09/09/2025
১৯৯৮ সালে সুহার্তোর পতনের পর ইন্দোনেশিয়া যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিল, আজ সেটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত। সেখানে রয়েছে বহু দলীয় রাজনীতি, সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এবং তুলনামূলকভাবে স্বাধীন গণমাধ্যম।
তবে চ্যালেঞ্জও আছে—দুর্নীতি এবং সামাজিক বৈষম্য। তবু সুশীল সমাজ, ছাত্র আন্দোলন এবং শক্তিশালী নাগরিক অংশগ্রহণ গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে—মানুষ তাদের ভোটাধিকারের ব্যাপারে সচেতন, এবং সরকারও জনগণের জবাবদিহির মধ্যে থাকার চেষ্টা করছে।
https://basharvoice.blogspot.com/2025/09/blog-post_8.html
#ইন্দোনেশিয়া #ইতিহাস
#স্বাধীনতা #সংগ্রাম
#উপনিবেশবাদ
#ডাচ #শাসন
#সুকর্ণো #সুহার্তো
#গণতন্ত্র
#মুক্তিযুদ্ধ