নোয়াখালীর কন্ঠ - Voice Of Noakhali

নোয়াখালীর কন্ঠ - Voice Of Noakhali সত্য প্রকাশ করবোই

23/06/2025

বসুরহাট বাজারের মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ২০ টি ল্যাপটপ, ২০টি চেয়ার ও ১৩টি সিলিং ফ্যান চুরি।

বসুরহাট বাজারের  বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা সেলিম সাহেব। ( সাবেক জনতা হোটেল মালিক )কিছুক্ষণ আগে উনার নিজ বাড়িতে ইন্ত...
19/04/2024

বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা সেলিম সাহেব। ( সাবেক জনতা হোটেল মালিক )
কিছুক্ষণ আগে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন

হয়তো মিটার ভাড়া মওকুফ করুন ✔️নয়তো আমাদের জমির ভাড়া দিন। ভ্যাট...? ❓ ডিমান্ড চার্জ?? ❓বিবিধ চার্জ?? ❓সার্ভিস চার্জ.?? ❓ম...
16/04/2024

হয়তো মিটার ভাড়া মওকুফ করুন ✔️
নয়তো আমাদের জমির ভাড়া দিন।
ভ্যাট...? ❓ ডিমান্ড চার্জ?? ❓বিবিধ চার্জ?? ❓
সার্ভিস চার্জ.?? ❓মিটারে হাত দেওয়া যাবে না কেন??
গ্রাহক কে কতো রকমের হয়রানি ❓❓
নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে কেন???? 😡😡😡
গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মাসে মিটার ভাড়া দিতে হয়!

তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমি গুলো নষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দিবে না এটা হতে পারে না।
আপনাদের মতা মত চাই।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চরপার্বতী ইউনিয়ন থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হক(৫৫) নামে একজনকে গ্রেফতা...
20/03/2024

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চরপার্বতী ইউনিয়ন থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হক(৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

লাল দাড়িওয়ালা হুজুরের সবজি চাষে বাম্পার ফলন হওয়ায় চোখে মুখে হাসি 🤣

নোয়াখালী কোম্পানীগঞ্জ শাখার প্রবাসী কল্যাণ ব্যাংকে চলছে ব্যাপক অনিয়ম লোন পাস করাতে দিতে হয় টাকা, এছাড়াও সরকারি নিয়ম...
29/02/2024

নোয়াখালী কোম্পানীগঞ্জ শাখার প্রবাসী কল্যাণ ব্যাংকে চলছে ব্যাপক অনিয়ম লোন পাস করাতে দিতে হয় টাকা, এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয় না কোন লোন সরকারি নিয়মে আছে নতুন প্রবাসী যাত্রীরা পাবে তিন লক্ষ টাকা লোন আর পুরাতন যাত্রীরা পাবে ২ লক্ষ টাকা লোন, কিন্তু বর্তমানে সেই অনুযায়ী কোন টাকাই দেওয়া হয় না। এছাড়াও রয়েছে বিভিন্ন স্ট্যাম্প ও কাগজপত্রের কস্ট দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

বাকি টা বিস্তারিত আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই।

08/12/2023
অথচ আমি একদিন দুনিয়ায় বিশালঅট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।
06/12/2023

অথচ আমি একদিন দুনিয়ায় বিশাল
অট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।

বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা।
19/09/2023

বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা।

18/09/2023
10/08/2023

প্রচুর বৃষ্টি হচ্ছে

জেনে রাখা ভাল। একটি শিক্ষামূলক গল্প* হতাশ হবেন না...বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্য...
23/07/2023

জেনে রাখা ভাল।

একটি শিক্ষামূলক গল্প
* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন মহান রাব্বুল আলামীনের কৃপায়।

(সংগৃহীত)

বাস গুলো দেখতে সুন্দর আশা করব তাদের ড্রাইভিং চালানো অনেক সুন্দর হবে বিশেষ করে নোয়াখালী অনেক ড্রাইভারকে সাধারণ মানুষ অনে...
11/07/2023

বাস গুলো দেখতে সুন্দর
আশা করব তাদের ড্রাইভিং চালানো অনেক সুন্দর হবে বিশেষ করে নোয়াখালী অনেক ড্রাইভারকে সাধারণ মানুষ অনেক কথা বলে, আগামীতে যেন নোয়াখালীর ডাইভারদের নিয়ে সবাই গর্ব করতে পারে সেই ভাবেই আমরা ড্রাইভিং করব এটাই হোক আমাদের প্রত্যাশা।

Address

Pressclub Companigonj
Basurhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালীর কন্ঠ - Voice Of Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share