21/12/2024
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:
ভালুকা পৌরসভার ভিতরে টোল আদায়ের জন্য যে ৬ টি স্থানে ইজারা দেয়া হয়েছিল জনস্বার্থে তা বাতিল করা হয়েছে।
পৌরসভার ভিতরে এখন কেউ টোল আদায় করতে চাইলে তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হলো।
সাময়িক দুর্ভোগের জন্য দু:খ প্রকাশ করছি।
ধন্যবাদ।
কপি AC Land Bhaluka