আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ এ- সময় শীঘ্রই ফুরিয়ে যাবে

Islam

follow this page🙂

02/08/2025
29/07/2025

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।”

___ সুরা ইউসুফ : আয়াত ৮৬

21/07/2025

what a wonderful SYSTEM we have!

21/07/2025

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,
এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..

21/07/2025

এই ধরনের জোড়াতালি লাগানো, মেয়াদোত্তীর্ণ বিমান পৃথিবীর আর কোনো সভ্য দেশের আকাশে ওড়ে না।
এটা নতুন নয়। এই মডেলের বিমান দিয়ে আগেও প্রশিক্ষণের সময় দুইজন পাইলট প্রাণ হারিয়েছিলেন।
কিন্তু তখনও কোনো জবাবদিহি ছিল না, এখনও হবে না।
এক-দুইদিন কথা হবে, তারপর সব ভুলে যাবে মানুষ।

আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হবে পুরনো ভাঙারি, দুর্নীতির নামে হরিলুট চলবে হাজার কোটি টাকা।
আর যারা এই দুর্নীতির সুফল ভোগ করবে, তাদের সন্তানরা পড়তে যাবে কানাডা, আমেরিকা বা অন্যদেশে।
আর আমাদের সন্তানদের মাথার উপর ভেঙে পড়বে সেই ভাঙারি বিমান।

তাতে কারো কিছু আসে-যায় না।

– আজিম চৌধুরী

পাপের সবচেয়ে বড় শাস্তি হলো—হৃদয় থেকে শান্তি চলে যাওয়া, মনটা বিক্ষিপ্ত হয়ে পড়া এবং ইবাদাতের স্বাদ অনুভব করতে না পারা।আরিফ...
20/07/2025

পাপের সবচেয়ে বড় শাস্তি হলো—হৃদয় থেকে শান্তি চলে যাওয়া, মনটা বিক্ষিপ্ত হয়ে পড়া এবং ইবাদাতের স্বাদ অনুভব করতে না পারা।

আরিফ আজাদ

16/07/2025

Address

Bauphal

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহামদুলিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলহামদুলিল্লাহ:

Share