Bhaluka Upazila News

Bhaluka Upazila News ভালুকার সকল ধরনের খবরাখবর, ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির ছবি পেতে( ভালুকা প্রতিদিন)পেইজে্র সাথেই থাকুন।

21/12/2024

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:

ভালুকা পৌরসভার ভিতরে টোল আদায়ের জন্য যে ৬ টি স্থানে ইজারা দেয়া হয়েছিল জনস্বার্থে তা বাতিল করা হয়েছে।

পৌরসভার ভিতরে এখন কেউ টোল আদায় করতে চাইলে তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হলো।

সাময়িক দুর্ভোগের জন্য দু:খ প্রকাশ করছি।
ধন্যবাদ।

কপি AC Land Bhaluka

14/12/2024

২ মাস আগে বিয়ে করেছি।
সম্প্রতি বউয়ের মেসেঞ্জার, ফোন চেক করে দেখি তার পূর্বে অনেক ছেলের সাথে রিলেশন ছিলো, বাইক দিয়ে ঘুরাঘুরি, এমনকি জড়িয়ে ধরা পিকও দেখেছি।
এসব দেখে আমি দিন দিন মানসিক ভাবে ভেঙ্গে পড়তেছি। লুকিয়ে কান্না করি আফসোস লাগে।
আমি কোনোদিন কোনো প্রেম ভালোবাসা রিলেশনে ছিলাম না। চোখের হেফাজত করে চলেছি, নিজের ঘরের ভাবীর সাথে পর্যন্ত আমি কথা বলি না।
আমার কপালে কেনো এমন মেয়ে আসলো !!!
তাকে ডিভোর্সও দিতে পারছি না কারন কাবিন অনেক বেশি আর আমার ইনকামও অনেক কম। আবার ডিভর্সী ট্যাগ খাবো এই ভয়ও কাজ করে।পরে যে ভালো মেয়ে পাবো তাঁর তো কোন গ্যরান্টি নাই ।। কি করবো আমি ?
( নাম প্রকাশে অনিচ্ছুক )
সংগ্রহীত

13/12/2024

সিডষ্টোর বাজার বাস স্ট্যান্ড এ রোড পার হওয়ার সময় হাইওয়ে মিনি বাস এর সাথে ধাক্কা লেগে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু।

12/12/2024

ভালুকা হবিরবাড়ী ডুবালিয়া পাড়ায় গলায় দড়ি দিয়ে একসাথে স্বামী-স্ত্রির আত্মহত্যা করেছে এক দম্পতি।

07/12/2024

সরাসরি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শব্দ দূ'ষণ, উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে অভিনব প্রতি'বাদ

বাংলাদেশ কে নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্র এবং আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতীবাদে আগামিকাল ভালুকা বাসস্ট্যান্ডে...
03/12/2024

বাংলাদেশ কে নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্র এবং আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতীবাদে আগামিকাল ভালুকা বাসস্ট্যান্ডে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ভালুকার সকল সর্ব সাধারণের উপস্থিত কামনা করছি।

এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার ❤️
24/11/2024

এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার ❤️

ধানমন্ডি লেকে বুক কেস। সাজানো আছে বই। যে কেউ নিয়ে পড়তে পারেন। পরে আবার রেখে দেওয়ার আহ্বান। কি দারুণ উদ্যোগ।
24/11/2024

ধানমন্ডি লেকে বুক কেস। সাজানো আছে বই। যে কেউ নিয়ে পড়তে পারেন। পরে আবার রেখে দেওয়ার আহ্বান। কি দারুণ উদ্যোগ।

গোসলে যাচ্ছি, দোয়া করবেন যেনো সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে গোসল করতে পারি।  আমিন 🤲
22/11/2024

গোসলে যাচ্ছি, দোয়া করবেন যেনো সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে গোসল করতে পারি। আমিন 🤲

মেদুয়ারী গ্রামের এই মহিলাটি ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ইন্তেকাল ফরমায় আছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই...
21/11/2024

মেদুয়ারী গ্রামের এই মহিলাটি ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ইন্তেকাল ফরমায় আছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কারো পরিচিত হয়ে থাকেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন ভালুকা সরকারি হাসপাতালে।

পাশের বাসার আন্টির সাথে প্রেম করতে গিয়ে ক*ট :)
19/11/2024

পাশের বাসার আন্টির সাথে প্রেম করতে গিয়ে ক*ট :)

18/11/2024

১৯১৭ সালে গফরগাঁও থেকে বিভক্ত হয়ে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়।
সূত্র :উইকিপিডিয়া

এই মামলার কি কোনো  রেজাল্ট   হলো ?ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজের শিক্ষক মোতাহার মাহফুজুর রহমান স্যারের বিরুদ্ধে উক্...
18/11/2024

এই মামলার কি কোনো রেজাল্ট হলো ?

ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজের শিক্ষক মোতাহার মাহফুজুর রহমান স্যারের বিরুদ্ধে উক্ত কলেজ ছাত্রী লিজান আক্তারকে আপত্তিকর মন্তব্য ও অসাধু আচরণ করার অভিযোগ উঠেছে।লিজান আক্তার জানান,কলেজে প্রাকনির্বাচনী পরিক্ষা চলাকালীন সময় মোতাহার মাহফুজ স্যার আমাকে আপত্তিকর মন্তব্য (হিজাব খুলে ফেল,হিজাব না খুললে কেঁচি দিয়ে কেটে ফেলব না হলে ছেলেদের সাথে বসিয়ে দিব)করে।এই বিষয়ে ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না কলেজ কতৃপক্ষ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভালুকা উপজেলার অন্তর্গত ৫নং বিরুনিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি আংশিক ভাবে আগামী ৩ মাসের জন্য...
17/11/2024

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভালুকা উপজেলার অন্তর্গত ৫নং বিরুনিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি আংশিক ভাবে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো❤️সকলের জন্য রইল শুভকামনা 🎉🥀

বড়ভাই আফ্রিদি দাওয়াত না দিয়েই বিয়ে করে ফেলেছে.! 🙂🎊🎉♥️।
12/11/2024

বড়ভাই আফ্রিদি দাওয়াত না দিয়েই বিয়ে করে ফেলেছে.! 🙂🎊🎉♥️।

04/11/2024

ময়মনসিংহ রহমতপুর আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে ভয়াবহ আ-গু-ন ও বি-স্ফো/র-ণ। নিহত ৫ জন

30/10/2024

ভালুকায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু: ৫ জন আহত😭।
বিস্তারিত কমেন্ট

একটি নিখোঁজ সংবাদ,আজ সকাল ৮:৩০ থেকে হঠাৎ উনাকে এবং বাবুটাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না,তার স্বামীর বাড়ি কাচিনা,বাপের বাড়...
21/10/2024

একটি নিখোঁজ সংবাদ,
আজ সকাল ৮:৩০ থেকে হঠাৎ উনাকে এবং বাবুটাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না,
তার স্বামীর বাড়ি কাচিনা,
বাপের বাড়ি কাদিগর,
বাবুর নাম সাওদা,
মায়ের নাম ইতি,
যদি কেও তাদের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন, 01744346606

Address

Bhaluka
Bhaluka
2240

Alerts

Be the first to know and let us send you an email when Bhaluka Upazila News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhaluka Upazila News:

Share