News of Bhaluka Bangladesh

News of Bhaluka Bangladesh Spreading the truth without fear of risk

06/03/2025

মাহে রমাদান

10/11/2024

১০ নভেম্বর নূর হোসেন দিবস এর কর্মসুচী নিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি
---
শত বাধা উপেক্ষা করে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ‌ ও কৃতজ্ঞতা।

অত্যন্ত দুঃখের বিষয় যে, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের উপর অমানবিক নির্যাতন করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী নব্য-স্বৈরাচার, ফাসিস্ট ইউনূসের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। আওয়ামী লীগের নারী কর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের উপর এহেন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাদেরকে শুধুমাত্র দলীয় কর্মসূচীতে অংশগ্রহণের কারণে গ্রেফতার করা হয়েছে আমি অবিলম্বে তাদের মুক্তি দাবী করছি।

গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়ার কারনেও ১০ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষ আজ অসহায়। বাংলাদেশের কোথাও মানুষের নেই কোন নিরাপত্তা, শীর্ষ সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে শহরে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সবসময় সোচ্চার ছিল এবং থাকবে।

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নূর হোসেন দিবস থেকেই আওয়ামী লীগের সংগ্রাম শুরু। সাধারণ মানুষকে সাথে নিয়েই এই আন্দোলনকে এগিয়ে নেবে আওয়ামী লীগ।

শেখ হাসিনা
সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ।

06/11/2024
06/11/2024

ঢাকার হুজুরদের ফিলিস্তিন, ইরান, লেবাননের,মুসলিমদের নিয়ে কোনো মাথা ব্যাথা নেই, মাথা ব্যাথা অন্য আরেক দল হুজুর নিয়ে,, ধিক্কার এদের

29/10/2024

ব্যাক্তিগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে বাংলাদেশ সেনাবাহিনী কে ব্যবহার করে সেনাবাহিনীর ইমেজ নষ্ট করা হচ্ছে,

27/10/2024

২ মাসও যায়নি!
১৫-১৬ বছরের অন্ধ এখন চোখে দেখে, বয়রা কানে শুনে, প্রতিবন্ধী হাত পা নাড়ায়, বোবা কথা কয়!
তারপরও পরিবর্তন চোখে পড়েনা? সংগৃহীত

27/10/2024

রাষ্ট্রপতি, ছাত্রলীগ ইস্যুর আড়ালে বাংলাদেশের সেইন্টমার্টিন ইতোমধ্যেই আমেরিকা চলে গেলো নাকি? ঝড়ে আর কোথাও কিছু হলো না কিন্তু মধ্যরাতে অতি গোপনে সেইন্টমার্টিন যাবার জাহাজের এতো মজবুত জেটিটা ভেঙ্গে দুই টুকরো হয়ে গেলো?

বাংলাদেশের উপর কী জীনের আছড় পড়লো নাকি?

সংগৃহীত

27/10/2024

সারা দেশে অন্তর্বর্তী সরকারের জনমত কমছে

27/10/2024

আমি গত 90 দিনে মাসের মধ্যে1,048 জন ফলোয়ার পেয়েছি, 36টি পোস্ট তৈরি করেছি এবং 38টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

19/10/2024

বাংলাদেশে মানুষ শান্তিতে নেই,,

28/09/2024

গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানানো ছিল শিবিরের সবচেয়ে বড় সফলতা। রাব্বানী-প্রিন্সরা ছাত্রলীগ ধ্বংস করার বাকী কাজ করে দিয়েছিলো!

19/09/2024

আপনি কি মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এ দেশে আর কোনোদিন রাস্ট্র ক্ষমতায় আসতে পারবে?

Address

Bhaluka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News of Bhaluka Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share