Md Fazlur Rahman suman FPI

Md Fazlur Rahman suman FPI আলহামদুলিল্লাহ

2 Days Training on 1st line Supervisor & FWS Tyfoid Vaccination Campaign 2025 at upazila label.Venue: Upazila Health com...
21/08/2025

2 Days Training on 1st line Supervisor & FWS Tyfoid Vaccination Campaign 2025 at upazila label.
Venue: Upazila Health complex Begumganj hall room.
Date: 21-08-25
Attend
Asim Das Uho Begumganj.
Khaled Farhan
Ufpo Begumgonj Noakhali

বিভাগীয় মাসিক সভাপরিবার পরিকল্পনা বিভাগ বেগমগঞ্জ নোয়াখালী--🌻প্রধান অতিথি :ইফতেখার আহমেদ চৌধুরী মহোদয়,উপপরিচালক নোয়াখালী।...
11/08/2025

বিভাগীয় মাসিক সভা
পরিবার পরিকল্পনা বিভাগ
বেগমগঞ্জ নোয়াখালী--
🌻প্রধান অতিথি :ইফতেখার আহমেদ চৌধুরী মহোদয়,উপপরিচালক নোয়াখালী।
🌻বিশেষ অতিথি:মাহমুদুল হাসান মহোদয়,সহকারী পরিচালক নোয়াখালী।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নোয়াখালী।
সভাপতি: খালেদ ছাইফুল্লাহ মহোদয়
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগমগঞ্জ নোয়াখালী।

04/08/2025
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫র‍্যালি ও আলোচনা সভা প্রধান অতিথি :জনাব আরিফুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ।সভাপতি :খাল...
14/07/2025

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫
র‍্যালি ও আলোচনা সভা
প্রধান অতিথি :জনাব আরিফুর রহমান
উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ।

সভাপতি :খালেদ ছাইফুল্লাহ
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বেগমগঞ্জ নোয়াখালী।

মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বেগমগঞ্জ নোয়াখালী।
26/06/2025

মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বেগমগঞ্জ নোয়াখালী।

18/06/2025

#বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করবেন যেভাবেঃ-
#প্রতি বছর ০১ জুলাই সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি সয়ংক্রিয় ভাবে হয়ে থাকে। যদি বেতন স্কেলের শেষ ধাপে না পৌঁছায়। প্রতিটি কর্মচারীর উচিৎ অনলাইনে তার মূল বেতন ১ জুলাই চেক করা। চেক করলেই দেখা যাবে তার বার্ষিক বেতন বৃদ্ধি হয়েছে কিনা। এক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ব্যবহার করা মোবাইল অর্থাৎ স্মার্ট ফোনটি ব্যবহারের মাধ্যমে Increment Certificate বের করতে পারেন বা চেক করে করতে পারেন। আসুন দেখে নিই মোবাইলে কিভাবে ফিক্সেশন কপি বা increment কপি বের করতে হয়। চাইলে আপনি এটি ডাউনলোড করে মোবাইলেও সংরক্ষণ করতে পারেন।

#স্টেপ-১: আপনি আপনার স্মার্ট ফোনের যেকোন ব্রাউজারে যাবেন Chrome, Mozilla Firefox, Opera Mini, UC Browser.

#স্টেপ-২: আপনার ব্রাউজারের SGGoarch Bar এ লিখবেন Pay Fixation.

#স্টেপ-৩: একদম প্রথমে www.payfixation.gov.bd এই সাইটটি দেখাবে সেখানে Click করবেন।

#স্টেপ-৪: ওয়েবসাইটে ঢোকার পর কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল করে, একদম সবার নিচে দুইটি বাটন আছে (বন্ধ করুন) (পরবর্তী ধাপ) দুই নম্বর বাটনে Click করুন, অর্থাৎ (পরবর্তী ধাপ) বাটনে।

#স্টেপ-৫: আরো একটি পেইজ খুলবে আরো কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল ভাবে। একদম নিচে একটি চেক বক্স সহ “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।” এই লিখাটার বাম পাশে যে চেক বক্স রয়েছে (চার কোণাকৃতির) সেখানে টিক মার্ক দিয়ে (পরবর্তী) বাটনে click করবেন।

#স্টেপ-৬: একদম শেষে ‘ইনক্রিমেন্ট’ লিখা আইকনে Click করবেন। একটি ডাইলগ বক্স আসবে লেখা গুলো পড়ে ‘হ্যাঁ’ বাটনে Click করবেন।

#স্টেপ-৭: এবার আপনার কর্মক্ষেত্রের ক্যাটাগরি পছন্দ করে Click করবেন।

#স্টেপ-৮: ক. আপনার National ID No. দিবেন খ. আপনার Verification No. দিবেন। (Verification No. যদি জানা না থাকে আপনার কর্মক্ষেত্রের হিসাব বিভাগে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।) গ. Captha এলোমেলো লিখা টি নির্ভুল ভাবে লিখে (Login) বাটনে click করবেন।

#স্টেপ-৯ : আপনার মোবাইলে একটি OTP (One Time Password) আসবে সেটা প্রবেশ করার সাথে সাথে আপনার একাউন্টে Login হয়ে যাবে। তারপর আপনি সংশ্লিষ্ট সন সিলেক্ট করে Go Button প্রেস করলে আপনার কাঙ্খিত ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি দেখাবে। আপনি চাইলে পূর্বের বছরের ইনক্রিমেন্ট কপিও দেখে নিতে পারেন। সকল বছরের ইনক্রিমেন্টের রেকর্ড উক্ত ডাটাবেইজ এ সংরক্ষিত থাকে। ডান পাশে উপরে প্রিন্ট বাটনে ক্লিক করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারেন।

১. জাতীয় পরিচয়পত্র ২. মোবাইল ফোন নম্বর ৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়ো.....

26/05/2025

বিভাগীয় মাসিক পর্যালোচনা সভা---

সভাপতি: ইফতেখার আহমেদ চৌধুরী
উপপরিচালক পরিবার পরিকল্পনা নোয়াখালী।

স্থান: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভাকক্ষ।

আয়োজনে: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নোয়াখালী।

মাসিক সভা১৯/১/২৫উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বেগমগঞ্জ নোয়াখালী।
19/01/2025

মাসিক সভা
১৯/১/২৫
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ
বেগমগঞ্জ নোয়াখালী।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে আজকে জন্ম নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি সকল সদস্য,ইউপি সচিব সহ পরিকল্...
07/11/2024

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে আজকে জন্ম নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি সকল সদস্য,ইউপি সচিব সহ পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের সকলে উপস্থিত ছিলেন।

উপাত্তের কৌশলগত ব্যবহারের উপর প্রশিক্ষনস্থান :সিভিল সার্জন অফিস নোয়াখালী।তারিখ:২৮/১০/২৪সহযোগিতায় ইউনিসেফ।
28/10/2024

উপাত্তের কৌশলগত ব্যবহারের উপর প্রশিক্ষন
স্থান :সিভিল সার্জন অফিস নোয়াখালী।
তারিখ:২৮/১০/২৪
সহযোগিতায় ইউনিসেফ।

প্রিয় বেগমগঞ্জবাসী আগামী ২৪ শে অক্টোবর ২০২৪ ইং হইতে ০৪ সপ্তাহব্যাপী (এর মধ্যে ১৮ দিন) ৫ম-৯ম শ্রেণীর সকল ছাত্রীদের এবং ক...
16/10/2024

প্রিয় বেগমগঞ্জবাসী আগামী ২৪ শে অক্টোবর ২০২৪ ইং হইতে ০৪ সপ্তাহব্যাপী (এর মধ্যে ১৮ দিন) ৫ম-৯ম শ্রেণীর সকল ছাত্রীদের এবং কমিউনিটি পর্যায়ে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বহুল কাঙ্ক্ষিত ০১(ডোজ) জরায়ুর মুখে ক্যান্সার প্রতিষেধক HPV(হিউম্যান প্যপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হবে।এই টিকা নিতে হলে অবশ্যই ১০-১৪ বছর বয়সী সকল কিশোরীদের অনলাইন জন্ম নিবন্ধন থাকা জরুরি এবং টিকা পেতে www.vaxepi.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে টিকার কার্ড প্রিন্ট করতে হবে। প্রথম ১০ দিন প্রতিটি ওয়ার্ডের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শেষ ০৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

Upazila REMN Microplanning workshopChief Guest:Masum Ifthekhar,Civil Sargeon.Noakhali. Venue:Upazila health Complex,Begu...
16/10/2024

Upazila REMN Microplanning workshop
Chief Guest:Masum Ifthekhar,Civil Sargeon.Noakhali.
Venue:Upazila health Complex,Begumganj Noakhali.
Supported by: UNICEF.

Address

বেগমগঞ্জ ইউনিয়ন
Begumganj
3820

Telephone

+8801818102227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Fazlur Rahman suman FPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Fazlur Rahman suman FPI:

Share