28/10/2025
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরও সুন্দর, সন্ধ্যা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনা।।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়।।
আজ জন্মদিন তোমার।।