যার সঙ্গ পাওয়া যায় না, যে কখনোই নিজের হবে না– মানুষের যে তার প্রতিই তীব্র রকম ঝোঁক থাকে ! অনুভূতি মরে যায়, অথচ সে আর ফিরতে পারে না– নিজেকে ফেরাতে পারে না...!

26/01/2025

পৃথিবী বহুমাত্রিক হলেও তুমি একমাত্র,
আমার হৃদয়ের মানচিত্রে শুধু তোমার নাম।

25/01/2025
25/01/2025
25/01/2025
25/01/2025

Address

Daulatpur
Basa Kushtia
KHULNA

Website

https://www.facebook.com/mdasif.mahmud.7737

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud Ababil ar Abbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share