12/06/2023
#নীল_শাড়ির_সেই_তুমি
#ইয়াছিন_আরাফাত
#পর্ব : ১
মেয়েটির নাম নীলিমা। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে যায়। কিন্তু তাকে আমি চিনি না। ভাবছেন তাহলে নাম কি করে জানি? তাহলে চলুন একটু পিছন থেকে ঘুরে আসি। গিয়েছিলাম বন্ধুর বিয়েতে আর সেখানে যাওয়ার পরে বরের গেট ধরে কনে পক্ষ। তাদের দাবি ১৫ হাজার টাকার কমে গেইট পাস দিবে না। আমি বল্লাম আমরা ৪ হাজারের বাশি দিবো না। (মজা করছিলাম) সেখানে মেয়েটিও ছিলো, তখন পিছন থেকে আরেকটা মেয়ে তার নাম ধরে বলে নীলিমা ১৫ থেকে এক টাকাও কম নিবি না। এভাবে নাম জানা হয়ে গেলো।
ভাবছি কি করে একটু কথা বলা যায়, কোনো একটা বাহানা দরকার। ডাক দিবো? না থাক! কি মনে করে আবার। আগে বাহানা খুজে বের করি আর ততক্ষণ চোখে চোকে রাখি। হঠাৎ মনে পড়লো এতো ভাবছি কেনো পরিচয় জানতে চাইলেইতো হয়। যাই গিয়ে কথা বলি।
আাসলাম। এইযে মিস নীলিমা আপনার সাথে একটু কথা বলতে পারি?
আরে আপনি, আপনি আমার নাম জানলেন কি করে? (একটু অবাক হয়ে প্রশ্ন করলো)
আমি : এতো সুন্দরী একটা মেয়ের নাম জানা কি কঠিন কিছু নাকি? একটু ভাব নিয়ে বললাম।
আাচ্ছা তাই নাকি? তো আর কি কি জানেন?
আর কিছু জানি না তবে আপনি হেল্প করলে জেনে যাবো।
ওহ ভালো, তো বলেন কি বলতে আসছেন?
কেনো তাড়া আছে নাকি?
আজব মানুষ, তাড়া আছে কখন বললাম? আপনিতো বললেন কি জানি বলতে আসছেন।
ওহ সরি, হুম কিছু কথা ছিলো, আসুন কোথাও বসে কথা বলি।
কি বলবেন এখানেই বলেন। কোথাও বসা লাগবে না।
এমন করে বলছেন কেনো? আমি কি আপনাকে নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? একটু বসে কথা বলি আসেন।
আপনার সাথে বসতে যাবো কেনো? আপনি কি আমার.... কি বলবেন এখানেই বলে।
আমি আপনার কি? অর্ধেক বলে থেমে গেলেন কেনো?
নাহ কিছুনা
না বললে কিন্তু আমি বুঝে নিবো.....
কি? কি বুঝবেন
নাহ কিছুনা। ভাবি আপনার কি হয়?
কোন ভাবি? আপনার ভাবি কে?
অকে বুঝিয়ে বলছি, বিয়ের কোণে আপনার কি হয়?
ওওও, আমার বড় আপু।
কি বলেন? আমি যতদূর যানি ভাবির কোনো ছোট বোন নেই।
হুম, আমি ওর মামাতো বোন।
ওহ! তাই বলেন। তাহলেতো আপনি সম্পর্কে বেয়াইন হবেন।
কেনো আপনি কি বরের বড় ভাই?
আারে নাহ, শাকিব আমার বন্ধু। (বরের নাম শাকিব)
আচ্ছা এবার এক জায়গায় বসে কথা বলতে পারি? এখনতো আর সমস্যা নাই।
এখন না, এখন আমি ঘরে যাবো। কাজ আছে।
আচ্ছা ঠিক আছে বেয়াইন। তোমাকে কিন্তু নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। ওহ সরি আপনাকে তুমি করে বলে ফেলছি ভুলে।(ইচ্ছা করেই বলছি কিন্তু)
আচ্ছা সমস্যা নেই আমি বয়সে আপনার থেকে ছোট।
এই বলে ঘরে ঢুকে গেলো নীলিমা। তবে ওর সাথে কথা বলে বেশ মজাই লাগলো। এবার চিন্তা নাম্বার টা যদি নিতে পারি।
ওর চোখ দুটি খুব সুন্দর। আর নীল শাড়ী, হাতে মেহেদী, নীল রঙ্গের রেশমী চুড়ি, ঠোটে হালকা লিপ্সটিক সব মিলিয়ে অস্থির লাগছিলো। দেখলে চোখ সরাইতে ইচ্ছা করে না। এখনতো ঘরে আলে গেলো। অপেক্ষা শুধু কখন আবার বের হবে। পহারা দিয়ে রাখতে হবে। বিয়ে বাড়ি বলে কথা। বলাতো যায় না....
চলবে...
সাপোর্ট পেলে ২য় পর্ব আসবে।