21/08/2025
গল্প: “ক্ষমতার মোহ”
রাজধানীর এক প্রাসাদে বসবাস করতেন প্রধানমন্ত্রী কামাল উদ্দিন। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন—
“আমি জনগণের সেবক হব, দেশকে দুর্নীতিমুক্ত করব।”
মানুষ বিশ্বাস করেছিল। কৃষক, শ্রমিক, ছাত্র—সবাই ভেবেছিল পরিবর্তন আসছে।
কিন্তু ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই কামাল উদ্দিন বদলে গেলেন। তিনি চারপাশে তৈরি করলেন চাটুকারদের বলয়। যাদের কাজ ছিল তার প্রতিটি সিদ্ধান্তকে সাধুবাদ দেওয়া।
মন্ত্রীসভায় যোগ্যরা জায়গা পেল না, বরং পেল আত্মীয়স্বজন আর তোষামোদকারীরা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গেল তার ভাগ্নের হাতে, যার ব্যবসা আগেই দুর্নীতিতে ভরা ছিল। শিক্ষা মন্ত্রণালয় গেল এক ঘনিষ্ঠ বন্ধুর হাতে, যে নিজেই কখনো বিশ্ববিদ্যালয় শেষ করেনি।
অল্পদিনেই দেশের চিত্র বদলে গেল—
ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে তারা বিদেশে পাচার করল।
সরকারি টেন্ডার গেল দলীয় লোকদের হাতে।
হাসপাতালগুলো ওষুধের অভাবে ভুগতে লাগল, অথচ মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করাতে গেলেন।
সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ল। বাজারে চাল, ডাল, তেলের দাম আকাশছোঁয়া। বেকার যুবকরা কাজ খুঁজে না পেয়ে হতাশ।
কিন্তু প্রধানমন্ত্রী কামাল উদ্দিন টেলিভিশনে বক্তৃতা দিতেন—
“দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে!”
সংবাদপত্রে সমালোচনা এলে সাংবাদিকদের গ্রেপ্তার করা হলো। যারা প্রতিবাদ করল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার মনে।
কিন্তু যতই দমননীতি চালানো হলো, মানুষের ক্ষোভ ততই জমতে থাকল। একসময় রাজধানীর রাস্তায় লাখো মানুষ নেমে এল—
“আমরা দুর্নীতি চাই না, আমরা ন্যায় চাই।”
সবাই সাধারণ মানুষকে ঠকায়।
#নেতা