Insights of Rakib

Insights of Rakib আপনার মন যদি পরিষ্কার হয়, আল্লাহকে বেশি বেশি সরণ করুন।😊

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
23/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

🥺

পরন্ত বিকেল আর এমন সুন্দর সুন্দর ফুল একমাত্র গ্রামের বুকেই সম্ভব। সবার ভাগ্যে এসব দেখার সুযোগ হয় না। আমরা যারা গ্রামে বস...
21/07/2025

পরন্ত বিকেল আর এমন সুন্দর সুন্দর ফুল একমাত্র গ্রামের বুকেই সম্ভব। সবার ভাগ্যে এসব দেখার সুযোগ হয় না। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কপালই ভালো। এমন পরিবেশ শহরের মধ্যে কোটি টাকায়ও পাওয়া যাবে না। শহর তো শুধু ইটের তৈরি দালান, গাড়ির হর্ণ আর ময়লার স্তুপে ঘেরা। আর আমাদের গ্রামের পরিবেশ দেখ?- কত সুন্দর গাছপালায় ভরপুর, নদীনালায় ঘেরা। বিকেলের বাতাস মন ছুঁয়ে যায়। পরন্ত বিকেল দেখা, বন্ধুদের সাথে নদীর পারে বসে, গাছতলায় বসে আড্ডা দেওয়া, এসব তো শহরবাসীর জন্য স্বপ্ন প্রায়। এইসব ফুল হয়তো ঝোপঝাড়ে হয়- কিন্তু একটু মনের দৃষ্টি দিয়ে দেখলে এসব সুন্দর সুন্দর জিনিস উপভোগ করা সহজ হয়ে যায়।
তাই মনের দৃষ্টি প্রয়োগে জীবনের সৌন্দর্য উপভোগ করতে শিখুন 😊😊

“নীরবতার আকাশ”সে দিনটা ছিল একেবারে অন্যরকম। আকাশটা ছিল ঘন মেঘে ঢেকে, যেন কাঁদতে চাইছে কেউ। আমি হাঁটছিলাম একা, মাথার ওপরে...
20/07/2025

“নীরবতার আকাশ”

সে দিনটা ছিল একেবারে অন্যরকম। আকাশটা ছিল ঘন মেঘে ঢেকে, যেন কাঁদতে চাইছে কেউ। আমি হাঁটছিলাম একা, মাথার ওপরে শুধু বৈদ্যুতিক টাওয়ার, আর দূরে কিছু পাখির ওড়া-ওড়ি। কোলাহলহীন সেই মুহূর্তে হঠাৎ মনে হলো, এই পাখিগুলো আমাকে কিছু বলতে চাইছে।

ওরা হয়তো বলছে, “তুই তো সবসময় ছুটেছিস — পড়াশোনা, কাজ, সাফল্য... কিন্তু কখনো থেমে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাসনি।”

আমি চুপ করে দাঁড়ালাম। দেখলাম—ওরা ওড়ার মাঝেও শান্ত, মেঘের ভেতরেও দিশেহারা নয়। আমি প্রথমবার বুঝলাম, শান্ত থাকাটাও একটা শক্তি।

পাখিদের সেই নীরব ওড়া আমার হৃদয়ে যেন একটা শব্দ তুলল—
"সবকিছু পেতে হলে, সবসময় দৌড়াতে হয় না। কখনো কখনো থেমে থেকেও অনেক কিছু পাওয়া যায়।"

এই ছবিতে দেখা যাচ্ছে ঘাসের সবুজের ভিড়ে সাদা ফুলের মতো ছোট একটা বুনো গাছ — সাধারণ, কিন্তু কাছ থেকে দেখলে বেশ মনকাড়া। প্রক...
19/07/2025

এই ছবিতে দেখা যাচ্ছে ঘাসের সবুজের ভিড়ে সাদা ফুলের মতো ছোট একটা বুনো গাছ — সাধারণ, কিন্তু কাছ থেকে দেখলে বেশ মনকাড়া।
প্রকৃতির সৌন্দর্য সবসময় চোখে পড়ে না, কিন্তু মন খুলে দেখলে, খুঁজে নিলে অনেক সাধারণ জিনিসও হয়ে ওঠে অসাধারণ।

সময়""কখনো সকাল, কখনো সন্ধ্যা, সময় ছিল না কোন নির্দিষ্ট। খেলতাম ঘুরতাম নিজের মতো। কে কি করলো, কে কি বললো কোনো কিছুতেই ছিল...
19/07/2025

সময়""
কখনো সকাল, কখনো সন্ধ্যা, সময় ছিল না কোন নির্দিষ্ট। খেলতাম ঘুরতাম নিজের মতো। কে কি করলো, কে কি বললো কোনো কিছুতেই ছিল না হস্তক্ষেপ। নিজের স্বাধীনতায় চলতাম, নিজের ইচ্ছে মতো সব করতাম। সকাল হতে না হতেই সব বন্ধরা মিলে বল-বেট নিয়ে মঠে খেলতে চলে যেতাম। সকালে ক্রিকেট, বিকেলে ফুটবল - সারাটাদিন কাটতো খেলাধুলা করে। কি আনন্দেই না কাটাতাম সেই সময়। ছিল হাতে কোন স্মার্ট ফোন ছিল না ঘরে টেলিভিশন। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যা ৭:৩০ টায় ঘুমি পড়া, ভোর ৪ টায় উটে সবাই মিলে হাটতে যাওয়া, হইহট্টগোল করা ছিল দৈনন্দিনের কাজ। মাঝে মাঝে দুষ্টমির জন্য ঘরে বকাও খেতাম। পাখির মতো উড়ে বেরাতাম সারাদিন নানান জায়গায়। আহ!!😩 কি আনন্দ ছিল তখন। আর সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে আনন্দগুলোও হারিয়ে যাচ্ছে। সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে। বাইরের খেলাই যে আসল শান্তি অনেকে হয়তো জানে না সেটা। আর এই প্রজন্মতো মোবাইল ছাড়া কিছু বুঝে না। তারপরও সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে। কেউ কেউ তো সময়ের সাথে মিলেয়ে গেছে এই টাকার ঝুট-ঝামেলায়। ভুলে গেছে আসল সুখ কোথায়, শান্তি কোথায়। ভুলে গেছে তার ছোট বেলা। হয়তো কেউ কেউ আছে যারা নিজের বাল্যকালটাকে মনে করে মাঝে মাঝে আনন্দ উপভোগ করে। সোনালী সেই সময় ভুলার মত না। যারা ঐ সোনালী সময় পার করেছে তারাই বলতে পারে সেই সময়ের মূল্য এখন কতখানি। 🥹

গল্প: চায়ের কাপ আর শেষ ট্রেনসন্ধ্যার আগমুহূর্ত। ভৈরব স্টেশনের পাশের চায়ের দোকানে বসে ছিল (সুমন) চা-ওয়ালা। অনেক বছর ধরে এ...
18/07/2025

গল্প: চায়ের কাপ আর শেষ ট্রেন

সন্ধ্যার আগমুহূর্ত। ভৈরব স্টেশনের পাশের চায়ের দোকানে বসে ছিল (সুমন) চা-ওয়ালা। অনেক বছর ধরে এই স্টেশনে চা বিক্রি করে। প্রতিদিন হাজারো মুখ আসে-যায়, কিন্তু এক মুখ (সুমন) কোনোদিন ভুলতে পারে না।

দু’বছর আগে ঠিক এই প্ল্যাটফর্মেই দেখা হয়েছিল এক তরুণীর সঙ্গে—নাম ছিল (বনলতা)। প্রতি শুক্রবার সে ট্রেন ধরে বাড়ি যেত। যাওয়ার আগে এক কাপ চা নিত (সুমনের) দোকান থেকে। দু-একটা কথাবার্তাও হতো। ধীরে ধীরে সেই ছোট্ট আলাপ যেন (সুমনের) জীবনে একটা অভ্যাস হয়ে উঠেছিল।

হঠাৎ একদিন (বনলতা) আর আসেনি। (সুমন) প্রতিদিন অপেক্ষা করে। আজও করছে।

স্টেশনের ভিড়ে, ট্রেনের হুইসেলে, মানুষের তাড়াহুড়োর ভেতর (সুমনের) চোখ খোঁজে সেই এক মুখ। কেউ জানে না, এই ব্যস্ত স্টেশনের এক কোণায় একটা চায়ের দোকান শুধু একটা মুখ মনে রেখেছে—নীরব ভালোবাসায়, শব্দহীন গল্পে।

(সুমন) ধোঁয়া ওঠা চায়ের কাপের দিকে তাকিয়ে হেসে বলে,
“আজও হয়তো শেষ ট্রেনেই আসবে...”

রাকিব একদিন স্কুল থেকে ফেরার পথে আকাশে মেঘ দেখে গাছের নিচে দাঁড়ায়। হঠাৎ চোখে পড়ে—একটা ছোট পাখি একা বিদ্যুতের তারে বসে আছ...
18/07/2025

রাকিব একদিন স্কুল থেকে ফেরার পথে আকাশে মেঘ দেখে গাছের নিচে দাঁড়ায়। হঠাৎ চোখে পড়ে—একটা ছোট পাখি একা বিদ্যুতের তারে বসে আছে। চারদিক নীরব, আকাশ ভারী,আর ঘন মেঘ অন্ধকারটা প্রায় মাঠি ছোয়া অবস্থা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ফোটা ফোটা বৃষ্টিও পরছে। তবুও পাখিটা একবিন্দু নরাচরা করে না।
পাখিটাকে দেখে রাকিব নিজের কথা ভাবে। সেও তো অনেক সময় একাকিত্ব বোধ করে। যদিও সারাটা দিন কাটে বন্ধুবান্ধবদের সাথে মজা করে,হইহট্টগোল করে। কিন্তু দিনের কোন একটা সময় রাকিব একাকিত্ব অনুভব করে। মনে হয় যেন ব্যর্থতা ঘিরে ধরেছে চারিদিক থেকে।
কিন্তু তখনই মনে হয়, "এই পাখিটা যদি একা থাকতে পারে, আমিও পারি।"

সেইদিন থেকেই রাকিব বদলে যায়। নিজেকে বিশ্বাস করতে শেখে। আর একদিন ঠিকই আকাশ ছুঁয়ে ফেলবে। ইনশাআল্লাহ।
---
ছবির মতোই — একা কিন্তু সাহসী।

একটি ছোট্ট গল্প 🙂একদিন আমি ভোরের সূর্যোদয় দেখব বলে স্থির করলাম। কথা মতো ভোরে বেরিয়ে গেলাম ফসলের মাঠের মেঠোপথ ধরে। হটাৎ দ...
18/07/2025

একটি ছোট্ট গল্প 🙂
একদিন আমি ভোরের সূর্যোদয় দেখব বলে স্থির করলাম। কথা মতো ভোরে বেরিয়ে গেলাম ফসলের মাঠের মেঠোপথ ধরে। হটাৎ দেখলাম - আমার এক পরিচিত কৃষক আঙ্কেল ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে ধীরে ধীরে মাঠের দিকে হাঁটতে লাগলো। চারপাশে নিস্তব্ধতা, কেবল পাখির ডাকা আর দূরের মেঠো পথের বাতাস। সূর্য তখন ধীরে ধীরে উঠছে, আর তার আলো পড়ে ধানের পাতায় – যেন প্রকৃতি তার নতুন দিনের ক্যানভাসে রঙ তুলছে।
এই সময়টা কৃষকের প্রিয়। সে দাঁড়িয়ে ধানের গায়ে শিশিরবিন্দু দেখে, সূর্যের আলোয় ঝিকিমিকি করে ওঠে সেই বিন্দুগুলো। আমি বললাম- আঙ্কেল আপনার কষ্ট হয় না এই কাজ করতে? সে বললো, “এটা শুধু ধান না, আমার স্বপ্ন, আমার পরিবারের খাবার, আমার সন্তানের লেখাপড়ার পথ।”


Abdur Ra Kib

লুডু খেলা ঘরে, বিখ্যাত সেই ৪ বেডি 👀
05/07/2025

লুডু খেলা ঘরে, বিখ্যাত সেই ৪ বেডি 👀

তুমি ক্লাত হতে চাও পাখি মতো, মনে রেখ পাখিরাও কিন্তু একাকিত্ব অনুভব করে।🌼
03/07/2025

তুমি ক্লাত হতে চাও পাখি মতো, মনে রেখ
পাখিরাও কিন্তু একাকিত্ব অনুভব করে।🌼

☀ sunlight 💕
29/06/2025

☀ sunlight 💕

Address

Bhairab Bazar
2350

Alerts

Be the first to know and let us send you an email when Insights of Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category