Md.Nazmul Islam

Md.Nazmul Islam সবাই ভালো হবার চেষ্টা করি।

আমাকে দেখে খুব সরল মনে হলে ভুল করবে যদি বিনা কারনে ভুল বুঝতে চাও তোমাকে ভোলা চোখের পলকে হয়ে যাবে
24/08/2025

আমাকে দেখে খুব সরল মনে হলে ভুল করবে যদি বিনা কারনে ভুল বুঝতে চাও তোমাকে ভোলা চোখের পলকে হয়ে যাবে

24/08/2025

আগেইতো ভালো ছিলাম 🤔

22/08/2025

এ বাড়ার রাজনীতি করেন কেন সরকার পরিবর্তন হলেই দেশ ছেড়ে যেতে হয়ে।

গরিব হতে পারি কিন্তু কারো কাছে মাথানিচু করার লোক না নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করি যদি কেউ গরিবের সম্মান নিয়া নাড়াচা...
22/08/2025

গরিব হতে পারি কিন্তু কারো কাছে মাথানিচু করার লোক না নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করি যদি কেউ গরিবের সম্মান নিয়া নাড়াচাড়া করে তাহলে তাকে ছাড় দেয়ার কোনো ইচ্ছে জাগে না।

পুরুষদের প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে চলতে হয়ে তার পরিবারের জন্য    #আপনজন
22/08/2025

পুরুষদের প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে চলতে হয়ে তার পরিবারের জন্য #আপনজন

21/08/2025

“বর্তমানে সব নেতা দুর্নীতি করে।”

আসলে কী হচ্ছে:

🔎 কেন মানুষ এমন ভাবে?

বারবার দুর্নীতির ঘটনা প্রকাশ পায়, ফলে মানুষের আস্থা ভেঙে যায়।

যে দলই ক্ষমতায় আসুক, দুর্নীতি যেন কমে না—বরং নতুনভাবে শুরু হয়।

সাধারণ মানুষ চায় সৎ নেতৃত্ব, কিন্তু বাস্তবে তাদের চোখে বেশিরভাগ নেতার লক্ষ্য থাকে ক্ষমতা আর অর্থ।

✅ কিন্তু বাস্তবতা হলো:

সত্যি, দুর্নীতি এখন অনেক বেশি দৃশ্যমান।

তবে “সব নেতা দুর্নীতিবাজ”—এটা পুরোপুরি সঠিক নয়। এখনও কিছু নেতা আছেন যারা সৎ থেকে মানুষের পাশে দাঁড়ান, কিন্তু তারা সংখ্যায় কম এবং আলোচনায়ও কম আসেন।

⚖️ সারকথা:
👉 দুর্নীতিগ্রস্ত নেতার সংখ্যা বেশি, তাই সৎ নেতাদের গুরুত্ব কমে যাচ্ছে।
👉 কিন্তু “সবাই দুর্নীতিবাজ” বলা মানে সত্যিকারের সৎ মানুষদেরও অস্বীকার করা।
#নেতা

গল্প: “ক্ষমতার মোহ”রাজধানীর এক প্রাসাদে বসবাস করতেন প্রধানমন্ত্রী কামাল উদ্দিন। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন—“আমি জনগণ...
21/08/2025

গল্প: “ক্ষমতার মোহ”

রাজধানীর এক প্রাসাদে বসবাস করতেন প্রধানমন্ত্রী কামাল উদ্দিন। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন—
“আমি জনগণের সেবক হব, দেশকে দুর্নীতিমুক্ত করব।”

মানুষ বিশ্বাস করেছিল। কৃষক, শ্রমিক, ছাত্র—সবাই ভেবেছিল পরিবর্তন আসছে।

কিন্তু ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই কামাল উদ্দিন বদলে গেলেন। তিনি চারপাশে তৈরি করলেন চাটুকারদের বলয়। যাদের কাজ ছিল তার প্রতিটি সিদ্ধান্তকে সাধুবাদ দেওয়া।

মন্ত্রীসভায় যোগ্যরা জায়গা পেল না, বরং পেল আত্মীয়স্বজন আর তোষামোদকারীরা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গেল তার ভাগ্নের হাতে, যার ব্যবসা আগেই দুর্নীতিতে ভরা ছিল। শিক্ষা মন্ত্রণালয় গেল এক ঘনিষ্ঠ বন্ধুর হাতে, যে নিজেই কখনো বিশ্ববিদ্যালয় শেষ করেনি।

অল্পদিনেই দেশের চিত্র বদলে গেল—

ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে তারা বিদেশে পাচার করল।

সরকারি টেন্ডার গেল দলীয় লোকদের হাতে।

হাসপাতালগুলো ওষুধের অভাবে ভুগতে লাগল, অথচ মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করাতে গেলেন।

সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ল। বাজারে চাল, ডাল, তেলের দাম আকাশছোঁয়া। বেকার যুবকরা কাজ খুঁজে না পেয়ে হতাশ।

কিন্তু প্রধানমন্ত্রী কামাল উদ্দিন টেলিভিশনে বক্তৃতা দিতেন—
“দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে!”

সংবাদপত্রে সমালোচনা এলে সাংবাদিকদের গ্রেপ্তার করা হলো। যারা প্রতিবাদ করল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার মনে।

কিন্তু যতই দমননীতি চালানো হলো, মানুষের ক্ষোভ ততই জমতে থাকল। একসময় রাজধানীর রাস্তায় লাখো মানুষ নেমে এল—
“আমরা দুর্নীতি চাই না, আমরা ন্যায় চাই।”
সবাই সাধারণ মানুষকে ঠকায়।
#নেতা

21/08/2025

এ দেশে জনগনের শান্তি হবে না।

19/08/2025

যতো ঝাকি ততই নেকি

17/08/2025

বাঘিনীর এতো ভয়ে

ভালো মানুষের মুল্যবান একটা গুন হলো খারাপ মানুষের সংঘ ত্যাগ করা।
16/08/2025

ভালো মানুষের মুল্যবান একটা গুন হলো খারাপ মানুষের সংঘ ত্যাগ করা।

16/08/2025

জনগন কি একটা চো দ নে পরছে ওরা আকাম করবে তা মেনে নিতে হবে।

Address

Bhandaria
8550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nazmul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share