04/04/2025
আম্মু বলতো, কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। তখন মনে হতো, এটাই পৃথিবীর সবচেয়ে বাজে কথা। চাইলেই কেন পাবো না? চেষ্টা করলেই তো সব সম্ভব!
এখন বুঝি, আম্মু কেন বলতো…
সব কিছু আমাদের হাতে থাকে না, চাইলেই সব ঠিক করে ফেলা যায় না।
কিছু ভুল চাইলেও মুছে ফেলা যায় না, কিছু অনুভূতি চাইলেও প্রকাশ করা যায় না।
কিছু গল্প শুরুর আগেই শেষ হয়ে যায়, আর কিছু প্রশ্নের উত্তর থাকেই না, শুধু মনে রেখেই বাঁচতে হয়।
জীবন শেখায়—সব কিছু মানিয়ে নিতে হয়।
আর কিছু কিছু জিনিস না পাওয়াই হয়তো ভালো…