
08/02/2025
মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে , আমরা এটা কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না ।
আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে কারন প্রকৃতি সমতা পছন্দ করে । নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্হায় মূল্যায়ন করলে আপনার হয়তবা তাকে হারাতে হতোনা । একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় ,আপনার নিকট সামান্যই চায় তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না ।
কিন্তু আপনাকে যে ভালোবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে , আপনার খোঁজ নেয় তার প্রচন্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালোবাসে । আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে । তার ও সোস্যাল একটিভিটি আছে তার ও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয় , আপনি হয়তবা জানবেন ই না তার জন্য ও কেউ না কেউ এভাবেই অপেক্ষামান ।আপনার ছোট ছোট অবহেলা , আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোন একসময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টের ও পাবেন না ।
যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃনার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে । কারন প্রচন্ড রকমের অভিমান ই তাকে ঢেউয়ের মত ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে । যখন বুজতে পারবেন তখন কিছু করার থাকবে না । প্রেম চর দখলের মত ,কারন যে প্রেমিক তার প্রেম কে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ।
ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মত রোজ তাকে যত্ন নিতে হয় । সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে ।যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গা টা দিবে না তখন টের পাবেন কতটা ভালবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল ,,, আসলে আমারা এই কথাগুলো তখনই বুঝতে পারি ,যখন সম্পর্কের ম্যাজিক টা চলে যায়। তাই বলব রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যা “আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও “ কাছের মানুষ টা দুরত্ব মৃত্যুর সম যন্ত্রনা দেয় আপনি হারিয়ে যাওয়ার পরই বুজতে পারবেন ।