01/05/2025
এমন একটা যুগ এ বাস করি, এই যুগে ক্লাস ৭ থেকে ৯ এ পড়া বেশির ভাগ পোলাপাইন গুলা রে মনে হয় বাবা মা হীন টোকাই, তাদের মধ্যে নৈতিকতা ধর্মিয় শিক্ষা নাই বল্লেই চলে, এদের বয়স এ যখন আমরা ছিলাম তখন মাগরিব আযান দেওয়ার সাথে সাথেই বাসায় ঢুকতে হইতো, আর এদের কাছে রাত ১১-১২ টা সন্ধার মত, আমাদের সময়ে সিনিয়র কাওরে দেখলে মাথা নত করে সালাম দিয়ে চইলা যাইতাম, আর এরা এখন সিনিয়র দের কে দেইখা বিড়ির ধুয়া উড়াইয়া চলে,
এ কেমন জেনারেশন, লজ্জিত আমি এবং আমরা 🙂
আমাদের বন্ধু বান্ধবের আড্ডায় গল্প হত স্কুল স্যার পড়াশোনা নিয়ে, আর এদের গল্পে শুধুই থাকে গাঞ্জা আর মাইয়া🙂
কিছু দিন আগে গিয়েছিলাম আমাদের হাই স্কুলে, যে খানে আমার হাজারো স্মৃতি, গিয়েই দেখা হল আমাদের প্রাণের প্রিয় কিছু শিক্ষক, যাদের অনুপ্রেরণা পেয়েই হয়তো কিছুটা নম্রতা ভদ্রতা শিক্ষা পেয়েছি, স্যার কে দেখেই সালাম দিলাম কাছে এগিয়ে গেলাম, স্যার উজ্জ্বল হাসি মুখ টা দেখে আনন্দই হলো, এ আনন্দ টা যেন তার পূরানো ছাত্রের দেখা পাওয়াতেই, নিজের বর্তমান অবস্থান এবং স্যার এর সম্পর্কে কথা বলতে বলতে কিছু টা সময় পার করলাম, হঠাৎ স্যার আফসোস করেই বল্ল ইস তোদের মত ছাত্র আর হয়তবা পাব না, স্যার কে জিজ্ঞেস করলাম, কেন স্যার,
স্যার এর চোখ টা জল জল করছে, স্যার মনে হয় অনেকটা কষ্ট পাচ্ছে কিছু একটা ভেবে,
স্যা বলে উঠল আজ কাল ছাত্রদের কোন ভাল মন্দ কিচ্ছু বলা যায় না, বিয়াদবি তো তাদের রক্তের সাথে মিশে আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ
ইসস স্যার কত টা কষ্ট পেয়ে কথা গুলা বল্ল,
আমি সব অভিভাবক দের কে বলবো, আপনারা আপনার সন্তান এর প্রতি যত্নশীল হন, সন্তান এর জন্যে শিক্ষক কে অপমান করবেন না,
আর যাদের সন্তানে রা গ্যাং বানাতে ব্যাস্ত তা প্রতিহত করুন, না হলে দেখবেন ভবিষ্যতে আপনাদের স্থান ওই বৃদ্ধাশ্রম,
আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দান করুক আমিন
অর্ক
#আমার #মা #এই