15/11/2025
মুমিন মুসলমানের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহপাকের সন্তুষ্টি ও রেজামন্দি হাসিল করা। এতদপ্রসঙ্গে, মহান রাব্বুল আলামীন কোরআনুল কারিমে বারবার তাকিদ করেছেন। ইরশাদ হয়েছে : (ক) নিশ্চয়ই আমি আমার চেহারা নিবিষ্ট করেছি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার জন্য, যিনি আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন। আর আমি অংশিবাদীদের অন্তর্ভুক্ত নই। (সূরা আল আনয়াম : আয়াত ৭৯)। (খ) আমি তার ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। (সূরা ইয়ামীন : আয়াত ২২)। (গ) বল, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ আল্লাহর সন্তুষ্টির জন্য, যিনি কুল মাখলুকাতের প্রতিপালক। (সূরা আল আনয়াম : আয়াত ৬২)। (ঘ) কেবল তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়। আর অচিরেই সে সন্তোষ লাভ করবে। (সূরা লাইল : আয়াত ২০-২১)। (ঙ) আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে, আল্লাহর জন্য নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহপাক তাঁর বান্দাহদের প্রতি পরম স্নেহশীল। (সূরা বাকারাহ : আয়াত ২০৭)।