06/07/2025
এক বেডা ভুল করে আম্মুর নাম্বারে ৫০০ টাকা রিচার্জ পাঠাইছে। তারপর কল দিয়ে বলছে, ‘খালাম্মা, আমার কি'ডনিতে স'মস্যা। আমি ১৫ দিনের বেশি বাঁ'চবো না। এই ১৫ দিন আত্মীয়স্বজনের সাথে কথা বলার জন্য ৫০০ টাকা রিচার্জ করছিলাম। ডিজিট ভুল হওয়ায় আপনার নাম্বারে চলে গেছে।’
এই বলে হু হু করে কেঁদে উঠছে।
এদিকে ‘মাই মম ইজ ভেরি ইমোশনাল মহিলা’ তিনি ৫০০ টাকার সাথে আরও ৫০০ টাকা যোগ করে বেডারে ১০০০ টাকা রিচার্জ পাঠাইছে।
আমি কিছুই জানি না। জানার পর এমনিই কৌতুহলী হয়ে বেডার নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমুতে এড করে দেখি সে রিসেন্ট স্টোরিতে গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে বার্গার খাচ্ছে।
এ কেমন বিজনেস?