
02/09/2025
ভালোবাসা নিঃসন্দেহে অপূর্ব এক অনুভব,
কিন্তু সব হৃদয়ই তো পূর্ণতার ছোঁয়া পায় না।
কেউ ভালোবাসে সারাজীবন, আবার কেউ হারিয়ে ফেলে হঠাৎই...
কখনো কপাল হাসে, কখনো চোখ ভিজে যায় নীরবে।
তবুও মানুষ ভালোবাসে… কারণ এটাই তার প্রকৃতি।