জনতার প্রশ্ন

জনতার প্রশ্ন চুপ থাকলে চলবে না, প্রশ্ন করতে হবে
(1)

27/08/2025
রাজধানীর সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইংঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প...
27/08/2025

রাজধানীর সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পরিবর্তন: সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে: • রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। • যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, এবং গণপরিবহন হবে আরও কার্যকর। কেন এটি গুরুত্বপূর্ণ: রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দময়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীকে স্ট্রাইক...
26/08/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিন সেনাসদস্যরা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথে অবস্থান করবেন এবং ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো কর্ডন করে রাখবেন। নির্বাচনী প্রচার শুরু হয়েছে ২৬ আগস্ট থেকে, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা রাত ১১টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন, তবে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক বা আর্থিক সহযোগিতা প্রদান নিষিদ্ধ। বিশেষভাবে ছাত্রী হলগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ পদক্ষেপগুলো স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে নেওয়া হয়েছে।

অনলাইনে সহজে জন্ম নিবন্ধন-ঘরে বসেই সরকারি সেবাআগে জন্ম নিবন্ধনের জন্য নাগরিকদের ইউপি সদস্য বা দালালের পেছনে ঘুরে ঘুরে হয...
25/08/2025

অনলাইনে সহজে জন্ম নিবন্ধন-ঘরে বসেই সরকারি সেবা

আগে জন্ম নিবন্ধনের জন্য নাগরিকদের ইউপি সদস্য বা দালালের পেছনে ঘুরে ঘুরে হয়রানির শিকার হতে হতো এবং অনেক সময় গুনতে হতো বাড়তি টাকা। এখন আর এসব কষ্ট করার দরকার নেই — কারণ দেশে চালু হয়েছে ডিজিটাল ইউনিয়ন সেন্টার ও অনলাইন সেবা ব্যবস্থা। দোকান বা নিজের মোবাইল থেকেই সহজে, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে আপনি নিজের বা শিশুর জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। বাড়তি দৌড়ঝাঁপ নয়, প্রতিটি পরিবার পাচ্ছে ঘরে বসেই সরকারী সেবা। নিচের লিংকগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় আবেদনটি করুণ আজই — ✅ নতুন আবেদন: http://bdris.gov.bd/br/application ✅ তথ্য সংশোধন: http://bdris.gov.bd/br/correction ✅ নিবন্ধন খোঁজ করুন: http://bdris.gov.bd/br/search ✅ আবেদনের অবস্থা দেখুন: http://bdris.gov.bd/br/application/status ✅ আবেদন প্রিন্ট করুন: http://bdris.gov.bd/application/print ✅ সনদ পুনঃমুদ্রণ: http://bdris.gov.bd/br/reprint

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারকনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায়...
25/08/2025

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

25/08/2025

আজকের প্রশ্নঃ

ঢাকার যানজট নিরসনে আপনি কি কি পদক্ষ্যেপ নিতে চান?

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই
24/08/2025

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী। দীর্ঘ ১৬ বছর নির্বাচনকালীন আইন প্রয়োগের ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী।হারানো ক...
22/08/2025

হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী। দীর্ঘ ১৬ বছর নির্বাচনকালীন আইন প্রয়োগের ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী।

হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী। দীর্ঘ ১৬ বছর পর আবারও নির্বাচনকালীন আইন প্রয়োগের ক্ষমতা সেনাবাহিনীর হাতে ফিরছে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাব ও রাজনৈতিক দলগুলোর দাবির পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর হবে। ২০০১ সালে সেনাবাহিনীকে নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলেও ২০০৮ সালে তা বাতিল করা হয়। ফলে বিগত তিনটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা হয়। এবার সেই ক্ষমতা ফিরিয়ে দিয়ে নির্বাচনী আইনশৃঙ্খলায় সেনাবাহিনীর ভূমিকা শক্তিশালী করা হচ্ছে

বিশ্ববাজারে বাংলাদেশ – সাফল্যের নতুন গল্পমার্কিন শুল্কের চাপ, বিশ্ববাণিজ্যের টালমাটাল পরিস্থিতি—সবকিছুকে পেছনে ফেলে বাংল...
19/08/2025

বিশ্ববাজারে বাংলাদেশ – সাফল্যের নতুন গল্প

মার্কিন শুল্কের চাপ, বিশ্ববাণিজ্যের টালমাটাল পরিস্থিতি—সবকিছুকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে চলেছে।
২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৪.৬% – যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে।
তুলনামূলক অবস্থা:
বাংলাদেশ – ৪৪.৬% প্রবৃদ্ধি
ভিয়েতনাম – ২৬.২% প্রবৃদ্ধি
ভারত – মাত্র ৩.৩% প্রবৃদ্ধি
চীন – ৪১% পতন
জানুয়ারি–জুন ২০২৫-এ বাংলাদেশের মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪.৩৬ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৩% বেশি।
এ সাফল্য প্রমাণ করে—
বাংলাদেশের গার্মেন্টস শিল্প শুধু প্রতিযোগিতায় টিকে নেই, বরং শীর্ষে উঠছে।
মান, সময়নিষ্ঠা ও দক্ষতায় আমরা বিশ্বকে আস্থা দিচ্ছি।
বিশ্ববাণিজ্যে আমাদের পতাকা উড়ছে আরও উঁচুতে!

19/08/2025

আগামীকাল সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত Facbook বন্ধ থাকবে। এবং এটা টানা ১ মাস চলবে।😢🙂
আগামী মাস থেকে যাদের "ID Card "থাকবেনা তারা Facebook চালাতে পারবেনা। 🥹🙂
যাদের বয়স ১৮ বছরের নিচে তারা-ও Facebook চালাতে পারবেনা। 🥺🥺
;
উপরের কথাগুলো সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোন মিল নেই!!🙄🙄
- মনযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ!!

বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতেআগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত তিস্তা...
18/08/2025

বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে

আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। বাংলাদেশ ও চীনের যৌথ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা, যা ১০ বছরে বাস্তবায়নের লক্ষ্যে নেয়া হয়েছে। প্রথম পাঁচ বছরে সেচ সম্প্রসারণ, স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে ইআরডি প্রকল্পের খসড়া চীন সরকারের কাছে পাঠিয়েছে এবং চীনা প্রতিনিধি দল মাঠপর্যায়ে তিস্তাপাড়ের অঞ্চল পরিদর্শন করেছে।
উত্তরের দুই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর ভাঙনে প্রতি বছর লাখো মানুষ জমি ও বাড়িঘর হারিয়ে দুর্দশায় পড়ছেন। রিভারাইন পিপলের গবেষণা অনুযায়ী, পাঁচ জেলায় বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হয়। চীনা কর্মকর্তা জং জিং জানিয়েছেন, সব ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই কাজ পুরোদমে চলবে।
বিশেষজ্ঞরা মনে করেন, ভারত শুষ্ক মৌসুমে পানি বন্ধ রেখে বর্ষায় হঠাৎ সব কপাট খুলে দেওয়ায় তিস্তার ভাঙন ও প্লাবন ভয়াবহ আকার নিচ্ছে। নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়। তিস্তা বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, বহুদিন ধরে দাবি জানানো এ প্রকল্প বাস্তবায়নে আগের সরকার ব্যর্থ হলেও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এবার তিস্তাপাড়ের মানুষের আশা পূরণ হতে পারে।

Address

Dhaka
Basunda

Website

https://www.facebook.com/share/1Qn9ag7WcU/

Alerts

Be the first to know and let us send you an email when জনতার প্রশ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share